প্রথম অডিশনে তাকে নিয়ে সবাই
হাসাহাসি করলেও পরবর্তিতে তিনি হয়ে ওঠেন জনপ্রিয় তারকা। যশ, খ্যাতি এর পাশাপাশি
সমালোচনাতেও ভরপুর থাকেন তিনি।
পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন
“তুনে মারি এন্ট্রিয়ারে, দিল ম্যা বাজে ঘান্টিয়ারে” - পাড়া, মহল্লা, দোকানে, বিয়ে বাড়িতে গানটি একবার হলেও শুনেছেন হয়তো। বলছি ওপার বাংলার “গুন্ডে” মুভির জনপ্রিয় একটি গানের কথা। গানটিতে রনবীর সিং এর সাথে দেখা যায় অর্জুন কাপর এবং প্রিয়াংকা চোপড়াকে।
রণবীর সিং। ভারতীয় একজন অভিনেতা।
বলিউডের স্পষ্টভাষী এবং সাহসী শৈলীর কারেণেও অনেকে তাকে পছন্দ করে। খুব অল্প সময়ের
মধ্যেই তার দুর্দান্ত পার্ফরমেন্স দিয়ে সিনেপ্রেমীদের মন কেড়েছেন। “বাজিরাও মাস্তানি”,
“পদ্মাবত”, “গাল্লিবয়” এর মত দুর্দান্ত ছবিগুলো তার পরিচয় দেয়। ওপার বাংলার পাশাপাশি
এপার বাংলাতেও বেশ জনপ্রিয় এই তারকা।
২০১০ সালের যশ রাজ ফিল্মস এর নির্মিত রোমান্টিক কমেডি “ব্যন্ড বাজা বারাত” এর মধ্য দিয়েই রণবীরের চলচিত্রে পদচারণ। প্রথম ছবিটিই জনপ্রিয় হয় এবং ব্যবসায়িক সফলতাও কুড়ায়। এই সিনেমায় অভিনয়ের পর রণবীর শ্রেষ্ঠ নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরুষ্কার অর্জন করেন।
রণবীর সিং এর জন্ম ভারতের মুম্বাইতে। ১৯৮৫ সালের ৬ই জুলাই তিনি জন্মগ্রহণ করেন। পুরো নাম “রণবীর সিং ভবনানী”। বাবা- জগজিৎ ভবনানি। মা- অঞ্জু ভবনানি। ছোটবেলা থেকেই রণবীর অভিনেতা হতে চাইতেন। স্কুলের বিভিন্ন অনুষ্ঠান এবং পারিবারিক অনুষ্ঠানে ছোট রণবীর অভিনয় এবং নৃত্যে অংশ নিতেন। এক সাক্ষাৎকারে তিনি জানায়, অভিনয়ের প্রবল বাসনা থেকে অনেক চেষ্টার পরও যখন সে ব্যর্থ হয় তখন সে মনে করে, “সবকিছুই এত হতাশাব্যঞ্জক ছিল যে আমি খুব অবসাদগ্রস্থ হয়ে পড়েছিলাম। এক এক সময় আমি ভাবতাম আমি ঠিক করছি না ভুল করছি।”
তবে এই সময়ে এসে আমাদের মতে,
রনবীর কোনো ভুল করেনি। সে তার চেষ্টা চালিয়ে যাচ্ছিলো বলেই আমরা তার এই দুর্দান্ত পার্ফরমেন্স
দেখতে পাচ্ছি। গোলিয়ো কি রাসলীলা রামলীলা, গুন্ডে, বাজিরাও মাস্তানি, পদ্মাবত, সিম্বা,
গাল্লিবয় – এখন পর্যন্ত তার করা সুপারহিট এবং ব্লকবাস্টার মুভি।
এই সুপারহিট তারকা ব্যক্তিগত জীবনে সঙ্গিনি হিসেবে বেছে নেন বলিউডের আরেক তারকাকে। ২০১৮ সালের ১৪ই নভেম্বর ইতালির লেক কোমের ভিলা দেল বালবিয়ানেলোতে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে দিপিকা পাডুকোনকে বিয়ে করেন।
রণবীর তার ভালো অভিনয় দিয়ে যেমন মাতিয়ে রাখেন সবাইকে, তেমনি আসেন সমালোচনাতেও। প্রায়ই তার উদ্ভট পোশাক নিয়ে সমালোচনার ঝর ওঠে নেটিজেনদের মধ্যে। কখনও লেহেঙ্গার উপর শার্ট, কখনোবা উদ্ভট লাল পোশাকে ঢাকা আপাদমস্তক। একবার তো নীল রঙের আউটফিটের উপর গলায় সোনালি হার, লম্বা চুল, একগাল দাড়ি-গোঁফে ঢাকা মুখ, চোখে সানগ্লাস, মাথায় লাল রঙের টুপি, কাঁধে ক্ল্যাচ ব্যাগ ঝুলিয়ে আসেন ক্যমেরার সামনে। আবার কখনো ছেঁড়াফাটা স্যান্ডো গেঞ্জি পরেই মুম্বাইয়ের রাস্তায় দেখা যায় তাকে।
নগ্ন হয়ে ফটোশুটের মাধ্যমে নতুন করে আবারও সমালোচনায় এসেছেন তিনি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, পেপার ম্যাগাজিনের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ফটোশুট করেছেন রণবীর সিং। মার্কিন পপ কালচারের আইকন বার্ট রেনল্ডসের মতো করে পোজ দিয়েছেন। আর সেই সব ছবি ভাইরাল হওয়ার পর নেট দুনিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় যেন থামছে না।
তবে নতুন করে আরেকটা গুঞ্জণ শোনা যাচ্ছে, রণবীর দিপিকার বিচ্ছেদ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে ধরা পড়ছে দু’জনের সম্পর্কের ছন্দপতন। ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে রানবীর দিপিকার হাত ধরতে চাইলে দিপিকা কোনো সায় দেয় না, এমনকি রানবীরের দিকে তাকায়ও না। পরবর্তিতে রানবীর নিজেকে সামলে এগিয়ে যান সামনের দিকে। ভক্ত এবং অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, সব ঠিক আছে তো?



