প্রচন্ড গরমে গোলাপি বিকিনিতে ঋতুপর্ণা সেনগুপ্ত । Rituparna Sengupta Viral Topic

Author
0

 


৯০ এর যত বাংলা চলচিত্র অভিনেত্রী ছিলেন, তাদের বেশিরভাগই বর্তমানে চলচিত্র থেকে হারিয়ে গেছেন দর্শকরা তাদের পছন্দের নায়িকাদের সবসময় আবেদনময়ী কল্পনা করেন সেই লাস্যময়িভাব হারিয়েই তারা চলে গেছেন সবার অগোচরে তবে এদের মধ্যে যারা আছেন, তারা এখনো তাদের সেই আগের যৌবন ঠিকই ধরে রেখেছেন চির যৌবনা এই অভিনেত্রীদের মধ্যে একজনঋতুপর্না সেন গুপ্ত জন্ম ভারতে হলেও বাংলাদেশী সিনেমায় অভিনয়ের মাধ্যমেই তিনি চলচিত্র জগতে আসেন এরপর বেশ কয়েকটি বাংলা সিনেমায় অভিনয়ের পরে তিনি মুম্বাইতে চলে যান সেখানে গিয়ে ভারতীয় সিনেমায় কাজ শুরু করেন


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



২০১৬ সালের ভারতীয় সিনেমাপ্রাক্তন অভিনয় করে বেশ প্রশংসা কুড়ান সেখানে তার একদম সাধারন লুক নজর কাড়েন সকলের

অনেকদিন নতুন কোনো সিনেমায় কাজ না করলেও জনপ্রিয় এই অভিনেত্রী হঠাৎই সকলের নজরে আসেন সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোষ্টে ছবিটি ঋতুপর্না নিজ ইন্সটাগ্রাম একাউন্ট থেকে আপলোড করা হয়েছে ছবিতে দেখা যায়, ঋতুপর্না একটি গোলাপি বিকিনি পরে সুইমিং পুলে গোসল করছে তার এই বোল্ড পোজ ছবি মুহুর্তেই ভাইরাল হয়ে যায় হয় বেশ সমালোচিত তার ভক্তরা কেউ কেউ তার এই লালসাময়ী ছবিতে প্রশংসা করলেও তীব্র নিন্দাও করছেন কেউ কেউ বয়স ৫১ পেড়িয়ে গেলেও দেখে কারো বোঝার সাধ্যি নেইবিট দা হিটক্যাপশনে তার এই ছবিটিতে খোলা চুলে গোলাপি বিকিনিতে, পানি ছোড়ার খেলায় তাকে দেখা যায় ছবি দেখে ঋতুপর্ণার এক ভক্ত কমেন্ট করেন, ‘কি জেনো একটা আছে তোমার ভেতরে তাই আজও একবার দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে আরেকজন কমেন্ট করেন, ‘গরম কমানোর বদলে তুমি তো দেখছি আরও বাড়িয়ে দিলে!’

 

আবহাওয়ার তীব্রতায় যখন অতিষ্ট সকলেই, তখন এই অভিনেত্রি একটু শীতলতা খুঁজতেই পারে যদিও ছবিটি পুরোনো বলে দাবী করেন টালীগঞ্জের এই অভিনেত্রী সিনেমায় না থাকলেও বিভিন্ন সময় তার বোল্ড পোজ ছবি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ঘিরে অনেকের রাতের ঘুম হারায়, অনেকে বসে সমালোচনায় কারো কটাক্ষই গায়ে মাখেন না এই অভিনেত্রী তিনি যেন তার নিজের মতো থাকতেই সাচ্ছন্দ বোধ করেন

চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত সিনেমামায়াকুমারী ছবির পরিচালক অরিন্দম শীল ছবিটি নির্মান করেছেন মিডিয়া জগৎকে কেন্দ্র করে ঋতুপর্ণা সাথে অভিনয়ে আরো ছিলেন আবীর চট্টোপাধ্যায়



খুব জলদিই ঋতুপর্ণা কাজ করবেন আরেক সুপারস্টার প্রসেনজিতএর সঙ্গে এটাই হবে এই জুটির ৫০তম ছবি এই জুটিকে পর্দায় দেখার আগ্রহে উচ্ছাস দুই বাংলার দর্শক ছবিটি পরিচালনা করবেন কৌশিক গঙ্গোপাধ্যায় কোন গল্পে নির্মিত হবে ছবি? এই বিষয়ে পরিচালক জানিয়েছিলেন, 'একটি জটিল সম্পর্কের সমীকরণ ধরা পড়বে এখানে এখন কেবল এটা বলতে পারি কোনও সুখী দম্পতির গল্প দেখানো হবে না এখানে এখন বলবেন কেন? মানুষ এখন জটিলতা দেখতে চায়, তাঁরা সম্পর্কের বিভিন্ন দিক দেখতে চান আমি এখন স্ক্রিপ্টের উপর কাজ করছি সব ঠিক থাকলে মার্চ থেকে শ্যুটিং শুরু করব

তবে তার এই বিকিনি পড়া ছবিটিতে সকলেই বেশ আশ্চর্য সামনে আর কি কি চমক দেবেন এই অভিনেত্রী সেটাই সকলের  দেখার অপেক্ষা বর্তমানে এই অভিনেত্রী সিঙ্গাপুরে অবস্থান করছেন

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!