স্কুল-কলেজে সায়েন্স পড়ার কারণে অনেক থিওরিই হয়তো আপনার মাথায় গেঁথে আছে। কিন্তু কোন হাইপোথিসিস কি এই মুহুর্তে আপনার মাথায় আছে? নেই। কারণ থিওরি হচ্ছে প্রমাণিত একটি ব্যাপার। অন্যদিকে, হাইপোথিসিস কোন প্রমাণিত ব্যাপার না, জাস্ট আপনার নলেজের বেসিসে কিছু অনুমান।
ধরা যাক নিউটনের মতোই আপনি একটি গাছের নিচে বসে আছেন।
আপনার মাথায়ও একটি আপেল পড়লো। কিন্তু তখনও নিউটন গ্র্যাভিটি থিওরি আবিষ্কার করেন
নি। এখন আপেলটি নিচে আপনার মাথায় কেন পড়লো এর যেহেতু কোন প্রপার ব্যাখ্যা নেই, তাই
আপনি কয়েকটি ব্যাখ্যা ভেবে নিতে পারেন।
নাম্বার ওয়ান - আপেলটা ইচ্ছে করেই আপনার মাথায় পড়েছে।
নাম্বার টু - আপেলের ভেতর কিছু একটা ছিল যেটা আপনার মাথাকে
আকর্ষণ করেছে।
নাম্বার থ্রি - কোনো একটা অদৃশ্য ফোর্স নিশ্চয়ই আছে যা
আপেলকে মাটিতে নামিয়ে এনেছে।
এগুলো সবই হাইপোথিসিস, কারণ এগুলোর একটার
প্রমাণও আপনার কাছে নাই। কোনো হাইপোথিসিস ভবিষ্যতে ভুল প্রমাণিত হতেও পারে,
আবার সঠিক প্রমাণিত হতেও পারে।
কিন্তু যখন কোনো একটা হাইপোথিসিসকে বার বার প্র্যাক্টিকালি
পরীক্ষা করার পর বার বার ঐ একই রেজাল্ট পাওয়া যায় তখন সেটা হয়ে যায় থিওরি। যেমন,
নিউটনের ইউনিভার্সাল গ্র্যাভিটেশন থিওরি।
অর্থাৎ, হাইপোথিসিস কোন একটি গবেষণার প্রাইমারি স্টেজের
কিছু অনুমান। যা তখনও পুরোপুরি প্রমাণিত হয় নি। অন্যদিকে, থিওরি হচ্ছে সেই গবেষণার
ফাইনাল স্টেজের প্রুভেন ফ্যাক্ট।
তবে হাইপোথিসিস যে শুধুই কিছু অনুমান তা নয়। এর কিছু
বৈশিষ্ট্য থাকে। প্রেডিক্ট্যাবিলিটি ও টেস্ট্যাবিলিটি তার মধ্যে অন্যতম।
ধরুন আপনি আলাস্কাতে বেড়াতে গিয়েছেন। রাতের বেলা হঠাৎ জানালা
খোলার পর দেখলেন বাইরে সবকিছু দিনের মতো ফকফকা। মনে প্রশ্ন আসলো রাতের বেলা বাইরে
কিসের আলো? হাইপোথিসিস দাঁড়া করালেন হয়ত কেউ অনেক পাওয়ারফুল
লাইট জানালায় তাক করে রেখেছে। অথবা হয়ত খুব কাছেই কোন সুপারনোভা বিস্ফোরণ ঘটেছে।
অথবা হয়তো রাতের বেলায় সূর্য উঠেছে! এরপর পরীক্ষা করার জন্য বাইরে গিয়ে দেখলেন
অদ্ভুত হলেও সূর্যের হাইপোথিসিসটিই সত্য।
মজার একটি ব্যাপার দিয়েই শেষ করি। অনেকজনকে হয়ত বলতে
শুনেছেন 'আমার একটা থিওরি আছে, অমুক কেন ঘটে, তমুক কেন
হয় ব্লা ব্লা'। আসলে তারা যা বলতে চেয়েছে তা কোন থিওরি
না, বরং হাইপোথিসিস। কারণ তাদের সেই থিওরির কোন প্রমাণ নেই। যদি সে আসলেই তা
সায়েন্টিফিকালি প্রমাণ করে ফেলতে পারে, শুধুমাত্র তখন গিয়েই সেটি থিওরি হিসেবে
প্রতিষ্ঠিত হবে।