অনেক বছর ধরেই ফিলিস্তিনের উপরে চলছে ইসরায়েলের অত্যাচার। একে মূলত ধর্মীয় সংকটই বলা চলে। ফিলিস্তিনি অসহায় মুসলিমদের উপরে ইসরায়েলি ইহুদিদের অত্যাচার। চূড়ান্ত পর্যায়ের নির্দয় সেই ইহুদিদের সম্পর্কে জানতে ইচ্ছে করে না?
পাসওভার
মিশরীয়দের দাসত্ব থেকে ইহুদিদের মুক্তি পাওয়ার উপলক্ষে এই উত্সব। আট দিনের উত্সবের প্রথম সন্ধ্যায় বিশেষ ভোজনসভা অনুষ্ঠিত হয়। ‘হাগাদা’ থেকে ‘পাস ওভার’-এর কাহিনি পাঠ করা হয়। এই ভোজের খাদ্য ও বিশেষ তাত্পর্যপূর্ণ। ঈশ্বর ছয় দিনে বিশ্ব নির্মাণ করে সপ্তম দিন বিশ্রাম নিয়েছেন। এই বিশ্বাস থেকেই ইহুদি সম্প্রদায় প্রতি শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার রাত পর্যন্ত সাবাথ পালন করেন। ইহুদিদের কাছে সাবাথ বিশ্রামের সময়। সন্ধেবেলা মোমবাতি জ্বালানো, এক সঙ্গে খাওয়াদাওয়া আর সিনাগগে গিয়ে প্রার্থনায় অংশ নেওয়া — এই সব মিলিয়েই সাবাথ উদযাপন।
পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন
রশ হাশানা
ঈশ্বরের মানুষ সৃষ্টি করার দিনটিকে ইহুদিরা নববর্ষ হিসেবে পালন
করেন। রশ হাশানার দুই দিনে ঈশ্বর তাঁর বিচার সম্পূর্ণ করেন এবং মানবজাতির ভবিষ্যত ঠিক
করে দেন। এই উত্সবের দিনেই ইহুদিরা ঈশ্বরের কাছে কৃতকর্মের জন্য বিচার প্রার্থনা করে
এবং ঈশ্বরের ক্ষমা ভিক্ষা চায়। এই উত্সবের মাধ্যমেই ইহুদি নববর্ষের শুরু হয়। প্রায়
দুই হাজার বছরের পুরনো ঐতিহ্য মেনে এই সময়ে পুরুষ ভেড়ার শিং দিয়ে তৈরি মিউজিকাল ইন্সট্রুমেন্ট
শোফার বাজানো হয়।
ইয়োম কিপপুর
রশ হাশানার দশ দিন পর এই উত্সব পালন করা
হয়। ইহুদিদের মতে এই দিনেই নাকি ঈশ্বর তাদেরকে ক্ষমা করেছিলেন। এই দিন ইহুদিরা পাপ
কাজের প্রায়শ্চিত্তের জন্য উপোস করে। এরপর অনেকটা মুসলিম ধর্মের রোজার মতোই পরিবারের
সবাই মিলে একসাথে উপোস ভাঙে। ইয়োম কিপপুরের আগের রাতে অনেক ইহুদি কাপাহুত পালন করে।
এই সময় তারা গরিবদের একটি করে মুরগি দেয়।
সুকৌট
প্রায় ৩ হাজার বছর আগে ইসরায়েলাইটস গোষ্ঠীর
মানুষরা মিশর ছেড়ে পালিয়েছিল। সেই সময় তারা প্রায় ৪০ বছর ধরে মরুভূমি পাড়ি দিয়েছিল।
সেই পথে তারা অস্থায়ী থাকার জায়গা তৈরি করে থাকতো। সেই ত্যাগকে স্মরণ করেই এখন এক সপ্তাহব্যাপি
সুকৌট উৎসব পালন করে তারা। এই সময়ে তারা জার্নি করে ও সাকাহ নামক সেই অস্থায়ী বাসস্থান
তৈরি করে থাকে।
সিমচ্যাট তোরাহ
সুকৌট উৎসবের পরেই শুরু হয় শ্মিনি আটজেরেট।
তারই একটি অংশ সিমচ্যাট তোরাহ। হিব্রু ধর্মগ্রন্থকে বলা হয় তোরাহ। এই উৎসবে বছরে একবার
তোরাহ স্ক্রোলে থাকা হাতে লেখা ধর্মগ্রন্থ অনেকে মিলে পড়ে। পড়া শেষে স্ক্রোলটি সাইনাগগের
মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। এই সময়ে ধর্মভীরু ইহুদিরা নাচগান করে থাকে।
হানাক্কাহ
সেলুসিড সাম্রাজ্য চলাকালীন সময়ে প্রায়
দুই শতাব্দী ধরে ইহুদিরা ধর্ম পালন করতে পারতো না। এরপর খ্রিষ্টপূর্ব ১৬৪ সালে তারা
জেরুজালেম পুনর্দখলে নেট। তাদের ধর্মমতে, সেই সময়ে নাকি পবিত্র মেনোরাহতে মাত্র এক
রাত জ্বলার মতো তেল থাকলেও সেখানে থাকা সাতটি মোম অলৌকিকভাবে টানা ৮ দিন ধরে জ্বলেছিল।
সেই ঘটনার স্মরণেই ইহুদিরা এখন ৮ দিন ধরে হানাক্কাহ পালন করে থাকে।
টু বিশভাট
প্রতি বছর জানুয়ারিতে ইসরায়েলে বর্ষা
মৌসুম শেষ হয়। এরপর গাছগুলোকে বেড়ে উঠতে কিছুটা সময় দেওয়া হয়। তারপর গাছে ফল আসলে টু
বিশভাট পালন করা হয়। এই দিনে সকলে একসাথে ফল খায় ও নতুন করে গাছ লাগায়।
পোরাম
পোরাম ইহুদিদের একটি কার্নিভাল। এই সময়ে
সবাই মাস্ক ও রঙিন পোষাক পড়ে। এই উৎসবের সময়ে সাইনাগগে প্রাচীন পারস্যের রাজা উজির
হামানের স্ত্রী এস্থার প্রতি ট্রিবিউট দেওয়া হয়। কারণ তিনি এক কালে পারস্যের সকল ইহুদিদের
রাজা উজির হামানের হাত থেকে রক্ষা করেছিলেন।
শাবাত
শাবাত হচ্ছে ইসরায়েলের সাপ্তাহিক ছুটির
দিন। শুক্রবার সূর্যাস্ত থেকে শনিবার রাত পর্যন্ত শাবাত পালন করা হয়। এই সময়ে ধর্মভীরু
ইহুদিরা কোন কাজ করে না। তারা এই সময়টা সাইনাগগে কাটায়। শাবাতের সময়ে আগুন কিংবা বাতি
জ্বালানো নিষেধ।
বার ও বাট মিটজভাহ
ইহুদি ধর্ম অনুসারে একটা নির্দিষ্ট বয়সের
আগ পর্যন্ত ছেলে-মেয়ের কাজের সকল দায় থাকে বাবা-মায়ের উপরে। মিটজভাহ রিচুয়ালের মাধ্যমে
সেই দায় থেকে মুক্তিলাভ করেন বাবা-মা। ছেলে সন্তানের ক্ষেত্রে এই অনুষ্ঠানকে বলে বার
মিটজভাহ। মেয়ে সন্তানের ক্ষেত্রে বলে বাট মিটজভাহ। যে কোনো বয়সে ইহুদিরা এই রিচুয়াল
পালন করতে পারে।