২০১০ সালে ভাইজান এর “দাবাং” সিনেমাটা তো সকলেরই দেখা। সেই ছবির একটা গান “মুন্নি বাদনাম হুয়ি ডার্লিং তেরেলিয়ে” গানটা বেশ জনপ্রিয়তা পেয়েছিলো। বিয়ে বাড়ি, কনসার্ট মানেই ছিলো এই গান। সেই সিনেমায় অভিনয় করে বলিউডে পদার্পণ ‘সোনাক্ষী সিনহা’র। “দাবাং” এ অভিনয় করে ১২টি এওয়ার্ড পান তিনি। এরপর একের পর এক ধামাকা উপহার দিয়েই আসছেন সোনাক্ষী। ‘রাউডি রাথোড়’, ‘দাবাং টু’, ‘সন অব সর্দার’, ‘আর রাজকুমার’ এর মতো সেরা কিছু মুভিতে অভিনয় করেছেন তিনি। বেশ কিছুদিন যাবৎ এই বলিউড সুপার স্টার কে ঘিরে রটেছে গুঞ্জণ। কে বা কাকে জড়িয়ে সেই গুঞ্জণ?
পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন
বলিউডের উঠতি অভিনেতা “জাহির ইকবাল”। ২০২২ সালে 'ডবল এক্স এল' সিনেমায় সোনাক্ষীর সঙ্গেও কাজের মাধ্যমে বন্ধুত্বটাও হয়ে যায়। দু'জনের দুষ্টু মিষ্টি রসায়ন বেশ চোখে পড়ছে ভক্তদের। ভক্তদের দাবী দুজনের মধ্যে চলছে তুমুল প্রেম। জাহির যদিও প্রেমের গুঞ্জন একেবারেই উড়িয়ে দিয়েছেন। তাঁর কাছে বন্ধুত্ব মানে শুধুই বন্ধুত্ব। তাঁর কথায়, ‘পুরো গুঞ্জনটাই নিছক একটি প্র্যাঙ্ক থেকে শুরু হয়। সোনাক্ষী আর আমার মধ্যে নিছক বন্ধুত্বের সম্পর্ক। ও আমার সব চেয়ে প্রিয় বন্ধু’।
জাহির এবং সোনাক্ষীর সম্পর্কটা ঠিক কী? তা নিয়ে বলিউড পাড়ায় গুঞ্জন বহু দিনের। তবে কিছুদিন পরই সোনাক্ষী সিনহা সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘এতদিনে তাঁর স্বপ্ন পূরণ হল। ছবিগুলিতে সোনাক্ষীর আঙুলে ছিল সলিটেয়ার রিং। তাঁর পাশে কোনো পুরুষ দাঁড়িয়ে থাকলেও ছবিতে শুধুমাত্র তাঁর হাত ও কাঁধ দৃশ্যমান হয়েছে। তবে এবার সোনাক্ষী সকলের সামনে নিয়ে এলেন তাঁর সেই প্রেমিককে। সে আর কেউ নয়, অভিনেতা জাহির ইকবাল’ই।
তবে সেদিন জাহিরের সাথে সোনাক্ষীর বাগদান হয়েছিল কিনা তা এখনও জানা যায়নি। তবে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, প্লেনে বসে বার্গার খেতে খেতে হাসিতে লুটিয়ে পড়ছেন সোনাক্ষী। তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে বসে রয়েছেন ইকবাল। সোনাক্ষীর জন্মদিনে এই ভিডিওটি শেয়ার করে তাঁর ‘সনজ’-কে শুভেচ্ছা জানিয়েছেন ইকবাল। তার সাথেই ইকবাল সোনাক্ষীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, তিনি সোনাক্ষীর সাথে আরও খাওয়া, আনন্দ ও বিমানযাত্রার অপেক্ষা করছেন। ইকবাল জানাতে ভোলেননি, তিনি সোনাক্ষীকে ভালোবাসেন। ইকবালের এই পোস্টের উত্তর দিয়ে সোনাক্ষীও ধন্যবাদ জানিয়ে লিখেছেন, তিনিও ইকবালকে ভালোবাসেন। সোনাক্ষী স্টারকিড হলেও জাহির ইকবাল কিন্তু ফিল্মি পরিবারের সদস্য নন। তবে ইকবালের বাবা সালমান খান -এর ছোটবেলার বন্ধু।
একদিকে জাহির তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে নিয়ে আসলেও মুখে কুলুপ এঁটে রয়েছেন সোনাক্ষী। যদিও অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে স্পষ্ট বক্তা বলেই পরিচিত এবং তিনি এতদিন নিজেকে সিঙ্গেল বলেই দাবি করে এসেছেন। তবুও বলিউড পাড়ায় সোনাক্ষী ও জাহিরকে নিয়ে চর্চা কম হয়নি। শোনা যাচ্ছে, এ বছরেই নাকি বিয়েটা সেরে ফেলতে চান জাহির ও সোনাক্ষী। তবে এ নিয়ে দু'জনের কাছ থেকেই নিশ্চিত কোনও খবর পাওয়া যায়নি। কিন্তু এটা বলাই যায় সোনাক্ষী তাঁর মনের মানুষকে পেয়ে গিয়েছেন। আর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই দুই জুটির বিয়ের জন্য
২০২৩ সালে সোনাক্ষী সিনহার নতুন দুইটি সিনেমা “কাকুডা” এবং “নিকিতা রয় এন্ড দ্যা বুক অব ডার্কনেস” রিলিজ হবার অপেক্ষায় আছে। যেখানে
‘কাকুডা’ তে ‘গ্রান্ড মাস্তি’র অভিনেতা “রিতেশ দেশমুখ”কে। এবং
‘নিকিতা রয় এন্ড দ্যা বুক অব ডার্কনেস’ তে দেখা যাবে ‘হাউসফুল’ এর অভিনেতা “অর্জুন রামপাল”কে।