ইক্যুইটি ও ইকুয়ালিটির মধ্যে পার্থক্য কি? | Equity vs Equality: Key Difference

Author
0


ধরেন, এলাকায় ক্রিকেট খেলা হচ্ছে। ডিফারেন্ট হাইটের তিনজন মানুষ দেয়ালের অন্য পাশ থেকে দেখার চেষ্টা করছে। কিন্তু দেয়ালটা একটু বেশি উঁচু হওয়ায় ভালোমতো খেলা দেখার জন্য তাদের পায়ের নিচে এক্সট্রা বক্স অথবা টুলের দরকার পড়ে। তখন তাদের সবাইকে যদি একই সাইজের তিনটি টুল দেওয়া হয়, তাহলে সেটি হবে ইকুয়ালিটি বা সমতা। কিন্তু যদি তাদের হাইট এবং দেয়ালের উচ্চতার কথা মাথায় রেখে তাদেরকে টুল দেওয়া হতো, যাতে করে তাদের সবার আইসাইট একই উচ্চতায় চলে আসে, তাহলে সেটি হবে ইকুইটি অথবা ন্যায়বিচার।

অর্থাৎ ইকুয়ালিটি বা সমতার ক্ষেত্রে সবাইকে এক নজরে দেখা হয়। কে ছোট, কে বড়, কে ধনী, কে গরীব – এসব ব্যাপার বিবেচনা করা হয় না। অন্যদিকে, ইকুইটি বা ন্যায়বিচার স্বচ্ছতার দিকে ফোকাস করে। যার যতটুকু দরকার, তাকে ততটুকু দেওয়াই ইকুইটির প্রধান বৈশিষ্ট্য। ইকুইটির মেইন গোলই হচ্ছে ফেয়ার আউটকাম বের করে আনা।

স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যে ইকুয়ালিটি এবং ইকুইটি, দুটো কন্সেপ্টই খুবই জরুরী। দুটোর অ্যাপ্রোচ এবং উদ্দেশ্যর মধ্যেই মূল পার্থক্য।

মোরালিটির দিক থেকে ইকুইটির গ্রহণযোগ্যতা বেশি। কারণ এই প্রসেসে যার যতটুকু দরকার, সে ততটুকু সাহায্য পাচ্ছে। এতে করে সমাজের প্রতিটা স্তরের মানুষ সমান পোটেনশিয়াল নিয়ে আগাতে পারে। ইকুয়ালিটির সমস্যাটা এখানেই। ভিডিওর শুরুতে যে উদাহরণ দিয়েছিলাম, সেটা থেকেই বুঝানো যাক। সবথেকে খাটো আর সবথেকে লম্বা মানুষটার প্রয়োজনীয়তা কিন্তু সমান না। তাদেরকে যদি একই সমান টুল দেওয়া হয়, তাহলে দেখা যাবে খাটো লোকটির যতটুকু সাহায্য দরকার ততটুকু সে পায় নি। অন্যদিকে লম্বা লোকটির যতটুকু দরকার, তার থেকে বেশি সাহায্য পেয়ে বসে আছে।

অথবা, ধরা যাক তিনজন মানুষকে বেঁছে নেওয়া হয়েছে তাদের প্রতিদিনকার যাতায়াতে সাহায্য করার জন্যে। ইকুয়ালিটি কন্সেপ্ট অনুযায়ী তাদের সবাইকে একটি করে সেইম কোম্পানির সেইম ডিজাইনের সাইকেল দেওয়া হলো। কিন্তু সমস্যা হচ্ছে, তাদের মধ্যে একজন কমবয়সী ছোট্টবন্ধু, যে সেই সাইকেলটির নাগালই পায় না। একজন যুবক, যে ঠিকঠাকভাবেই সাইকেলটি ব্যবহার করতে পারছে। অন্য আরেকজন আবার হাটতেই পারে না। তাই সাইকেল তার কোনো কাজেই লাগছে না।

এই ব্যাপারটাই যদি ইকুইটি কন্সেপ্টের মাধ্যমে সলভ করা হতো, তাহলে দেখা যেত ছোট্টবন্ধুকে একটি ছোট সাইজের সাইকেল দেওয়া হচ্ছে। এবং যিনি হাটতে পারেন না, তাকে একটি মোবিলিটি স্কুটার অথবা হুইলচেয়ার দেওয়া হচ্ছে। এক্ষেত্রে তারা সকলেই প্রয়োজনমাফিক সাহায্য পাচ্ছে। এটাই ইকুয়ালিটি এবং ইকুয়িটির মধ্যে পার্থক্য।

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!