“রাজ আর পরিমনি” এটাই যেন একটা হেডলাইন। রাজ আর পরিমনিকে নিয়ে যতটা কন্ট্রোভার্সি হয়, নাসার চাঁদের যাওয়ার বিষয় নিয়েও তা হয়নি। সে যাই হোক, পরিমনির সাথে রাজের বিয়ে। এরপর সন্তান রাজ্য। তারপর সংসার ভাঙার গুঞ্জন। বেশ রমরমা সব খবরে সয়লাব ছিলো মিডিয়া। শেষবার যখন জানাই গেলো যে, তারা আর এক হচ্ছেন না। তখন ভক্তরাও হাল ছেড়ে দিয়েছিলেন। তবে পুরোনো ছাই চাপা আগুন যেন আবারো গুমরে উঠলো।
দাম্পত্যজীবনের টানাপোড়েন চলছে, তাতে কী? বিপদে পড়লে সর্বপ্রথম তো আপনজনদের কথাই মনে পড়ে, তাই না? ঠিক তেমনটা ঘটল অভিনেতা শরিফুল রাজের বেলাতেও।
পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন
কয়েক মাস ধরেই আলাদা থাকছেন পরীমণি ও শরিফুল রাজ। এ কথা সবার জানা। নতুন খবর হচ্ছে, ফের পরীমণির সঙ্গে যোগাযোগ করেছেন রাজ। কলকাতার নন্দনে শুরু হয়েছে পাঁচতম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘লাল শাড়ি’, ‘গেরিলা’, ‘দামাল’, ‘পরাণ’সহ এই উৎসবে মোট ২৩টি সিনেমা স্ক্রিনিং করা হবে। আর সেই উপলক্ষ্যে ওপার বাংলায় উড়ে গেছেন এপারের অনেক অভিনয়শিল্পীরা। তাদের মধ্যে আছেন শরিফুল রাজও।
গত ২৯শে জুলাই শনিবার রাতে সিনেমা দেখতে গিয়েছিলেন রাজ। আর তখন রাজের সঙ্গে থাকা তার মুঠোফোনটি হারিয়ে যায়। চারদিকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায় না ফোনের সন্ধান। পরে রাজ তার সহকারীর ফোন থেকে স্ত্রী পরীমণির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। সত্যতা জানতে একটি সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হয় পরীমণির সঙ্গে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পরী জানান, ফোন হারিয়ে যাওয়ার পর রাজ অন্যের ফোন থেকে তাকে মেসেজ করেছিলেন। কি লেখা ছিলো সেই মেসেজে? হঠাৎ করেই কি তাদের যোগাযোগ?
পরিমনি বলেন, “সব সময় আমাকে ওর মনে পড়ে না। তবে প্রয়োজন হলে তখন
আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে”।
শনিবার কলকাতার বেশ কিছু সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে স্ত্রী-সন্তানকে মিস করার কথা জানান শরিফুল রাজ। ছেলে রাজ্যর বড় হয়ে ওঠা চোখের সামনে দেখতে পারছেন না বলেও আফসোস করেন। রাজ আরো জানিয়েছেন, খুব দ্রুত সে তার ছেলে রাজ্যর সাথে দেখা করবেন। এ প্রসঙ্গে পরীমণি বলেন, “অনেক জায়গায় এই ‘ভালবাসি’ কথাটি শুনেছি। তবে মুখে ভালবাসি বললে তো আর হবে না! কাজেও দেখাতে হবে। আমি আর কিছু বলতেই চাই না”। তবে রাজের ফোন চুরি বা হারিয়ে যাওয়া নিয়ে একটা ওয়েবসাইট পরিমনিকে ট্যাগ করায় সেই পোষ্ট পরিমনি তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “এই লোকের ফোন চুরির নিউজের সাথে আমাকে হ্যাশট্যাগ দেয়ার কি হলো। চুরি কি আমি করেছি? এইখানে অন্তত আমাকে ছেড়ে দিতে পারতেন”।
মজার ছলেই পরি এমনটি লিখেছেন। বোঝাই যাচ্ছে রাজের প্রতি সে তার
দুর্বলতা ভাব বেশ কাটিয়ে উঠেছেন।
আগামী ১০ই আগস্ট পরীমণির ছেলে রাজ্যর এক বছর পূর্ণ হবে। আপাতত ছেলের
জন্মদিনের পরিকল্পনা নিয়েই ব্যস্ত অভিনেত্রী। জানা গেছে, ছেলের জন্মদিনের পরেই কলকাতায়
উড়াল দেবেন তিনি। শিগগির পরীমণিকে দেখা যাবে টলিউডের সিনেমায়।