যে পাহাড় ক্ষণে ক্ষণে রঙ বদলায় । The Colour Changing Ayer's Rock

Author
0

 


পাহাড় বলতে আমরা কি বুঝি? বিশাল এক টিলার মতো উঁচু একটা জায়গা। বিশাল বড় বড় পাথর খন্ড নিয়েই পাহাড় তৈরি। প্রত্যেক পাহাড়ের একটা নিজ নিজ বৈশিষ্ট্য রয়েছে। কোনো কোনো পাহাড়ের ঢালে সবুজ ঘাসের কারণে, একে দেখতে সবুজ মনে হয়, আবার কোনো কোনো পাহাড়ে বরফের কারণ, দেখতে সাদাও মনে হয়। কিন্তু অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরিতে এমন একটি পাহাড় আছে, যা একটু অদ্ভুত বটে।

“আয়ারস রক” বা ম্যাজিক মাউন্টেন। বিশাল আকৃতির এই পাহাড়ের বিশেষত্ব হচ্ছে পাহাড়টি ক্ষণে ক্ষণে রং বদলায়। সকালে এক রং তো দুপুরে আবার আরেক রং। সন্ধ্যা হলেও পাল্টে যায় তার চেহারা, আবার রাত হলে ধরে রূপ। বিচিত্র এই কারণে মানুষ মুগ্ধ হয়ে এর নামকরণ করেছে “জাদুর পাহাড়” হিসেবে। উচ্চতা ৩৪৮ মিটার। ৭ কিলোমিটার এলাকাজুড়ে এর বিস্তৃতি। আয়ারস রক রং বদলায় সারা দিনই। কখনো হলুদ, কখনো কমলা, কখনোবা আবার লাল।


 পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



মূলত পাহাড়টির স্বাভাবিক রং কালচে। কিন্তু সকালে সূর্যের আলো পাহাড়ের গায়ে পড়লে মনে হয় পাহাড়ের গায়ে আগুন লেগে গেছে। দিন গড়িয়ে রাত এভাবে চলতে থাকে এই রং বদলের খেলা। পাহাড়টির রং বদলানোর রহস্য নিয়ে সেখানকার বাসিন্দারা নানান কল্পকাহিনিতে বিশ্বাসী। জানা যায়, বার বার এই রং পরিবর্তন হওয়ায় স্থানীয় আদিবাসীদের বিশ্বাস পাহাড়টিতে কোন দেবতা রয়েছেন। আর তাই তারা সেই দেবতার উদ্দেশ্যে পাহাড়টিকে পূজা করে থাকে। তবে বিজ্ঞানীদের বক্তব্য গঠনগত কারণে পাহাড়টি এই বিচিত্র রূপ নিয়েছে।

ভৌগোলিক অবস্থার ওপর নির্ভর করছে এর রং বদলের ক্ষমতা। ডিম্বাকৃতির গঠনের জন্য স্যান্ডস্টোনের তৈরি পাহাড়ের গায়ে সূর্যের আলো পড়লে এমন অদ্ভুত দৃশ্যের দেখা পাওয়া যায়। অ্যাডভেঞ্চারপ্রেমী মানুষদের জন্য এটি অত্যন্ত প্রিয় একটি জায়গা। সারা বছরই পর্যটক ভিড় করে থাকেন আলোর এই খেলা নিজ চোখে দেখার জন্য। পর্যটকদের জন্য জায়গাটিকে আরও রোমাঞ্চকর করতে অস্ট্রেলিয়ান সরকার পাহাড়টির আশপাশের ৪৮৭ বর্গমাইল জায়গাজুড়ে “মাউন ওগলাস ন্যাশনাল” নামে একটি পার্ক তৈরি করেছেন।

১৯৭৫ সালে আয়ারস রক পাহাড় থেকে ১৫ কিলোমিটারের দূরত্বে একটি বিমানবন্দর স্থাপন করা হয়। পর্যটকদের থাকা-খাওয়ার জন্য নির্মাণ করা হয় “ইউলারা” রিসোর্ট। সেই সঙ্গে গাড়ি ভাড়া করে ঘুরে দেখারও সুযোগ রয়েছে এখানে।

তবে ঘটনা যায়ই হোক অদ্ভুত এই পাহাড়টি পৃথিবীর এক সৃষ্টি রহস্য সেটি বলা যায়। অদ্ভুত এই পাহাড় দেখতে প্রতিদিন বহু পর্যটক এখানে আসেন। আর এমন রং বদলানোর দৃশ্য দেখে বিস্মিত হন।

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!