বাংলাদেশের টিভি নাট্য পর্দায় আলোচিত
তারকাদের মধ্যে যার নাম প্রথম দিকে আছে, তিনি হলেন 'মেহজাবিন চৌধুরী'। ২০১৭ সালে গুণি
নির্মাতা 'মিজানুর রহমান আরিয়ান' এর নির্মিত নাটক "বড় ছেলে" তে অভিনয় করে
দারুন প্রশংসিত হন এই অভিনেত্রী।
যে মেয়েটি ঠিকমতো বাংলা ভাষা জানতেন
না, সে কিনা এখন বাংলা নাটকের সেরা অভিনেত্রী!
পুরো নামঃ মেহজাবিন চৌধুরি। ডাক নাম, জেনিফার। জন্ম, ১৯৯১ সালের ১৯শে এপ্রিল চট্টগ্রামে। ছেলেমানুষি স্বভাবের এই মেয়েটির বাংলাদেশে হলেও শৈশব কেটেছে ওমানে। ২০০৯ সালে লাক্স চ্যানেল আই-এর সুন্দরী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সেরা সুন্দরির পুরষ্কার অর্জন করেন।
ইফতেখার আহমেদ ফাহমি পরিচালনায় 'তুমি
থাকো সিন্ধুপাড়ে' নাটকের মাধ্যমে অভিনয় জীবনের শুরু মেহজাবিনের। এ ছাড়াও লাক্স আর বাংলালিংকের
বিজ্ঞাপনের নিয়মিতভাবে অভিনয় এর সুবাদে তার পরিচিতি আরো বেড়ে গিয়েছিল। পুরো দেশজুড়ে
রাস্তার বিলবোর্ডগুলোতে শোভা পেতে লাগলো তার সুন্দর মুখ।
২০১৭ সালে মিজানুর রহমান আরিয়ান পরিচালনায় "বড় ছেলে" নাটকে 'রিয়া' চরিত্রে অভিনয়ের মাধ্যমে দেশ বিদেশে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেন মেহজাবিন। ঠিক এর পরের বছর'ই আবারো "বুকের বা পাশে" নাটকে অভিনয় করেও ভক্তদের মনে জায়গা করে নেয় এই অভিনেত্রী।
মেহজাবিনের ১৩ বছরের ক্যারিয়ারে তিনি তার ভক্তদেরকে উপহার দিয়েছেন ৪৬৯ টি নাটক। আর ভক্তরা তাকে দিয়েছেন ৩৭ টি এওয়ার্ড। যা একজন অভিনেত্রীর জন্য সেরা প্রাপ্তি। তবে ২০২১ সালে পরিচালক ‘রুবেল হাসান’ নির্মিত নাটক “ঘটনা সত্য” নাটকে অভিনয়ের কিছুটা সমালোচিত হয় নাটকের পরিচালক সহ কলা কুশলিরা। সেখানে অভিনেত্রী মেহজাবিন একটি সংলাপে বলেন, স্পেশাল চাইল্ড বা অটিজম শিশু বাবা মায়ের পাপের ফল। এ নিয়ে তুমুল সমালোচনা হলেও পরবর্তিতে তা কাটিয়ে ওঠেন।
আবার সে বছরেই মেহজাবিনের সাথে পরিচালক আদনান আল রাজীবের প্রেমের গুঞ্জণ রটে। তাদের একসাথে দেখা যায় বহুবার, বহু জায়গায়। তবে জানা যায় তারা একে অপরকে বিয়ে করেছেন আরো দুই বছর আগেই। এক ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হয়েছিলো তার প্রথম নাটকে অভিনয়ে পারিশ্রমিক কতো পেয়েছিলো? জবাবে তিনি জানান, ১৫ হাজার টাকা। বর্তমান সময়ে পরিচালক এবং দর্শকদের কাছে মেহজাবিনের চাহিদা বেশ। তাকে পর্দায় দেখার জন্য উৎসুক হয়ে থাকেন সকলেই। তার চঞ্চলতা, মিস্টি হাসি দিয়ে মাতিয়ে রেখেছেন সকলকে।
নাটকের পাশাপাশি বেশ কিছু ওয়েব সিরিজে
অভিনয় করেও তারকা বনে গেছেন এই অভিনেত্রী। “সাবরিনা”, “রেডরাম”, “দা সাইলেন্স” এই ওয়েব
সিরিজ গুলো অন্যতম।
এছাড়াও জনপ্রিয় অভিনেতা আফরান নিশো’র
সাথে বেশ কিছু নাটকে অভিনয়ে দেখা যায় মেহজাবিনকে। “পুনর্জন্ম”, “পুনর্জন্ম ২” টিভি
নাটকে জনপ্রিয়তার শীর্ষে চলে যান তিনি।
ছোটো পর্দার এই গ্লামার কুইন সকলের ভালোবাসায় সিক্ত। আগামীতে তার আরো কিছু ভালো কাজ আমরা দেখতে পাবো সেই আকাংক্ষায়।