শাহরুখ, অমিতাভ, আমির, সালমানরা প্রথম সিনেমার জন্য কত টাকা পেয়েছিলেন | Bollywood Actors First Salarie

Author
0

 


বলিউড ইন্ডাস্ট্রির কয়েকজন হিরোর নাম বলতে বললে ইন্সট্যান্ট আপনাদের মাথায় কাদের নাম আসবে? শাহরুখ খান, সালমান খান, আমির খান, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, রাইট? এখনো তাদের স্টারডম কিংবা ক্রেজ অন্যই লেভেলের। চলুন জেনে নেওয়া যাক তাদের ক্যারিয়ারের প্রথম সিনেমার স্যালারি কত ছিল।


শাহরুখ খান

বলিউড বাদশাহ শাহরুখ খানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ৩০ বছরের বেশি সময় ধরে তিনি এই ইন্ডাস্ট্রিতে আছেন। বান্দ্রার আরব সাগরের তীরে তাঁর প্রাসাদের মতো বাংলো মান্নাত এখন মুম্বাইয়ের অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছে। বর্তমানে ছবি প্রতি তাঁর পারিশ্রমিক ১০০ কোটি রুপি। এখানেই শেষ নয়, সিনেমার প্রফিটের ৬০% ও দিতে হয় তাকে। ১৯৯২ সালে পুরোদস্তুর নায়ক হিসেবে তাঁর আবির্ভাব হয়েছিল ‘দিওয়ানা’ ছবিতে। এই ছবির জন্য তিনি পেয়েছিলেন চার লাখ রুপি।

 

পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



সালমান খান 

১৯৮৮ সালে ‘বিবি হো তো এ্যায়সি’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন সালমান। তবে তার প্রথম ছবি তেমন হিট হয়নি। তিনি প্রথম ছবি থেকে ১১ হাজার রুপি পেয়েছিলেন। পরের বছর ম্যায়নে পেয়ার কিয়া ছবিটি তার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়। সালমানও এখন শাহরুখের মত ছবি প্রতি ১০০ কোটি রুপি পারিশ্রমিক নেন।


আমির খান 

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান একের পর এক ব্যতিক্রমী ছবির মাধ্যমে মুগ্ধ করেছেন সবাইকে। তিনি রোমান্টিক ছবি ‘কেয়ামত সে কেয়ামত তক’-এর মাধ্যমে ফিল্মি দুনিয়ায় পা রেখেছিলেন। এই ছবিতে তাঁর নায়িকা ছিলেন অভিনেত্রী জুহি চাওলা। জানলে অবাক হবেন যে এই ছবির জন্য আমির কত পারিশ্রমিক পেয়েছিলেন। ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবিতে অভিনয় করে তিনি মাত্র ১১ হাজার রুপি পেয়েছিলেন। আজ একটা ছবিতে অভিনয়ের জন্য আমিরও নেন ১০০ কোটি রুপি করে।



অমিতাভ বচ্চন 

প্রায় ছয় দশক ধরে বলিউডে দাপট দেখিয়ে আসছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। ৮০ বছরের এই অভিনেতা আজও কোনো তরুণ অভিনেতার থেকে কম যান না। তাঁর প্রাণশক্তি অবাক করার মতো। একটা ছবি পিছু তিনি এখন ১০ কোটি রুপির মতো পারিশ্রমিক নেন। ১৯৬৯ সালে বিগ বি তাঁর অভিষেক ছবি ‘সাত হিন্দুস্তানি’র জন্য ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।



অক্ষয় কুমার

১৯৯১ সালে ‘সৌগন্ধ’ ছবির মাধ্যমে বলিউডে ডেব্যু করেছিলেন অক্ষয় কুমার। সেই ছবির জন্য তিনি পেয়েছিলেন ৫১ হাজার রুপি। আজ অক্ষয় পারিশ্রমিকের দৌড়ে ‘তিন খানদের’ সঙ্গে পাল্লা দেন। তিনিও ছবি পিছু নেন ১০০ কোটি রুপি। যদিও টানা কিছু ফ্লপের কারণে শোনা যাচ্ছে রেট কিছুটা কমাবেন তিনি।


মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!