বাংলাদেশী ৫ নায়কের প্রথম সিনেমা | Bangladeshi 5 Actors First Film

Author
0

বাংলা চলচিত্রে নায়কদের নামের তালিকায় অন্যতম জনপ্রিয় নাম "সালমান শাহ" মৃত্যুর ২৭ বছর পরেও যার জনপ্রিয়তা এক চুলও কমেনি। ১৯৯৩ সালে "কেয়ামত থেকে কেয়ামত" ছবিটিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল এই ছবির মাধ্যমে তিনি জয় করেছিলেন বহু ভক্তের হৃদয়। ১৯৯৩-১৯৯৬ মাত্র বছরে তিনি উপহার দিয়েছে মোট ২৭টি সিনেমা যার মধ্যে উল্লেখযোগ্য- “কেয়ামত থেকে কেয়ামত”, “আনন্দ অশ্রু”, “চাওয়া থেকে পাওয়া”, “প্রেম পিয়াসী”, “সপ্নের নায়কসহ আরো বেশ কিছু সফল সিনেমা

'প্রেমের বাজি' নামক একটি চলচ্চিত্র তার মৃত্যুর পরে অসমাপ্ত থেকে যায়


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন


 

"শাকিব খান" যিনি একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা একইসাথে প্রযোজক, গায়ক পাবলিক ফিগার যার নামের পাশে সুপারস্টারযুক্ত করতেই বেশি সাচ্ছন্দ্যবোধ করেন তার ভক্তগন সিনেমা ছাড়াও তিনি মাঝেসাঝে আলোচনা/সমালোচনার শীর্ষে থাকেন তার ব্যাক্তিগত জীবন নিয়ে। শাকিব খান ১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদীতে জন্মগ্রহণ করেন তার আসল নাম ছিলোমাসুদ রানা শৈশবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবার ইচ্ছে থাকলেও পরবর্তিতে তিনি চলে আসেন চলচ্চিত্রে

সোহানুর রহমান সোহান পরিচালিত ১৯৯৯ সালেঅনন্ত ভালবাসাসিনেমায় অভিনয়ের মাধ্যমে খানের বড় পর্দায় আসা তবে, তার অভিনীত প্রথম চলচ্চিত্রসবাইতো সুখী হতে চায়। ভালবাসলেই ঘর বাঁধা যায় না, খোদার পরে মা, আরো ভালোবাসবো তোমায়, সত্ত্বা সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এছাড়াও ১২ টি মেরিল প্রথম আলো পুরষ্কার সহ টি বাচসাস চলচ্চিত্র পুরস্কার সহ বেশ কিছু এওয়ার্ড তিনি অর্জন করেন তবে বর্তমানে সময় খারাপ যাচ্ছে এই শীর্ষতারকার একাধিক বিয়ে, বিচ্ছেদ, নতুন প্রেমের গুঞ্জন, গুজব সব মিলিয়ে প্রচুর চাপে দিন কাটছে এই চিত্রতারকার

 

"আব্দুর রাজ্জাক" যিনি নায়ক রাজনামে পরিচিত ৬০ এর দশক থেকে শুরু করে প্রায় তিন দশক বাংলাদেশের চলচ্চিত্রে দাপটের সাথে টিকে ছিলেন নায়ক রাজ্জাক

আব্দুর রাজ্জাকের জন্ম ১৯৪২ সালে কলকাতায় ১৯৬৪ সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার কবলে পড়ে রাজ্জাক তার পরিবার-পরিজন নিয়ে শরনার্থী হয়ে ঢাকায় চলে আসেন এরপর জড়িয়ে পড়েন চলচ্চিত্রে। দু'একটা সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করার পর ৬৭ সালে মুক্তি পায় নায়ক হিসেবে তার প্রথম ছায়াছবি বেহুলা। বেহুলাচলচ্চিত্র নায়ক হিসেবে আবির্ভাবের পর রাজ্জাককে আর পেছন দিকে ফিরে তাকাতে হয়নি ক্রমান্বয়ে খ্যাতির শীর্ষে উঠেছেন তিনি

প্রায় ৫০ বছর ধরে তিনি চলচ্চিত্র শিল্পে কাজ রেছেন  তিনি বেহুলা’, ‘আগুন নিয়ে খেলা’, ‘এতটুকু আশা’,  নীল আকাশের নিচে’, ‘জীবন থেকে নেয়া’, ‘ওরা ১১জনসহ মোট ৩০০টি বাংলা উর্দু ভাষায় চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি সব মিলিয়ে ১৬টি চলচ্চিত্র পরিচালনা করেন তার মালিকানার রাজলক্ষী প্রোডাকশনথেকে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয় ২০১৫ সালেও তার অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছিল২০১৭ সালের ২১শে আগস্ট সন্ধ্যা :১৩ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপতাল মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি

 


ইদ্রিস আলীযিনি ইলিয়াস কাঞ্চন নামে জনপ্রিয় জন্ম, ২৪ ডিসেম্বর, ১৯৫৬ সালে একজন বাংলাদেশী চলচ্চিত্র নাট্য অভিনেতা এবংনিরাপদ সড়ক চাইসংগঠনের প্রতিষ্ঠাতা, সভাপতি। তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সভাপতির দায়িত্ব পালন করছেন ১৯৭৭ সালে বসুন্ধরাছায়াছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ইলিয়াস কাঞ্চন তিনি বাংলাদেশী চলচ্চিত্রের নব্বইয়ের দশকের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন ৩০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তার অভিনীত ১৯৮৯ সালে 'বেদের মেয়ে জোসনাএখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাচসাস পুরস্কার অর্জন করেন। তার প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চনএর মৃত্যুর পর তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন গড়ে তুলেন সমাজসেবায় তার এই অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৭ সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে এছাড়া ২০২১ সালে তাঁকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়

 

ফেরদৌস আহমেদ বিংশ শতাব্দীর শেষ দশকে আবির্ভূত একজন জনপ্রিয় বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা জন্ম ১৯৭৪ সালের ৭ই জুন তার অভিনীত প্রথম সিনেমাবুকের ভিতর আগুন যেটা প্রয়াত সালমান শাহ এর অভিনীত অসমাপ্ত একটি সিনেমা ছিলো পরবর্তিতে ১৯৯৯ সালেহঠাৎ বৃষ্টিসিনেমায় অভিনয় করেন এই সিনেমা খুবই জনপ্রিয়তা পায় এই সিনেমার জন্য ফেরদৌস জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এছাড়াও গেরিলা, হঠাৎ সেদিন, বৃহন্নলা সিনেমায় অভিনয় করে মেরিল প্রথম আলো পুরষ্কার পান এই অভিনেতা বর্তমানেও তিনি সিনেমা অভিনয় করছেন

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!