সালমান-শাবনূর জুটির সেরা ৫ সিনেমা || Superhit Films Starring Salman Shah and Shabnur

Author
0

 


সালমান-শাবনূরজুটি পছন্দ করেনি এমন মানুষ খুব কম আছে পর্দায় তাদের প্রাণবন্ত অভিনয় সকলকেই মুগ্ধ করেছে। সালমান শাহ আজ নেই শাবনূরও অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তারা দুজন একসাথে ১৪ টি সিনেমায় অভিনয় করেছিলেন আর সেখান থেকেই তাদের ১০ টি সেরা সিনেমা নিয়ে আজ আলোচনা করবো


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



Number 5

১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত তুমি আমারসিনেমাটি পরিচালনা করেছেন জহিরুল হক তমিজউদ্দিন রিজভী এটি একটি প্রেম কেন্দ্রিক সিনেমা সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর এটি ছিলো শাবনূরের প্রথম এবং সালমান শাহের দ্বিতীয় অভিনীত সিনেমা সালমান শাহ প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামতদারুন সফলতা পেলে পরিচালক জহিরুল হক তাকে নিয়ে এই সিনেমাটি শুরু করেন তবে সিনেমার কিছু অংশ নির্মাণ করার পর পরিচালক মারা যান এবং পরবর্তিতে তমিজউদ্দিন রিজভী সিনেমার বাকি কাজ শেষ করেন


Number 4

১৯৯৫ সালে মুক্তি পায়স্বপ্নের ঠিকানাসিনেমাটি সালমান শাহ-শাবনূর জুটির অন্যতম সফল একটি সিনেমা এটি এম খালেক পরিচালিত এই সিনেমাটি প্রচলিত ধনী-গরীব প্রেম কাহিনীতেই নির্মিত কিন্তু টানটান চিত্রনাট্য, সফল কিছু গান অভিনয়ের কারণে ছবিটি মোটামুটি ক্লাসিক হয়ে গেছে


Number3

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ততোমাকে চাইসিনেমাতে জুটি বেঁধেছিলেন সালমান শাহ শাবনুর ধনী-গরীব প্রেমের কাহিনী নিয়ে তৈরি এই সিনেমা এই সিনেমায় দারুণ কিছু আবেগী মুহূর্তের পাশাপাশি রয়েছে অসাধারণ কিছু গান এই সিনেমায় ব্যবহৃতভাল আছি ভাল থেকোগানটি এতটাই জনপ্রিয়তা পায় যে এখনো সেই গান দর্শকদের মনে গেঁথে আছে এমনকি এই গানটির দৃশ্য ধারণও সবার মন ছুঁয়েছে


Number 2

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাচাওয়া থেকে পাওয়াসালমান-শাবনূর জুটির অন্যতম ব্লকবাস্টার সিনেমা সিনেমাটি পরিচালনা করেছেন এম এম সরকার সিনেমায় সালমান শাহ শাবনূর ছাড়াও অভিনয় করেছেন ডলি জহুর, প্রবীর মিত্র, আহমেদ শরীফ



Number 1

১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সালমান শাহ অভিনীত শেষ সিনেমাআনন্দ অশ্রু এই সিনেমাটি দর্শক মনে আলাদা জায়গা করে রেখেছে সালমান শাহ ১৯৯৬ সালে আর সিনেমাটি মুক্তি পায় এর পরের বছর সিনেমাটি দেখতে সিনেমাহলে দর্শকদের ভিড় আর সিনেমা শেষে অশ্রু চোখে বেরিয়ে আসা যেন প্রিয় নায়ক হারানোর কষ্টকে আরও গাঢ় করে তুলেছিলো। এই সিনেমায় সালমান শাহ বিপরীতে শাবনূর অভিনয় করেছিলো। বড়লোক বাবার ছেলে পড়েছিলো গ্রামের এক মেয়ের প্রেমে তবে সম্পত্তির লোভে নিজের চাচা জোর করে ড্রাগ দিয়ে ধীরে ধীরে পাগল করে দেয়ে ছেলেকে মৃত্যু হয় এক সুন্দর ভালোবাসার। ধনী গরীবের ভালোবাসার যে লড়াই দেখানো হয়ে থাকে অন্যসব ভালোবাসার সিনেমাতে সেখান থেকে বেড়িয়ে এসে পুরোপুরি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এই সিনেমাটিকে আর একারণেইআনন্দ অশ্রুসবার থেকে আলাদা

রোমান্টিক গল্প, সাবলীল অভিনয় আর দারুন গানের জন্য সালমান-শাবনূর জুটি যেন সর্বকালের সেরা

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!