আমার মতে, সিনেমা জগতে তারকাদের ঘিরে যত বেশি কন্ট্রোভার্সি হয়, তার অর্ধেকই হয় টালিউডে।
টালি পাড়ায় যতগুলো সিনেমা না হয়, তার চাইতে বেশি হয় তারকাদের নিয়ে গুঞ্জন। আর এসব তারকাদের ক্রেজি ফ্যানরা তো সবসময় একটা লড়াইয়ের মাঝেই থাকে, সেটা হলো “কে সেরা?”
তেমনই দুই জনপ্রিয় তারকা ‘দেব’ আর ‘জিত’। আজ কথা বলবো তাদের নিয়েই। জানবো এই দুই জনপ্রিয় তারকাদের মাঝে সেরা কে?
সিনেমা জগতে জিৎ-এর অভিষেক হয়েছিল রাজকীয় ভাবে। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাথী’ পূর্বের সব জনপ্রিয় সিনেমার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছিলো। এমনকি সেসময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক উত্তম কুমারের অভিনীত সিনেমার রেকর্ড ব্রেক করে ‘সাথী’ ৭৫ সপ্তাহ ধরে চলেছিল সিনেমাহলে।
অন্যদিকে দেবের আগমন তেমন একটা সাড়া না ফেললেও, তার অভিনীত দ্বিতীয় সিনেমা ঠিকই বাজিমাৎ করেছিলো। আর এরপর থেকেই তিনি ধারাবাহিকভাবে একের পরে এক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। মাঝখানে দেব হঠাৎ কিছুটা থেমে গেলে সেখানে জিত এসে তার ‘হান্ড্রেড পার্সেন্ট লাভ’ দিয়ে দর্শকদের ‘আওয়ারা’ আই মিন পাগল করে দেন।
পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন
এই দুই সুপারস্টারের হাড্ডাহাড্ডি লড়াই অনেক আগে থেকেই। একজনের সিনেমা ফ্লপ তো অন্যজনেরটা হিট। আবার একই সাথে দুজনের সিনেমাও ফ্লপ হয়েছে কখনো কখনো।
তবে এই দুই স্টারের ক্রেজ এতটুকুও কমেনি। শুধু এই রুপালি পর্দার দুই রাজপুত্রকে চোখের দেখাটুকু দেখার জন্য হলেও মানুষের ঢল নামে বারবার।
জনপ্রিয়তার দিক দিয়ে তাঁরা দুজনেই যে এখনও দারুণ জায়গায় দাঁড়িয়ে তা নিয়ে সন্দেহ নেই।
এক সময়কার পাগলু, রংবাজ, খোকাবাবুর সেই দেব চাঁদের পাহাড়, বুনোহাঁস, আরশিনগর-এর মতো সিনেমা করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। আমূল পরিবর্তন করে ফেলেছেন নিজেকে।
অন্যদিকে জিৎ অভিনীত শেষ থেকে শুরু, সুলতান, বাঘবন্দি খেলা এই সমস্ত সিনেমাগুলো প্রচুর ব্যবাসাসফল হয়েছে।
জিতের সব থেকে বেশি ব্যবসা সফল সিনেমা ছিলো ‘আওয়ারা’। এই সিনেমাটি ৮.৫ কোটি টাকা আয় করেছিলো। জিতের ব্যবসা সফল সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘বস’। বক্স অফিসে যার কালেকশন ছিল ৬.৭৫ কোটি টাকা।
তবে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের দিক দিয়ে জিতের ‘বস টু’ এবং ‘বাদশা দ্য ডন’ থাকবে টপ টু এবং থ্রীতে।
অন্যদিকে ঝিঙ্কু দেবের ‘চাঁদের পাহাড়’ রিলিজের পর ২১ কোটি টাকা আয় করেছিল। ‘অ্যামাজন অভিযান’ সিনেমাটি আয় করেছিলো ৫০ কোটি টাকা। তবে সেই তুলনায় দেবের ফেমাস সিনেমা ‘পরান যায় জ্বলিয়া রে’ বক্স অফিসকে এনে দিয়েছিলো ৯.৫ কোটি টাকা।
এই দুজনের মাঝে কে সেরা; দেব নাকি জিৎ? এই দুজন সুপারস্টার সম্পর্কে এটা বলা খুবই কঠিন।
কারণ এই গ্ল্যামারের দুনিয়ায় সিংহাসন স্থায়ীভাবে কারোর দখলে থাকেনি কখনও। বক্স অফিসের নিয়মিত ওঠানামায় তারকাদের টিকে থাকা নির্ভর করে তাদের কাজের মাধ্যমেই। আপাতত দেখার অপেক্ষা, যে তারা আগামীতে কি নিয়ে হাজির হবেন আমাদের সামনে।
সিনেমায় দুজনের অভিনয়ের পাশাপাশি এঁদের ব্যক্তিগত জীবন নিয়েও পাবলিকের প্রশ্নের শেষ নেই। পারফেক্ট ফ্যামিলি ম্যান জিৎ-এর উদাহরণ টেনে দেবকেও একাধিকবার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে, “তা দাদা! বিয়েটা কবে করছেন!”