প্রথম সিনেমার পরই কোথায় হারালেন এই নায়িকারা? Dhallywood Heroines Vanishing After Debut

Author
0

 


“অনেকেই এসেছিলো, আবার চলেও গেছে;

সময়ের প্রয়োজনে চলে যেতে হয়,

মাঝখানে শুধু ১৮০ পাতার স্মৃতি পড়ে রয়”।

চলচ্চিত্র জগৎ এমনই এক দুনিয়া যেখানে সময়ের প্রয়োজনে অনেকেই এসেছেন, আবার সময়ের প্রয়োজনেই হারিয়ে গেছেন। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনেও এমনই কিছু নায়িকারা ছিলেন, যারা ৯০ এর দশকে সারা ফেলেছিলেন দর্শক হৃদয়ে। তবে হুট করেই তারা আবার চলে গেছেন লোকচক্ষুর আঁড়ালে। সেই হারিয়ে যাওয়া নায়িকাদের খুঁজে এনে আপনাদের সাথে নতুন করে পরিচয় করিয়ে দিতেই আমাদের আজকের আয়োজন।


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



১৯৯৩ সালে “চাঁদের আলো” সিনেমার গান এটি। সেসময়ে এই গান বেশ জনপ্রিয়তা পেয়েছিলো। ওমর সানী অভিনিত এই সিনেমায় আরো অভিনয় করেছিলেন নবাগত নায়িকা ‘রুমানা ইসলাম মুক্তি’। জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারা হোসেনের মেয়ে মুক্তি’র প্রথম সিনেমায় “পদ্মা নদীর মাঝি” হলেও ‘চাঁদের আলো’ সিনেমার মাধ্যমেই তিনি বেশ পরিচিতি পেয়েছিলেন। এরপর কিংবদন্তি হুমায়ুন আহমেদের ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত “শ্রাবন মেঘের দিন” সিনেমাতেও তিনি অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। এই সিনেমায় তার সাবলীল অভিনয়ে সকলেই মুগ্ধ হয়েছিলো। তবে হঠাৎ করেই মুক্তি যেন নিজেকে চলচ্চিত্র জগৎ থেকে মুক্ত করে নিয়ে চলে যান সবার অগোচরে। তবে শ্রাবন মেঘের দিনের সেই শাহানা হয়ে মুক্তি থেকে যাবে সকলের হৃদয়ে।

 


১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘হৃদয়ের আয়না’ সিনেমাটির কথা হয়তো অনেকেরই মনে নেই। সে সময়কার জনপ্রিয় নায়ক রিয়াজের সাথে এই সিনেমায় অভিনয় করেন নবাগত নায়িকা “জেবা”। মিষ্টি চেহারার এই নায়িকার প্রথম সিনেমাই ছিলো এটি। সিনেমায় তিনি ‘আয়না’ চরিত্রে অভিনয় করে সবাকে বেশ মুগ্ধ করেছিলেন। তবে এই সিনেমা পরে তাকে আর কখনো কোনো সিনেমায় দেখা যায়নি। কোথায় আছেন? কেমন আছেন? কেনোইবা তিনি নিজেকে গুটিয়ে নিলেন সিনেমা জগৎ থেকে? প্রশ্নটা কারোরই জানা নেই।

 


সালমান শাহের মৃত্যুর পরে সিনেমার হাল ধরেছিলেন নায়ক রিয়াজ। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা “প্রাণের চেয়ে প্রিয়” রিয়াজের ফিল্ম ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট বলে আমি মনে করি। এই সিনেমার গান “পড়ে না চোখের পলক” বিয়ে বাড়ি থেকে শুরু করে বাসার ড্রয়িং রুমে বাজতেই থাকতো। এই সিনেমায় রিয়াজের সাথে অভিনয় করেছিলেন “রাভিনা”। এটিই ছিলো এই নায়িকার প্রথম সিনেমা। প্রথম সিনেমা বাম্পার হিট করার পরেও এই নায়িকা হারিয়ে যায় দর্শকচক্ষুর আড়ালে।

 


চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন ‘ইরিন জামান’ অভিনয় জগতে আসেন ১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে। এই সিনেমায় নায়ক ছিলেন বর্তমান সুপারস্টার শাকিব খান। দুজনেরই অভিনীত প্রথম সিনেমা ছিল এটি। তবে প্রথম সিনেমা করে নায়ক শাকিব এখন চলচ্চিত্রে রাজত্ব করলেও হারিয়ে গেছেন নায়িকা ইরিন। স্বামী-সন্তান নিয়ে বর্তমানে তিনি বাস করছেন যুক্তরাষ্ট্র।



অমিতাভ রেজা চৌধুরীর জনপ্রিয় সিনেমা “আয়নাবাজি”-তে ‘মাসুমা রাহমান নাবিলা’ অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিল। এটিই ছিলো তার প্রথম সিনেমা। এই সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছিলেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা “চঞ্চল চৌধুরী”।

নাবিলার অভিনীত প্রথম সিনেমার আকাশছোঁয়া সাফল্যের পরও তেমন আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।



মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!