মিয়া খলিফা এ কি বললেন বিয়ে সম্পর্কে!! Mia Khalifa

Author
0

 


সাম্প্রতিক সময়ে পর্ন ইন্ডাস্ট্রি কাঁপানো আলোচিত ও সমালোচিত নাম মিয়া খলিফা। এখন আর তিনি সেই ইন্ডাস্ট্রির অংশ না হলেও পর্ন দুনিয়ার সবথেকে বড় তারকা এখনো তিনিই। সম্প্রতি বিয়ে নিয়ে করা তার একটি মন্তব্য ভাইরাল হয়েছে। পক্ষে-বিপক্ষে কথা বলছেন মানুষজন। চলুন জেনে নেওয়া যাক আলোচিত সেই মন্তব্যটি আসলে কি ছিল?


মাত্র ১৮ বছর বয়সে হাইস্কুলের বয়ফ্রেন্ডকে বিয়ে করেন মিয়া। কিন্তু সেই সম্পর্কটি স্থায়ী হয় নি। ৫ বছর পরে ডিভোর্সের পথে হাটেন তিনি। এরপরে আবারও বিয়ে করেন ২৬ বছর বয়সে। পাত্র ছিল প্রফেশনাল শেফ রবার্ট স্যান্ডবার্গ। সেটিও টিকেনি। বছরখানেক পরেই দেন ডিভোর্স। বর্তমানে রিলেশনশিপে আছেন পুয়ের্তো রিকান র‍্যাপার জায়কোর সাথে। রিসেন্টলি বিয়ে নিয়ে পরামর্শ দিয়েছেন সাবেক এই পর্নস্টার। টিকটকে বিয়ে নিয়ে বেশ কিছু কথা শেয়ার করেছেন তার ভক্তদের সাথে। সেই ভিডিও ভাইরাল হয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়। সেখানে মিয়া বলেন, ‘বিয়ে ব্যাপারটা খুব বড় কিছু না। কোন পবিত্র কিছুও না। এটা জাস্ট একটা অফিশিয়াল ডকুমেন্ট। কারো ভালো না লাগলে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত। বিয়ে মানেই এমন না যে ভালো না লাগলেও কম্প্রোমাইজ করে আজীবন একজনের সাথে কাটিয়ে দিতে হবে।”


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



এই ব্যাপারে তিনি নিজেকে রাগবি লেজেন্ড টম ব্র্যাডির সাথেও তুলনা করেন। তিনি জানান বহুবার তিনি সম্পর্কে জড়িয়েছেন এবং সময়মতো ছেড়েও দিয়েছেন। তবে বিয়ের আংটিগুলো রেখে দিয়েছেন নিজের কাছে। তিনি মনে করেন ডিভোর্স দিতে গেলে প্রচুর দৌড়ঝাঁপ করা লাগলেও সেটি করা উচিত। পুরুষদের ছেড়ে দেওয়ার ক্ষেত্রে কোন মেয়ের ভয় পাওয়া উচিত নয়।

তবে তার এই স্টেটমেন্ট নিয়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। অনেকে তার সাথে একমত হয়েছেন। আবার অনেকে তার বিরোধিতাও করছেন। অনেকে বলছেন মিয়া খলিফার মতো একজন কিভাবে বিয়ে নিয়ে কথা বলতে পারে। কেউ কেউ বলছেন পর্নস্টারের থেকে বিয়ের ব্যাপারে পরামর্শ নিতে তারা আগ্রহী না। আবার অনেকে বলছেন তার মুখে বিয়ের কথা আর কসাইয়ের মুখে ভেগানদের পক্ষে বলা কথা নাকি একই ব্যাপার!

 

তবে অনেকে তার এই স্টেটমেন্টের তারিফও করেছেন। অনেকেই বলছেন বিয়ে নিয়ে বর্তমান সময়ের প্রেক্ষাপটে একদম ঠিক কথাটাই বলেছেন তিনি। দর্শক, আপনার কি মতামত? কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন আমাদের সাথে।

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!