ছিঃ! এতো অপমানের পরেও কী করছেন জায়েদ খান!! Zayed Khan BD Actor

Author
0

 


চিত্রনায়ক জায়েদ খান সিনেমা নিয়ে যতটা আলোচনায় থাকেন, তার চেয়ে বেশি আলোচনায় থাকেন বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে। তার নানা কাজ নিয়ে হয় সমালোচনা।

২৫ জুন রবিবার রাতে নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ড দিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জায়েদ খানের অগমন নিয়ে আগে থেকেই যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা উন্মুখ হয়ে ছিলেন এবং কেউ কেউ ফোনকল দিয়ে তাড়াতাড়ি আসার জন্য রীতিমতো তাগাদা দিচ্ছেন বলে জানান জায়েদ খান।


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



এ অনুষ্ঠানে ঢাকা থেকে যাওয়া তারকাশিল্পী মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, জেমস, তাহসান এবং চিরকুট ব্যন্ডের শিল্পী সুমীসহ একঝাঁক তারকা শিল্পী বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। হাজারেরও বেশি দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপক সাজু খাদেম মঞ্চে ডাকেন জায়েদ খানকে। ‘এখন মঞ্চে আসছেন জায়েদ খান’- সাজুর এমন ঘোষণার সঙ্গে সঙ্গে ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন উপস্থিত দর্শকরা। ততক্ষণে মঞ্চে চলে এসেছেন জায়েদ খান। এ সময় তার সঙ্গে ছিলেন নবাগতা অভিনেত্রী প্রিয়মনি। কথা ছিল জায়েদ ও প্রিয়মনি একসঙ্গে নাচবেন। তবে সেটি না করে মাইক্রোফোন হাতে গান গাইতে থাকেন জায়েদ। এ সময় ঢালিউড অ্যাওয়ার্ডের কর্ণধার আলমগীর খান আলম মঞ্চে এসে দর্শকের উদ্দেশে বলেন, ‘অতিথিদের সম্মান করতে হয়। যারা জায়েদ খানের পারফরম্যান্স দেখতে চান, তারা আগামী দিনে ওয়াশিংটনে গেলে দেখতে পাবেন।’

তখন জায়েদ খান বলেন, ‘আমি শেষ করে দিচ্ছি। আমার পারফরম্যান্স ছিল, কিন্তু রিহার্সেল ছিল না; তারপরও একটা গান গেয়ে নিচ্ছি প্রিয়মনিকে সঙ্গে করে।’ এরপর তিনি গান গাওয়া শুরু করলে উপস্থিত দর্শকরা ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে ধ্বনি দিতে থাকেন। পরে জায়েদ খান মঞ্চ ছেড়ে চলে যান। এর আগে ‘জাতীয় চলচ্চিত্র পুরষ্কার’ অনুষ্ঠানে জায়েদ খান মঞ্চ মাতিয়ে নেচেছিলেন।

 

এবারের ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জায়েদ খান ছাড়াও আরও অংশ নিয়েছেন কণ্ঠশিল্পী মাহফুজ আনাম জেমস, তাহসান, চিরকুট ব্যান্ড, অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ, চিত্রনায়িকা পূজা চেরী, অভিনেত্রী কেয়া পায়েল প্রমুখ। ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের দ্বিতীয় পর্ব ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে পয়লা জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। ভার্জিনিয়াতে বাংলাদেশ টেলিভিশন এবং চলচ্চিত্রের প্রায় ১৫ জন তারকা শিল্পী অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে রয়েছেন মিশা সওদাগর, জায়েদ খান, অমিত হাসান, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, তাসনিয়া ফারিন, শাহনাজ খুশি, মন্দিরা চক্রবর্তী, মডেল মিথিলা, তৃণা ও ইয়াসমিন সহ আরো অনেকে।

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!