অবশেষে প্রকাশ্যে আনা হলো সানা খানের ছেলের ছবি | Sana Khan | Tariq Jamil

Author
0

 

গত বছর, অর্থাৎ ২০২০ সালে এক ফুটফুটে পুত্রসন্তানের মা হয়েছেন সানা খান (Sana Khan)। আল্লাহর দেখানো পথে চলার জন্য স্বেচ্ছায় অভিনয় জগতকে বিদায় জানিয়েছিলেন এই অভিনেত্রী। নতুন জীবনের প্রতিটা পদে পদে সে তার নিজের ধর্মকে জড়িয়ে রেখেছেন। এমনকি ছেলের নামও রেখেছেন বিখ্যাত এক পাকিস্তানি ধর্মপ্রচারকের নামের সঙ্গে মিলিয়ে।

২০২০ সালে সবাইকে চমকে দিয়ে রাতারাতি বিয়ের ঘোষণা করেছিলেন সানা। মুফতী আনাস সাইদকে বিয়ের পর ঝাঁ চকচকে গ্ল্যামার দুনিয়া ছেড়ে তিনি বেছে নেন ধর্মের পথ। স্বল্প পোশাক ছেড়ে শরীর ঢাকেন বোরকায়। তবে বিয়ের পর বেশ সুখেই আছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে নিয়মিত নিজেদের জীবনের বিভিন্ন মুহুর্ত শেয়ার করেন ভক্তদের সাথে।


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



বিয়ের তিন বছর যেতে না যেতেই মাতৃত্বের স্বাদও পেয়ে গিয়েছেন। তবে জন্মের পর ছেলের কোনো ছবি শেয়ার না করলেও তার নাম প্রকাশ করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবর, এরই মধ্যে সন্তানের নামও ঠিক করে ফেলেছেন সানা। একমাত্র ছেলের নাম রেখেছেন "সাইদ তারিক জামিল"। পাকিস্তানের তুমুল জনপ্রিয় ইসলাম প্রচারক ও ধর্মীয় বক্তা মাওলানা তারিক জামিলের (Tariq Jamil) নাম অনুসারে ছেলের নাম রেখেছেন সানা খান।



ছেলের নাম তারিক জামিল রাখা প্রসঙ্গে সানা বলেন, তারিক নামের অর্থ ‘সকালের যে তারা রাতে আসে’। এবং জামিল শব্দের অর্থ ‘সুন্দর’। নাম ব্যক্তিত্বের ওপর দারুণ প্রভাব ফেলে। আমরা আমাদের ছেলের জন্য এমন একটি নাম চেয়েছিলাম যা ধর্মপরায়ণতা, সহনশীলতা, ভদ্রতা এবং সততার প্রতীক হবে।



ইসলাম ধর্মকে যাতে আরও ছড়িয়ে দিতে পারে তাদের সন্তান তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি। এদিকে তার সন্তানের নাম নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে তুমুল আলোচনা। অভিনেত্রীর পোস্টে অনেকে মন্তব্য করেছেন, নামটা শুনেই মাওলানা তারিক জামিলের মুখ ভেসে উঠল। কেউ কেউ আবার দাবি করেছেন, ভারতেরও একজন তারিক জামিল দরকার ছিল।

পৃথিবীজুড়ে মুসলিমদের মধ্যে মাওলানা তারিক জামিলের অগণিত ভক্ত রয়েছে। অনেকে অমুসলিমও তার কথার ভক্ত। বলিউড অভিনেতা আমির খানের সাথেও রয়েছে তার সখ্যতা।

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!