১২ বছর আগে ডন টু এর টিজার দেখে রীতিমত পাগলে গিয়েছিল সিনেমাপ্রেমীরা। বড় চুলে শাহরুখের লুক ও তার আইকনিক ডায়লগ ডেলিভারি তুমুল ক্রেজ সৃষ্টি করেছিল ভক্তদের মধ্যে। সিনেমাটিও সবাই খুব পছন্দ করেছিল। এরপরেই শুরু হয় সকলের ডন থ্রি এর জন্য অপেক্ষা।
কিছুদিন আগেই শাহরুখ খান ঘোষণা
দেন যে তিনি ডন চরিত্রে অভিনয় করছেন না। তখন থেকেই ব্যাপারটা নিয়ে ভক্তদের হতাশা
দেখা যাচ্ছিলো। তবুও কিছুটা আশা রেখেছিলেন তারা। কিন্তু অবশেষে ডন থ্রি এর
অ্যানাউন্সমেন্ট টিজারে শাহরুখের পরিবর্তে ডনরূপে দেখা গেল রানবীর সিং-কে। এরপরেই
দর্শকদের প্রবল সমালোচনায় বিদ্ধ হতে থাকেন রানবীর সিং ও ফারহান আখতার। কিন্তু এত
আইকনিক একটি চরিত্র শাহরুখ কেনই বা ছাড়লেন? ফারহানই বা কেন তারাহুরা করে নতুন
কাউকে নিয়ে ঘোষনা দিতে গেলেন?
পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন
অনেক সূত্র বলছে স্ক্রিপ্টই পছন্দ
হয় নি কিং খানের। কিন্তু সেই স্ক্রিপ্ট তো চাইলে রিরাইট করে তার মন মতো করাই যেত।
সেজন্য নিশ্চয়ই শাহরুখের বদলে অন্য কাউকে ভাবতে যাবেন না নির্মাতারা।
বলিউড এক্সপার্টদের একটা অংশ বলছেন অন্য এক গল্প। জিরো ফ্লপ হওয়ার পরে শাহরুখের একটা বড় প্রজেক্টের দরকার ছিল। কিন্তু তখন নাকি এক্সেল সিনেমা ও ফারহান আখতার তাকে এড়িয়ে গেছেন। অথচ এই বছর পাঠান সুপার ডুপার ব্লকবাস্টার হিট হওয়ার পরেই ডন থ্রি এর অফার পান শাহরুখ। স্বাভাবিকভাবেই এখন শাহরুখ যা করবেন তাই সুপারহিট হবে। সেই সুযোগই কাজে লাগাতে চাচ্ছিলেন তারা। শাহরুখের মনে হয়েছে দুঃসময়ে পাশে না থেকে, সুসময়ে তাকে ব্যবহার করতে চাইছে নির্মাতারা। এজন্যই নাকি তিনি রিজেক্ট করে দিয়েছেন ডন থ্রির অফার। এরপরেই ফারহান আখতার ডন হিসেবে কাস্ট করেন রানবীর সিং-কে। কিন্তু দর্শকরা একদমই ভালো ভাবে গ্রহণ করে নি তাকে। রীতিমত ধুয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছে সমালোচনা ও মিমে।
মজার ব্যাপার হচ্ছে,
কয়েক বছর আগে রানবীরকে জিজ্ঞেস করা হয়েছিল ডন হিসেবে যদি পরবর্তীতে আপনাকে
অ্যাপ্রোচ করা হয়, তাহলে আপনার রিঅ্যাকশন কি হবে? তখন তিনি বলেছিলেন তিনি নিজেই
নিজেকে ডন হিসেবে কল্পনা করতে পারছেন না।
যাই হোক, এখনো যেহেতু
শ্যুট শুরুই হয় নি। দেখা যাক, অ্যানাউন্সমেন্ট টিজারে অপদস্ত হওয়া থেকে শিক্ষা
নিয়ে ভালো কিছু উপহার দিতে পারেন কিনা ফারহান আখতার। ‘দিল চাহতা হ্যা’, ‘জিন্দেগি
না মিলেগি দোবারা’ এর ডিরেক্টরের উপরে কিছুটা আশা তো রাখাই যায়।