আমাকে নিয়ে সবাই জেলাস ফিল করে”- জায়েদ খান | Zayed Khan And Meher Afroz Shaon

Author
0


ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। ৩০ জুলাই রবিবার ছিল এই অভিনেতার জন্মদিন। বিশেষ এই দিনটিতে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের কাছ থেকে পেয়েছেন অসংখ্য শুভেচ্ছাবার্তা। তাদের মধ্যে আছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।

জায়েদ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি সেলফি পোস্ট করেন শাওন। ক্যাপশনে তিনি লেখেন, “শুভ জন্মদিন জায়েদ খান। তোমার সরলতাই তোমার সম্পদ। তবে সেই সরলতা যেন বোকামিতে রূপ না নিতে পারে সেই সীমারেখাটা টানা দরকার। কত বেশি বলবে তা ভাবার চেয়ে, কখন চুপ করে শুধু শুনবে সেটা বুঝতে পারা তোমার জন্য খুব প্রয়োজন। তোমার যতটুকু প্রতিভা আছে তা পরিপূর্ণতা পাক এবং শুধুমাত্র সেটা নিয়েই আলোচনা হোক এই শুভকামনা। অনেক ভালো থেকো”।

 

পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



সাম্প্রতিক সময়ে জায়েদ খান মানেই যেন নেট দুনিয়ায় হাসির খোড়াক। বিষয়টির প্রতি দৃষ্টিপাত করে অভিনেত্রী তার ক্যাপশনের সাথে সংযোজন করে তিনি লিখেন, “এটা মজা করার জন্য দেওয়া কোনো পোস্ট না। আমি সচেতনভাবে আমার স্নেহের একজনকে আমার ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। আপনাদের অনেকের কারণে-অকারণে হাসি আসতেই পারে, কিন্তু ‘হা হা’ রিঅ্যাকশন দেওয়া কেউ আমার বন্ধুতালিকায় থাকলে সেই হাস্যমুখী ব্যক্তিকে তালিকা থেকে বাতিল করে দেয়া হবে। শুভ আনফ্রেন্ডিং”।

শাওনের এই পোস্টে কমেন্ট করেছেন জায়েদ খান। সিনিয়র অভিনেত্রী কর্তৃক জন্মদিনের শুভেচ্ছা পেয়ে তাকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, “অনেক অনেক ধন্যবাদ। ভালেবাসা অবিরাম”।

 

এর আগে ২০শে জুলাই বিশ্বের ৪০ নাগরিকের সঙ্গে ‘দ্য হিউম্যানিটেরিয়ান প্লাটিনাম লিডারশিপ অ্যাওয়ার্ড’ সম্মাননা গ্রহণ করেছেন ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান। প্রচুর উত্তেজনায় থেকে নির্ঘুম রাত কেটেছে বলেও জানিয়েছেন তিনি। কারণ, এই প্রথম তিনি ‘আন্তর্জাতিক’ সম্মাননা পেতে যাচ্ছেন। সেই সম্মাননা তিনি হাতে তোলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইউনাইটেড ন্যাশনসের হেডকোয়ার্টার থেকে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, আমেরিকায় জাতিসংঘের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি রিসার্চ’ থেকে একটি পুরস্কার পেয়েছেন জায়েদ খান। বেশ কিছু সংবাদমাধ্যমে বলা হয়েছে, জাতিসংঘের সদর দপ্তর থেকেই নাকি এই পুরস্কার দেওয়া হয়েছে।

তবে একাধিক সূত্রে জানা গেছে, জায়েদ খানকে পুরস্কার দেওয়া প্রতিষ্ঠানটির সঙ্গে জাতিসংঘের কোনো সম্পর্ক নেই। মূলত জাতিসংঘের একটি হলরুম ভাড়া করে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান করেন এই প্রতিষ্ঠান। তবে পুরস্কার পেয়ে জায়েদ খান বলেন, “এটা আমার জন্য কতটা সম্মানের, বোঝানো যাবে না। বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকের মধ্যে বাংলাদেশি হিসেবে আমার নাম ছিল ১১ নম্বরে। যখন পুরস্কার নেওয়ার জন্য ইংরেজিতে বলা হলো ‘জায়েদ খান ফ্রম বাংলাদেশ’, তখন ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করলাম। মানুষের করতালিতে বারবার আবেগে আপ্লুত হচ্ছিলাম। অর্জনটি আমাদের দেশের জন্য গৌরবের। আমার জীবনের সেরা অর্জন। দেশকেই আমি অর্জনটি উৎসর্গ করলাম”।

তিনি আরও বলেন, “দুই বছরের জন্য আমাদের সবাইকে পিস অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সমাজের শান্তির জন্য আমরা কাজ করবো। অনেকে অবশ্য আমার এই অর্জন নিয়ে বেশ জেলাস ফিলও করছে, আমি সেটা বুঝতে পারছি। তবে আমি আমার মতোই এগিয়ে যাবো”।

 


ঈদুল আজহার আগে যুক্তরাষ্ট্রে আয়োজিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে দ্বিতীয়বারের মতো নিউইয়র্কে গিয়েছিলেন জায়েদ খান। এখনো দেশটিতে ঘুরছেন এই অভিনেতা। অংশ নিচ্ছেন বেশ কিছু আয়োজনে। জায়েদ খান জানান, যুক্তরাষ্ট্রের প্রায় সব কটি অঙ্গরাজ্য তার ঘোরা শেষ। শীঘ্রই তিনি দেশে ফিরবেন।

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!