গত ২১শে জুলাই বিশ্বব্যাপী
মুক্তি পেয়েছে হলিউডের দুটি আলোচিত সিনেমা ‘বার্বি’। আর এই বার্বি সিনেমা দেখার জন্য
গোলাপী ড্রেসে সিনেপ্লেক্সে ভিড় জমায় বার্বি ফ্যানরা। চারিদিকে যেন গোলাপী রঙের ছড়াছড়ি।
পুরো পৃথিবী যখন বার্বিতে বুদ, সেখানে বাংলাদেশও কম যায় না। বিশ্বের অন্যান্য দেশের
সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘বার্বি’ মুভির প্রিমিয়ার দেখার
জন্য সিনেপ্লেক্সে ভিড় জমিয়েছেন সাফা কবির, জেফার, প্রিতম-শেহতাজ, প্রিয়া জান্নাতুল,
রিদি শেখ, রাফসান দ্যা ছোট ভাইসহ আরো অনেক তারকা এবং সেলিব্রিটিরা। তাদের এই পিঙ্কিশ
লুকে দেখে হয়তো একটু অকোয়ার্ড লাগতে পারে, তবে আজকের জন্য এটা মেনে নিতেই হবে। এখানে
আসা সবাইকে বেশ আনন্দিত এবং উৎসাহিত দেখা যাচ্ছিলো। মেয়েদের পাশাপাশি ছেলেদেরও দেখা
পাওয়া গেছে পিংক পোশাকে। কেউ সেজেছে ‘বার্বি’, কেউ সেজেছে ‘কেন’।
পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন
প্রিমিয়ার শোতে
উপস্থিত ছিলেন বার্বি সিনেমার এক অভিনেতা। বাংলাদেশের সিনেপ্লেক্সে কোনো হলিউড মুভির
প্রিমিয়ারে স্বয়ং অভিনেতা বা অভিনেত্রী এর আগে কখনো উপস্থিত থাকেননি বলে জানান সিনেপ্লেক্স
কর্তৃপক্ষ। বার্বি সিনেমার গুরুত্বপুর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা।
আর সবচেয়ে অশ্চর্যের
কথা হলো, হলিউড এই অভিনেতা হলেন বাংলাদেশি বংশোদ্ভুদ “রমজান মিয়া”। অভিনয়ের পাশাপাশি
তিনি একজন ড্যান্সারও। সিলেটে জন্ম নেওয়া এই অভিনেতা সাক্ষাৎকারে ভাঙা ভাঙা সিলেটি
ভাষার সাথে জানান তার বার্বি সিনেমার অভিজ্ঞতা।
মুভিটি দেখার পর অনেকেই তাদের মতামত প্রকাশ করেছেন। এমনই এক সাক্ষাৎকারে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনেতা “সালমান মুক্তাদির” বলেন, “আমি মনে করেছিলাম এটা টিপিক্যাল মুভির মতো হবে। সিনেমাহলে আমি দেখলাম অনেক ছেলে মুভি শেষ হওয়ার আগেই উঠে চলে যাচ্ছে। হয়তো অনেক ছেলেই এই মুভিটা পছন্দ করবেনা। তবে আমি বলবো, সবাইকেই একবার হলেও মুভিটা দেখা উচিৎ”। বার্বি দেখতে সালমান মুক্তাদিরের সাথে তার ওয়াইফও এসেছিলেন। বরাবরের মতো সব জায়গাতেই বউয়ের প্রশংসায় বিভোর থাকে সালমান। এদিকে বাংলাদেশি ছোট পর্দার অভিনেত্রী ‘ভাবনা’ জানান, তার সবচাইতে ফেভারিট ডল হলো বার্বি। আর বার্বি ডল এতটাই ফেমাস যে, সুযোগ পেলেই মেয়েরা বার্বি হতে চায়। ছোটবেলা থেকেই বার্বির মতো সাজ-পোশাকে থাকতে চাইতেন অভিনেত্রী ‘টয়া’। তাই তো এবার নিজের পছন্দের পুতুলের মুভি দেখতে চলে এসেছেন নিজের ভাগনিকে সাথে করে।
পিংক কালারের হ্যাট পড়ে কন্টেন্ট ক্রিয়েটর রাফসান জানান, তিনি ছোট বেলায় বার্বি নিয়ে খেলেননি, তবে সে মুভিটি ঠিকই দেখতে এসেছে। কেউ কেউ আবার জানিয়েছে, বার্বি পছন্দের না হলেও এতো পরিমাণ ক্রেজ দেখেই মূলত তারা এসেছে মুভিটি দেখতে। কেউ কেউ এই সিনেমাকে নিয়ে নানান সমালোচনা করলেও সিনেমা তার ক্রেজ নিয়েই এগিয়ে যাচ্ছে। ১৪৫ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত এই ‘বার্বি’ সিনেমাটি বিশ্বজুড়ে এখনো পর্যন্ত বক্স অফিস কালেকশন করেছে সাড়ে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলারেরও বেশী।