বলিউড সুপারস্টারদের জীবন নিয়ে সকলেরই কৌতুহল তুঙ্গে। তবে এবার শাহরুখ-গৌরীর বিয়ে নিয়ে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। শাহরুখ খান ও গৌরী খান বলিউডের এক নম্বর দম্পতি। প্রায় ৩০ বছরের দাম্পত্যজীবন তাঁদের। তবে শাহরুখ-গৌরীর প্রেমকাহিনি এখন অনেকেরই জানা। এমনকি, তাঁদের দাম্পত্য জীবনের গল্প একাধিক বার অনুরাগীদের সামনে উঠে এসেছে।
পাঞ্জাবি পরিবারের মেয়ে গৌরী,
অন্যদিকে মুসলিম পরিবারের ছেলে শাহরুখ। কিন্তু মুসলিম ছেলে শাহরুখের সঙ্গে বিয়েতে
আপত্তি ছিল গৌরীর পরিবারের। সেই সময় একটি উপায় বের করেন এই কাপল।
পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন
একে তো ভিন্নধর্মী ছেলে শাহরুখ,
তার উপর আছে অভিনেতা হওয়ার ইচ্ছে, তাঁর সঙ্গে বিয়ে দিতে রাজি হবেন
না বাবা-মা, ধরেই নেন গৌরী। সেই সময় ২৬-এ পা দিয়েছেন
শাহরুখ, গৌরী তখন ২১। গৌরি তার পরিবারের সঙ্গে শাহরুখের
আলাপ করান অভিনব নামে। যাতে বাড়ির লোক ভাবেন, তিনি
হিন্দু। গৌরীর কথায়, ‘‘মা-বাবা যাতে রাজি হন, সেই কারণেই শাহরুখকে হিন্দু সাজিয়ে নিয়ে যাই। যদিও পরে সবাই সবটা জেনেই
গিয়েছিল। আসলে ব্যাপারটা খুবই চাইল্ডিশ ছিল।’’
তবে বিয়ের সময়ে ঘটে আসল ঘটনা। গৌরী খানকে বিয়ের সময় শাহরুখ নিজের নাম দিয়েছিলেন 'জিতেন্দ্র কুমার তুলি'। কেননা আর্য রীতিতে বিয়ের জন্য মুসলমান ধর্মাবলম্বী শাহরুখকে নিজের নাম পরিবর্তন করতেই হতো।
সম্প্রতি কিং খানকে নিয়ে মুশতাক শেখের লেখা 'শাহরুখ ক্যান' বই থেকে এই চমকপ্রদ তথ্যটি জানা গিয়েছে। কিন্তু শাহরুখ নিজের নাম 'জিতেন্দ্র কুমার তুলি' রাখলেন কেন? এক্ষেত্রে বিয়েতে নাম পরিবর্তনের ক্ষেত্রেও শাহরুখ বিচক্ষণতার পরিচয় দেন। প্রথমত তার দাদি বলতেন, বলিউড অভিনেতা জিতেন্দ্র কুমারের সাথে না-কি শাহরুখের মিল রয়েছে। আর বলিউডের আরেক খ্যাতিমান অভিনেতা রাজেন্দ্র কুমারের ডাকনাম ছিল তুলি। সেক্ষেত্রে শাহরুখ অভিনেতা জিতেন্দ্র কুমারের 'জিতেন্দ্র' ও অভিনেতা রাজেন্দ্র কুমারের ডাকনাম 'তুলি' মিলিয়ে বিয়েতে নিজের নাম দেন 'জিতেন্দ্র কুমার তুলি'।
তবে শুধু শাহরুখই নয়, বরং গৌরীকেও বিয়েতে ব্যবহার করতে হয়েছিল ভিন্ন নাম। নিকাহ অনুষ্ঠানে মুসলমান নাম হিসেবে 'আয়েশা' ব্যবহার করেন তিনি। মুশতাক শেখের বইয়ে শাহরুখ খান বলেন, "বিয়েতে ভিন্ন নাম ব্যবহারের বিষয়টি আমরা খুব বেশি মানুষকে বলিনি।"
মূলত ১৯৯১ সালে শাহরুখ ও গৌরী বিয়ে করেছিলেন মোট তিনবার। একবার আর্য রীতিতে বিয়ে ছাড়াও মুসলিম রীতিতে নিকাহ করেছিলেন এ দম্পতি। এছাড়াও কোর্ট ম্যারেজও করেছিলেন তারা। বর্তমানে বলিউডের এ তারকা দম্পতির আরিয়ান, সুহানা ও আব্রাম নামের তিন সন্তান রয়েছে। যদিও প্রথমদিকে গৌরীর বাবা-মা শাহরুখের সাথে মেয়েকে বিয়ে দিতে রাজি ছিলেন না। এমনকি মেয়ে সিদ্ধান্ত পরিবর্তন না করায় ঘুমের ওষুধ খেয়ে প্রায় মরতে বসেছিলেন গৌরীর মা। তবে এক্ষেত্রে নিজেদের ভালোবাসাকে পূর্ণতা প্রদানে শাহরুখ ও গৌরী বিচক্ষণতার আশ্রয় নেন। মিথ্যার আশ্রয় নিয়ে পরিবারকে জানান, তারা ইতোমধ্যে বিয়ে করে ফেলেছেন। যদিও তখন সবেমাত্র তারা কোর্ট ম্যারেজের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন, বিয়ের আনুষ্ঠানিকতা সারেননি। তখন তাদের ভালোবাসার অটুট বন্ধন দেখে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেন গৌরীর বাবা-মা। তারা শাহরুখ-গৌরীর সম্পর্ক মেনে নেন।
শাহরুখ মুসলমান ও গৌরী হিন্দু ধর্মের হওয়ায় সন্তানের ধর্ম নিয়ে তাদেরকে নানা সময়ে প্রশ্নের মুখোমুখি হয়ে হয়েছে। এ বিষয়ে ২০১৩ সালে এক সাক্ষাৎকারে জবাব দিয়েছিলেন বলিউডের কিং খান।
শাহরুখ বলেন, "মাঝে মধ্যে আমার সন্তানরাও আমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা
করে। তখন আমি হিন্দি সিনেমার হিরোর মতো আকাশের দিকে তাকিয়ে দার্শনিক ভঙ্গিতে ওদের
বলি, 'তোমরা সবার আগে একজন ভারতীয়। এরপর
তোমাদের ধর্ম হচ্ছে মানবতা।"