৩১ বছর ধরে শাহরুখ খানের বলিউডে টিকে থাকার রহস্য কী? Shahrukh Khan

Author
0

 


বলিউড বলতে সারা দুনিয়া শাহরুখ খানকেই চিনে। ২৫ জুন বলিউড বাদশা অভিনয় জগতে ৩১ বছর পূর্ণ করেছেন। আর সেই বিশেষ দিনেই অভিনেতা ঠিক করেন তিনি ভক্তদের সঙ্গে একটা ইন্টারঅ্যাকটিভ সেশন করবেন। আর এর জন্য তিনি বেছে নেন আস্ক এসআরকে সেশনকেই। মাঝে মধ্যেই তিনি টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে এই আস্ক এসআরকে সেশন করে থাকেন। ভক্তরা তাকে নানা বিষয়ে প্রশ্ন করেন। তিনি তাঁর মধ্যে থেকে বেছে কিছু নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেন। এদিন তেমনই একাধিক ভক্ত একাধিক ধরনের প্রশ্ন করেছিলেন তাঁকে। তবে তার মধ্যেই অন্যতম একটি প্রশ্নে সবার নজর আটকাল। বাদ গেলেন না খোদ শাহরুখও। তিনি জবাব দিলেন সেই ব্যক্তিকে।


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন


 

বৈদেহী ওয়াদকার নামের ওই ব্যক্তি লেখেন, 'এমন কোন ব্যাপার কি আছে যা আপনি অভিনেতা হিসেবে গত ৩১ বছর ধরে নিয়মিত ফলো করে আসছেন? সেটা হতে পারে কোনো প্রসেস, কোনো ট্র্যাডিশন কিংবা অন্য কিছু।'

ভক্তের এই প্রশ্নে শাহরুখ এক অজানা তথ্য ফাঁস করলেন। জানালেন তিনি যেসব চরিত্রে অভিনয় করেন, প্রস্তুতি হিসেবে সেই চরিত্রের ব্যাক স্টোরি এবং আইডিওলজি লিখে ফেলেন।

 

তিনি আরো বলেন, 'আমি কখনো কখনো সেটা আমার পরিচালকের সঙ্গে শেয়ার করি, আবার কখনো নিজের কাছেই রেখে দেই। তা হতে পারে একটি কবিতা অথবা আস্ত একটি গল্প।'

বলিউড বাদশার এই উত্তরে মুগ্ধ হয়ে যান তাঁর ভক্তরা। গত ৩১ বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে বহু ব্লকব্লাস্টার হিট সিনেমা উপহার দিয়ে আসছেন শাহরুখ। অল্প সংখ্যক কিছু ছবি ফ্লপ করলেও তাঁর জনপ্রিয়তা বলুন কিংবা তাঁকে নিয়ে ভক্তদের উন্মাদনা কিছুই কমেনি।

 

১৯৯২ সালে 'দিওয়ানা' ছবির মাধ্যমে বলিউডে ডেব্যু হয়েছিল শাহরুখের। এরপর একে একে 'কুচ কুচ হোতা হ্যায়', 'কাভি খুশি কাভি গাম', 'স্বদেশ,' 'চাক দে ইন্ডিয়া', 'ম্যা হু না', 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', ‘বাজিগার’, ‘দেবদাস’, ‘ডন’, ‘মাই নেম ইজ খান’, ‘রাব নে বানা দি জোড়ি’, ‘চেন্নাই এক্সপ্রেস’ এর মতো সিনেমা উপহার দিয়েছেন। তাঁর রিসেন্টলি মুক্তি পাওয়া 'পাঠান' তো বক্স অফিসে ঝড়ই বইয়ে দিয়েছিল।

 

শীঘ্রই শাহরুখের 'জাওয়ান' ছবিটি মুক্তি পেতে চলেছে। সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে এটি। এরপর তাঁকে রাজকুমার হিরানীর 'ডাঙ্কি' ছবিতেও দেখা যাবে। ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা সেই সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা।

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!