বিগ ব্রাদার্স ওয়াচিং ইউ | Surprising Ways the Government is Spying on You

Author
0

 


মিশেল ফুকোফ্রেঞ্চ ফিলোসফার তিনি তার লেখা বইতে কারাগারের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন তিনি বলেছেন, কারাগারে একটা উঁচু টাওয়ার থাকে সেখানে অবস্থান নিয়ে প্রহরীরা সারাক্ষণ নজর রাখে আসামীরা কে কোথায় কী করছে তেমনিভাবে আমাদের সমাজ হলো, প্যান-অপটিক সমাজ স্তরে স্তরে এখানে পাহারাদাররা বসে আছে কে কোথায় কী করছে, তা ওয়াচ করছে তা মনিটর করছে। মানুষের চলাফেরার কথা বলার কোনো স্বাধীনতা নেই এটা কেবল কারাগারে নয়, যেকোনো প্রতিষ্ঠানের বেলাতেই সত্য সেটা হাসপাতাল হতে পারে, স্কুল হতে পারে, কোনো একটা অফিস হতে পারে সর্বত্রই নজরদারি সর্বত্রই মানুষকে শিকলে বন্দী করে রাখার চেষ্টা মানুষ আসলে স্বাধীন নয় কিন্তু প্রগতিশীলের কর্তব্য হবে, প্রতিনিয়ত স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাওয়া


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



এই যে কে কোথায় কী করছে, এটা যদি সব সময় সবাই দেখে ফেলে, তা আসলে কতটা কাম্য কতটা স্বাস্থ্যকর সামাজিকভাবে? আমরা কি কেউ কাচের ঘরে বসবাস করতে পারব? ধরা যাক, আমাদের ঘরগুলোর দেয়াল স্বচ্ছ কাচের তৈরি বাইরে থেকে সব দেখা যায় সেই ঘরে আমাদের বসবাস করতে হবে দিনরাত এটা কি সম্ভব?

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো যে আমরা ব্যবহার করি আমরা কী করি, কী খাই, কী লিখিতারা সব বিক্রি করে দেয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এরপর তারা বের করে ফেলে কার কী অভ্যাস, কে কী ধরনের পণ্য পছন্দ করে, কী দেখতে চায়, কী কিনতে চায়!

এখন বুঝুন তাহলে অবস্থাটা আপনি ফোনে যা যা আলাপ করছেন, তা রেকর্ড হতে পারে আপনি ফেসবুকে কী করছেন, তার মাধ্যমে আপনার সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করছে কেউ না কেউ আর সিসি ক্যামেরা থাকলে আপনি কখন কোথায় যাচ্ছেন, কী করছেন, কার সঙ্গে আছেন, তার ভিডিও রেকর্ড করা হচ্ছে সর্বত্র!

কাফকার গল্প মেটামরফসিসের প্রথম লাইন তো বিখ্যাত: দুঃস্বপ্ন থেকে জেগে একদিন সকালে গ্রেগর সামসা দেখতে পায় সে একটা ভয়াবহ পোকায় পরিণত হয়ে গেছে

আমাদের দেশটা কি কাফকার দুঃস্বপ্নের জগতে পরিণত হচ্ছেমিলান কুন্ডেরাই বলেছিলেন, প্রাগে একজন লোকের শাস্তি হয়েছিল সমাজতান্ত্রিক রাষ্ট্রের বিরোধিতাকারী হিসেবে, তিনি জেলে ছিলেন, কিন্তু আজীবন তিনি সমাজতন্ত্রে বিশ্বাস করে গেছেন, কারণ তিনি বলেন, না হলে তো আমার পুরো জীবন ব্যর্থ হয়ে যায়, সমাজতন্ত্রে বিশ্বাস বজায় রাখলে তবু সান্ত্বনা আসে, মহান সমাজতন্ত্র রক্ষার জন্য আমাকে কারাবাস করতে হচ্ছে



আমরাও বিশ্বাস হারাচ্ছি না আমেরিকানরা আমাদের ফেসবুক নজরদারি করে, কিংবা আমাদের ফোনালাপ রেকর্ড করা হয়, এসবই করা হচ্ছে কোনো মহৎ উদ্দেশ্যে। কিন্তু একদিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি, একটা বড় পোকায় পরিণত হয়েছি, উল্টে আছি মেঝেতে, পা ছুড়ছি, কিন্তু সোজা হতে পারছি না... তখন...!

জর্জ ওরওয়েলের লেখা নাইনটি এইটিফোরে এই রকম একটা একনায়কবাদী রাষ্ট্রের বর্ণনা আছে, যেখানে আছে এই বিখ্যাত সংলাপটি, বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ... আসলে আমরা কেউই স্বাধীন নই কেউ না কেউ আমাদের দেখছে সবসময় আমাদের কোথাও যাওয়ার নেই

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!