পুরো এলাকা জুড়ে ঘুরে বেড়াচ্ছে এক লোক। এলাকার লোকজন তাকে
দেখে ভয়ে পালাচ্ছে। কারণ তার হাতে স্ত্রীর কাটা মাথা! এমন ভয়াবহ দৃশ্যের কথা
চিন্তা করতে গিয়ে আপনি বা আমি শিউরে উঠলেও, ঘটনার পুরোটা সময়
জুড়ে সেই ব্যক্তির চেহারায় ছিলো গর্বের হাসি।
২০২২ সালের ৫ই ফেব্রুয়ারী ইরানের আহভাজ নগরীতে ঘটে যাওয়া
এই ভয়ংকর ঘটনা পুরো বিশ্ববাসীকে আতঙ্কিত করে তোলে। ভিক্টিম সেই মেয়েটির নাম মোনা
হায়দারি। বয়স মাত্র ১৭। মাত্র ১২ বছর বয়সে পারিবারের চাপে বিয়ে হয় চাচাতো ভাই
সাজ্জাদ হায়দারির সাথে। সেখানে নিয়মিত নির্যাতনের স্বীকার হতেন তিনি। একসময় আর
সহ্য করতে না পেরে পালিয়ে যান তুরস্কে। কিন্তু ৬ মাস পরে তুর্কি অ্যাম্বাসির সহায্য
নিয়ে তাকে ফিরিয়ে আনে তার বাবা ও চাচা। এরপরেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। তার স্বামী
ও তার ভাই মিলে হত্যা করে তাকে। পরিবার থেকে এই হত্যাকাণ্ডের নাম দেওয়া হয় অনার
কিলিং।
পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন
এই অনার কিলিং কি জিনিস? এর পেছনে মূল উদ্দেশ্যই বা কি থাকে -
পরিবারের সম্মান হারানোর দায়ে কাউকে যদি ঐ পরিবারেরই অন্য
কোন ব্যক্তি মেরে ফেলে, তাহলে সেই ঘটনাকেই অনার কিলিং বলে। সেই হত্যাকেই তারা
হারানো সম্মানের প্রতিদান হিসেবে চিন্তা করে। সাধারণত উপমহাদেশ ও বিভিন্ন আরব দেশে
এরকম ঘটনা বেশি দেখা যায়। এবং এই অনার কিলিং এর প্রধান শিকার হচ্ছে নারী।
২০১৬ সালের ১৫ই ফেব্রুয়ারি পাকিস্তানে এরকম একটি ঘটনা ঘটে।
সেই ঘটনার ভিক্টিম ছিলেন জনপ্রিয় মডেল ও ইনফ্লুয়েন্সার কান্দির বালুচ। তার ভাই
ওয়াসিম আজিম তাকে শ্বাসরোধ করে হত্যা করে। কান্দির বালুচ হত্যাকান্ডকে পাকিস্তানের
সবচেয়ে হাই প্রোফাইল অনার কিলিং কেইস হিসেবে বিবেচনা করা হয়। ইন্টারনেটে ছবি আপলোড
করা নিয়ে প্রায়ই তার ভাই তাকে হত্যার হুমকি দিতো। সেই বছর ঈদ উপলক্ষে কান্দির নিজ
শহর মুলতানে গেলে এই নৃশংস ঘটনা ঘটে।
পাকিস্তানের উত্তর কোহিস্তানের দূর্গম অঞ্চলে ২০১১ সালে
তুচ্ছ এক কারণে আরো একটি অনার কিলিং এর ঘটনা ঘটেছিল। একটি বিয়ের প্রোগ্রামে তিনজন
নারীকে গান গাইতে ও হাত তালি দিতে দেখা যায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেওয়ার পর
পরিবার থেকে তাদেরকে খুন করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের লাশও পাওয়া যায় নি। তবে
পরবর্তীতে তাদের সাথে রিলেটেড তিনজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।
অনার কিলিং এর দিক দিয়ে পাকিস্তানের অবস্থা ভয়াবহ। প্রতি
বছর প্রায় এক হাজারের বেশি অনার কিলিং এর ঘটনা ঘটে সেখানে। ভারতও এই দিক দিয়ে
পিছিয়ে নেই। এই ক্ষেত্রে স্পেশালি উত্তর প্রদেশ সবথেকে কুখ্যাত। ২০১৬ সালে শুধু
উত্তর প্রদেশেই মোট অনার কিলিং এর কেইস পাওয়া গিয়েছিল ১৩১ টি।