সোশ্যাল মিডিয়া তোলপাড়! আলিয়া ভাটের মুখে “খেলা হবে” Alia Bhatt | Bollywood Gossip

Author
0

 


২০১৩ সালে একটি রাজনৈতিক সভায় বক্তৃতারত অবস্থায় আওয়ামী লীগ ও জাতীয় সংসদ সদস্য শামীম ওসমান “খেলা হবে” শব্দটি ব্যবহার করেন। এরপরে আরো এক বক্তৃতায় তিনি বলেন, “কারে খেলা শেখান? আমরা তো ছোটবেলার খেলোয়াড়। খেলা হবে”

আর কি? শ্রেফ একটা ডায়লগ বনে যায় এই ছোট্ট দুটি শব্দ। সকলের মুখে মুখেই ঘোরে এই ডায়লগ।

বাংলাদেশ ছাড়িয়ে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনী বক্তৃতাতেও এই লাইন উঠে আসে। “খেলা হবে” যেন এক রাজনৈতিক স্লোগানে পরিনত হয়ে গেছে। তবে রাজনৈতিক মাঠ ছেড়ে এবার এই ডায়লগ চলে এসেছে বড় পর্দাতেও। সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সিনেমা “রকি অউর রানি কি প্রেম কাহানি”-তেই শোনা গেছে এই ফেমাস লাইন।


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



সিনেমার ট্রেলারে আলিয়া ভাটের মুখে ‘খেলা হবে’ ডায়লগ শুনে হইচই পড়ে গিয়েছিল চারদিকে। সিনেমা মুক্তির কয়েক দিন আগেই জানা যায়, সেন্সরের হাতে নাকি বাদ পড়েছে ‘খেলা হবে’। এমনকী, বাদ দেওয়া হয়েছে রবি ঠাকুরের প্রসঙ্গও। ‘খেলা হবে’ সংলাপ সেন্সরে বাদ পড়েছে শুনে রেগে লাল হয়ে গিয়েছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, “এ কী অবস্থা! সেন্সরের বোর্ডের কাজ হচ্ছে সমাজের পক্ষে যেটা ক্ষতিকারক, অসামাজিক কোনো বিষয়বস্তু অথবা এমন কোনো সংলাপ-দৃশ্য, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, সেগুলোকে বাদ দেওয়া। এরা ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘দ্য কেরালা স্টোরি’ হইহই করে ছেড়ে দিচ্ছে, যেখানে হিন্দু-মুসলিমদের মধ্যে চরম দ্বন্দ দেখানো হয়েছে, আর সামান্য একটা ‘খেলা হবে’ স্লোগান কিংবা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুনে বলছে, বাদ দিয়ে দাও! কতটা নির্লজ্জ।”

 

সিনেমা রিলিজের আগে এক গান প্রকাশ অনুষ্ঠানে কলকাতায় পা রেখেছিলেন আলিয়া ভাট ও রণবীর সিং। সংবাদ সম্মেলনে সেন্সর বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে, আলিয়া ও রণবীর দুজনেই বলেছিলেন, “সেন্সর বোর্ডের সিদ্ধান্তই শেষ কথা। তবে এটুকু বলতে পারি, যদি কোনো দৃশ্য বা সংলাপ বাদ যায়, তাহলেও রকি-রানির প্রেমের গল্প দেখতে অসুবিধা হবে না। আর এর পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্রও নেই!”

তবে সিনেমা মুক্তির পর দেখা গেল ‘খেলা হবে’ এবং রবীন্দ্রনাথ কিছুই বাদ দেওয়া হয়নি সিনেমা থেকে।

 


চলতি বছরের ২৮ জুলাই শুক্রবার মুক্তি পেয়েছে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি। এতে বাঙালি মেয়ে রানি চট্টোপাধ্যায় চরিত্রে অভিনয় করেন আলিয়া ভাট। এবং পাঞ্জাবি ছেলে রকি রান্ধাওয়া চরিত্রে দেখা যায় রণবীর সিংকে। বিভিন্ন চরিত্রে আরও আছেন জয়া বচ্চন, ধর্মেন্দ্র, শাবানা আজমি, টোটা রায় চৌধুরী, চুর্ণী গঙ্গোপাধ্যায় সহ আরো অনেকে। প্রথমদিনই দর্শক-সমালোচক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!