ছিঃ, ঘরে বউ ফেলে ৮০ বছর বয়েসে শাবানার সাথে কী করলো!! Dharmendra x Shabana

Author
0

 


ধর্মেন্দ্রর বয়স ৮৭। ওদিকে শাবানা আজমির বয়স ৭২ বছর। দু’জন দু’জনকে চুমু খাচ্ছেন অনবরত। যে সে চুমু নয়, একেবারে লিপ কিস– ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির এই দৃশ্য নিয়েই এখন চারিদিকে হইচই। সিনেমা হলে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং এবং অভিনেত্রী আলিয়া ভাটের রকি অউর রানী কি প্রেম কাহানি। এই সিনেমায় রণবীর সিং এবং আলিয়া ভাট এর এই রোম্যান্স সবাই বেশ পছন্দ করেছেন। দর্শকরাও এই ছবির বেশ প্রশংসা করেছেন। সবাই এই ছবিটিকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময়ের অন্যতম হিট ছবি হতে চলেছে এই নতুন রোমান্টিক ছবিটি।


 পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



রানবীর-আলিয়া ছাড়াও এই ছবিতে অন্যতম বড় ভূমিকায় অভিনয় করেছেন সিনিয়র অভিনেতা ধর্মেন্দ্র এবং অভিনেত্রী শাবানা আজমি। অনেকদিন পরে তাদের দুজনকে কোন একটি ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গেল। এই ছবিতে আলিয়া ভাট এবং রণবীর সিং ছাড়াও ধর্মেন্দ্র এবং শাবানা আজমির রোম্যান্স ছিল নজরকাড়া। ৮৬ বছর বয়সী ধর্মেন্দ্র এবং ৭২ বছর বয়সী শাবানা আজমির এই রোম্যান্স সবথেকে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ছবিটিতে দুজনের মধ্যে একটি চুম্বন দৃশ্য দেখানো হয়েছে যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ধর্মেন্দ্র এবং শাবানা আজমির এই চুম্বন দৃশ্য কেউ আশা করেননি। মানুষের জন্য এটা ছিল একটা অত্যন্ত চমকপ্রদ বিষয় যা দেখে সবাই অবাক। এই নিয়ে অভিনেতা ধর্মেন্দ্র নিজেও একটি টুইট করেছেন। জানতে চেয়েছেন দর্শকদের ছবিটা কেমন লেগেছে। তাঁর সাফ কথা, “বয়স যাই হোক না কেন, ভালবাসার বহিঃপ্রকাশ তো চুমুর মধ্যে দিয়েই হতে পারে।”

 


প্রথম বার বড় পর্দায় ধর্মেন্দ্রকে কিস করতে দেখা যায় অনুরাগ বসুর ‘লাইফ ইন আ... মেট্রো’ ছবিতে। সেখানে নাফিসা আলির সঙ্গে চুম্বনরত দৃশ্যে দেখা যায় তাঁকে। এ বার শাবানার ঠ‌োঁটে ঠোঁট ছোঁয়ালেন এই অভিনেতা। বয়স বেড়েছে, এমন ঘনিষ্ঠ দৃশ্যে তাঁকে দেখে অনেকেই বাজে মন্তব্য করেছেন। তবে ধর্মেন্দ্রর মতে, ভালবাসার কোনও বয়স হয় না। তাঁর কথায়, ‘‘আমার মনে হয়, যে কোনও বয়সের মানুষ তাঁর ভালবাসার মানুষের প্রতি এ ভাবেই অনুভূতি জানান। এই দৃশ্যে শুট করার সময় আমি কিংবা শাবানা, কেউই বিন্দুমাত্র অস্বস্তি অনুভব করিনি।’’

পাশপাশি নাফিসা আলির সঙ্গে কিসিং সিনের প্রসঙ্গ টেনে বলেন, ‘‘শেষ বার যখন নাফিসাকে কিস করি, দর্শক সাদরে গ্রহণ করেছিল। তবে সব সময় একটা চাপ থাকে আগের বারের তুলনায় ভাল করার।’’ হাসতে হাসতে বলেন অভিনেতা।


এদিকে রকি অউর রানি কি প্রেম কাহানি সিনেমাটি মুক্তির পর মুভি ক্রিটিক্সদের তরফ থেকে পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে বক্স অফিসে বেশ ভালোই চলছে ছবিটি।

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!