শাকিল খানের ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘আমার ঘর আমার বেহেশত’। ১৯৯৪ সালে শ্যুট করা হলেও ছবিটি মুক্তি পায় তিন বছর পর। এরপর যেন এলেন, দেখলেন, জয় করলেন। একসময় চলচ্চিত্র থেকে নীরবে আবার নিজেকে সরিয়েও নিলেন। কিন্তু কেন?
এক সময়ের বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক শাকিল খান। ১০ বছরের কম সময়ে ক্যারিয়ারে কাজ করেছেন বহু ব্যবসা সফল সিনেমায়। শাবনূর, পপি, পূর্ণিমাদের মতো জনপ্রিয় নায়িকাদের সাথে জুটি বেঁধে নিয়মিত হাজির হয়েছেন পর্দায়। কিন্তু এরপরই হঠাৎ করে সিনেমা জগত থেকে হারিয়ে যান তিনি। মাঝখানে কেটে গেছে অনেকগুলো বছর। কিন্তু এই বিষয়ে খুব একটা মুখ খুলেননি শাকিল খান। তবে সম্প্রতি তিনি জানিয়েছেন সেই কারণ।
পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন
এর পেছনে কোন অভিমান ছিল কিনা জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘কোনো অভিমান থেকে না। আমি যে পরিবেশে কাজ শুরু করেছিলাম, পরে সেই পরিবেশ আর ছিল না। একটা সময় আমাদের সিনেমার মান নিচে নামতে শুরু করে। সেই সাথে অসুস্থ ধারার ছবি তৈরি হতে থাকে। তখন নিজেকে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। চাইনি সাংস্কৃতিক মানুষ হয়ে অসুস্থ ধারার ছবিতে নিজেকে জড়াতে। চাইনি রাস্তায় বের হলে মানুষ আমাকে দেখে ধিক্কার দিক। সেই সময়ে প্রচুর পরিমাণে নিম্নমানের অশ্লীল ছবি তৈরি হচ্ছিল। অসুস্থ ধারার ছবিতে জড়াতে চাইনি বলেই সরে এসেছি।’
শাকিল খান আরও বলেন, ‘এখনো যে ভালো
কিছু উপহার দেওয়ার ইচ্ছা নেই, বিষয়টি তা নয়। সামনে ভালো
কিছু এলে চিন্তাভাবনা করব। তবে জানি না সেটা কখন। অপেক্ষায় থাকতে হবে।'
ব্যবসার পাশাপাশি শাকিল খান এখন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। চট্টগ্রামে পাবলিক হাসপাতাল নামে একটি ক্লিনিক তৈরি করেছেন, যেখানে গরীবদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। গাজীপুরে ওল্ড এইজ হোম নিয়েও কাজ করছেন বলে জানান তিনি। এছাড়াও রাজনীতির ময়দানেও দেখা যাচ্ছে তাকে।