আপনি কি জানেন বিশ্বের প্রথম ভিডিও গেম কোনটি? | What Was the First Video Game? | William Higinbotham

Author
0

 


বর্তমানে বিশ্বে ভিডিও গেম যেভাবে উন্নত হয়ে চলেছে তা দেখার মত। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পাবজি, ফ্রী ফায়ার, ফোর্টনাইট ইত্যাদি গেমের কথা। এই সমস্ত ভিডিও গেমের গ্রাফিক্স দিন দিন উন্নত হয়ে চলেছে। আর বিশ্বের বিরাট সংখ্যায় মানুষ এই সমস্ত ভিডিও গেম খেলছে। কিন্তু এই সব ভিডিও গেম এর ইতিহাস টা কি সেটা হয়তো অনেকেরই জানা নেই। আজ থেকে প্রায় ৬৫ বছর আগে শুরু হয়েছিল ভিডিও গেম খেলা। তাই স্বাভাবিক ভাবেই মনে প্রশ্ন আসে কি ছিল বিশ্বের প্রথম ভিডিও গেম।


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন


 

অনেকে মনে করে থাকেন বিশ্বের প্রথম ভিডিও গেম এর নাম হলো “পঙ“। ১৯৭২ সালে এই গেমটা প্রথম বাজারে আসে। এই গেমটি তৈরি করেছিলেন অ্যালেন অ্যালকন। এটি ছিল প্রথম বাণিজ্যিক দিক দিয়ে সফল ভিডিও গেম। তবে যদি সফল অ-সফল বাদ দিয়ে ধরা হয় তবে প্রথম ভিডিও গেম হিসাবে “পঙ”কে ধরা যায় না। পদার্থবিজ্ঞানী উইলিয়াম হিগিনবোথাম (William Higinbotham) তৈরি করেছিলেন বিশ্বের প্রথম ভিডিও গেমএই ভিডিও গেমটি তৈরি হয়েছিল ১৯৫৮ সালে। এটি টেনিস খেলার ওপর নির্ভর করে বানানো হয়েছিল।


হিগিনবোথাম ১৯৪৮ সালে ব্রুকহ্যাভেন ন্যাশনাল ল্যাবরেটরিতে যোগ দেন। সেখানে তিনি প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। সেই সময় ব্রুকহ্যাভেন বার্ষিক প্রদশর্নী র দিন পালন করত। এই সময় ল্যাবে কয়েক হাজার মানুষ আসত। সেই সময়ে প্রদর্শনী গুলি ছিল বেশ নিস্তেজ এবং আকর্ষণহীন প্রায়। হিগিনবোথাম এই প্রদর্শনীতে দর্শকের আগ্রহ বাড়াতে চেয়েছিলেনতিনি ভেবেছিলেন যে যদি একটি গেম তৈরি করা যায় তাহলে বৈজ্ঞানিক প্রদর্শনীর প্রতি আকর্ষণ বাড়বে। তাদের বিভাগের একটি এনালগ কম্পিউটারে গেমটি তৈরি করা হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যেই তিনি গেমটির প্রাথমিক স্ট্রাকচার সাজিয়ে ফেলেনআর তৈরি হয় বিশ্বের প্রথম ভিডিও গেম।

 


রাডার সিস্টেম এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কাজ করার জন্য তার এই গেমের ডিসপ্লের নকশা তৈরি করতে সমস্যা হয়নি। তাঁর আঁকা ব্লু প্রিন্ট এর সাহায্যে প্রযুক্তিবিদ রবার্ট ডিভোরাক ডিভাইসটি তৈরি করেন। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় দেড় থেকে দুই সপ্তাহ। তারা গেমটির নাম দিয়েছিলেন ‘টেনিস ফর টু’। গেমটি খুব সাধারন ছিল একটি টেনিস বল মাটিতে পড়ে লাফিয়ে উঠত। সুইচ টিপে কন্ট্রোল করা হত। গেমটি সবাই বেশ পছন্দ করে


হিগিনবোথাম এর ভাবনা সফল হয়েছিল এবং গেম খেলার জন্য প্রদর্শনীতে ভিড় বাড়ছিল। বিজ্ঞান ও অস্ত্র গবেষণায় আগ্রহী থাকলেও গেমটির জন্য তিনি বেশ বিখ্যাত হয়ে উঠেছিলেনতবে এই ভিডিও গেমটি কয়েক বছর চলার পরে বাজারে জায়গা করে নিয়েছিল অন্যান্য গেম। সে যাই হোক, বিশ্বের প্রথম ভিডিও গেম হিসাবে আজও এই গেমটি ইতিহাস হয়ে রয়েছে। তাই বানিজ্যিক দিক থেকে প্রথম সফল ভিডিও গেম ‘পঙ’ হলেও আসলে বিশ্বের প্রথম ভিডিও গেম ছিল ‘টেনিস ফর টু’

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!