গত কয়েক বছরের মধ্যে কোনো ঈদেই এমন দৃশ্য দেখা যায়নি। ঈদে মুক্তি পাওয়া ছয় ছবির মধ্যে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ এখনো হাউসফুল যাচ্ছে। কোনটি বেশি ভালো হয়েছে, তা নিয়ে শাকিব ও নিশো ফ্যানদের মধ্যে চলছে তুমুল তর্ক-বিতর্ক। শহরকেন্দ্রিক রুচিশীল মানুষজনের সিনেমা দেখার ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি স্টার সিনেপ্লেক্স। সিনেপ্লেক্সে সাধারণত বিদেশী বড় বড় সিনেমাগুলোই চলতে দেখা যায় বছরজুড়ে। কিন্তু এবারের ঈদে দেখা যাচ্ছে বাংলা সিনেমার জয়জয়কার।
পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন
ঢাকা ও ঢাকার বাইরে এর সব কটি শাখায় প্রদর্শিত হলিউড ও বাংলা সিনেমাগুলোর দর্শক চাহিদা, শোয়ের সংখ্যা ও আয়ের দিক থেকে এখনো বাংলা সিনেমা এগিয়ে আছে। সম্প্রতি বৃহস্পতিবার রাতে স্টার সিনেপ্লেক্স তাদের ফেসবুক পেজে জুলাই মাসের সেরা ১০টি সিনেমার তালিকা প্রকাশ করেছে। সেখানে হলিউডের বড় বাজেটের ‘ওপেনহাইমার’, ‘ইনসিডিয়াস’, ‘ইন্ডিয়ানা জোন্স’, ‘বার্বি’র মতো সিনেমাকে পেছনে ফেলে ঢাকাই সিনেমা তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে। এই তালিকার শীর্ষে আছে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’। ছবিটির মাধ্যমে আফরান নিশোর বড় পর্দায় অভিষেক হয়েছে। কোরবানি ঈদে মুক্তি পাওয়া এই ছবি টানা প্রায় এক মাস সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় হাউজফুল ছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে এখনও ছবিটি চলছে।
সেকেন্ড পজিশনেও আছে আরেকটি বাংলাদেশী সিনেমা। হিমেল আশরাফ নির্মিত ‘প্রিয়তমা’। রোমান্টিক এই সিনেমায় শাকিব খানকে দারুণভাবে গ্রহণ করেছে দর্শক। কি মাল্টিপ্লেক্স কি সিঙ্গেল স্ক্রিন, সমগ্র দেশেই ছবিটি ব্যাপক সাড়া পেয়েছে। সিনেপ্লেক্সও তার ব্যতিক্রম নয়। সিনেপ্লেক্সের তালিকাটি দেখার পরে ‘সুড়ঙ্গ’ নির্মাতা রায়হান রাফি জানান, “হলিউডের বড় বড় সব সিনেমাকে পেছনে ফেলে জুলাই মাসজুড়ে টানা এক নম্বরে আছে আমাদের সিনেমা ‘সুড়ঙ্গ’। সেকেন্ড পজিশনেও আরো একটি বাংলা সিনেমা। দেখে খুবই ভালো লাগলো ব্যাপারটা। এটা বাংলা সিনেমার জয়! আমাদের জয়!”
তবে এই ব্যাপারে ‘প্রিয়তমা’ টিম থেকে কোনও মন্তব্য পাওয়া যায় নি। সেরা দশে আরো একটি বাংলা সিনেমা রয়েছে। ৬ নম্বরে আছে মাহফুজ-নাসিরউদ্দিন অভিনীত প্রহেলিকা। সুড়ঙ্গ-প্রিয়তমার তুলনায় অল্পসংখ্যক হল পেলেও এই সিনেমাটিও দর্শকদের বেশ ভালোই সাড়া পেয়েছে। অনেকদিন পর সিনেমায় ফিরে প্রশংসিত হয়েছেন মাহফুজ আহমেদ।
যথাক্রমে
৩, ৪ ও ৫ নম্বরে রয়েছে ওপেনহাইমার,
মিশন ইম্পসিবল ও বার্বি। বিশ্বজুড়ে টোটাল বক্স অফিসে বার্বি এগিয়ে থাকলেও
বাংলাদেশ ও ভারতের বক্স অফিসে অনেক এগিয়ে আছে নোলানের সিনেমাটি। তালিকার অন্য অবস্থানগুলোতে আছে যথাক্রমে ইন্ডিয়ানা
জোনস, স্পাইডার ম্যান অ্যাক্রোস দ্য
স্পাইডারভার্স, ইলিমেন্টাল ও ট্রান্সফর্মার্স।