ক্রিকেটের অদ্ভুত সব ট্রফির গল্প | Strangest Cricket Trophies | Cricket Trophy Evolution

Author
0


স্পোর্টসে আমরা প্রতিনিয়ত সুন্দর সুন্দর ট্রফির দেখা পাই। যেমন আইসিস ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ, ওয়েম্বলডন ট্রফি, প্রিমিয়ার লিগ ট্রফি ইত্যাদি। কিন্তু এর পাশাপাশি মাঝে মধ্যে কিছু অদ্ভুত দর্শন ট্রফিও দেখতে পাওয়া যায়। ক্রিকেটের তেমনি কিছু ট্রফির গল্প করবো আজ।


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন


 

বোর্ডার-গাভাস্কার ট্রফি

অ্যালান বোর্ডার এবং সুনীল গাভস্কারের প্রতি সম্মান দেখিয়ে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয় এই নামে। ১৯৯৬ সালে এই সিরিজের ট্রফি নিয়ে হয়েছে ব্যাপক সমালোচনা।

বাদামি রঙের একটি বড় কাঠের টুকরার মাঝে সাদা রঙের একটি বল, ট্রফির নকশা ছিলো এমনই। আসলে কি ভেবে যে নকশা করেছিলো সেটা এখনো রহস্য! বল আবার ক্রিকেট বলের মতোও নয়। অনেকটা ভূগোলের ক্লাসে ব্যবহৃত গোলকের মতো। অস্ট্রেলিয়াকে হারিয়ে সেবার ট্রফি ঘরে তুলেছিলো ভারত।

 

 

কোকা-কোলা ট্রফি

এক সময় সংযুক্ত আরব আমিরাতে প্রতি বছর অনুষ্ঠিত হতো শারজাহ কাপ নামে একটি টুর্নামেন্ট। ১৯৯৮ সালের আসরে অংশ নেয় ভারত,অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়। ভারতের অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দীনের হাতে আয়োজকরা যে ট্রফিটা তুলে দিয়েছিলো সেটি দেখতে ছিলো বড়ই অদ্ভুত। বিশাল আকৃতির কোকের বোতলের মুখের আদলেই তৈরি করা হয়েছিলে ট্রফিটি। কোকা-কোলা ছিলো সেই টুনামেন্টে অফিসিয়াল স্পন্সর।

 

অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের বিস্কুট ট্রফি

২০১৮ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উম্মোচন করা হয়। মোড়ক খুলে যখন ট্রফি উম্মোচন করলেন দুই দলের অধিনায়ক, তখন তাদের চক্ষু চড়কগাছ। অবাক অনুষ্ঠানে থাকা সাংবাদিকরাও। তিনটি লাঠির উপরে বড় একটি বিস্কুট। এ কেমন ট্রফি! পরে জানা গেলো টাক নামক একটি বিস্কুট প্রস্ততকারক কোম্পানি ওই সিরিজের স্পন্সর ছিলো, তাই তাদের বিস্কুটের আদলে ডিজাইন করা হয়েছে ট্রফিটিরএ নিয়ে ব্যাপক সমালোচনা সইতে হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে


 পেয়েছে ক্লাউদি

আফ্রিদি ট্রফি

২০১৫ সালে পাকিস্তান-শ্রীলঙ্কা টি-টুয়েন্টি সিরিজটি জেতে পাকিস্তান। সিরিজের ট্রফিটি দেওয়া হয় পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদির হাতে। তখন দেখা যায়, ট্রফিটি মূলত বানানো হয়েছে আফ্রিদির দুই হাত উচিয়ে করা সেলিব্রেশনের আদলে। পরের দিন একটি পত্রিকা রিপোর্টে বলে, আয়োজকরা কি তবে আগে থেকেই জানতো যে পাকিস্তান সিরিজটি জিততে যাচ্ছে!

অবশ্য ২০১৩ সালের জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজের ট্রফিও বানানো হয়েছিল এই আফ্রিদি ডিজাইনে।

 

ক্যারিবিয়ান লিগ ট্রফি

সিপিএলের ট্রফিটা অদ্ভুত হওয়ার পাশাপাশি ভূতুড়েও বটে। একটি বলের নিচে চারিদিকে অনেকগুলো হাত। হাতগুলোর ডিজাইনও অনেকটা গাছের শেকড়ের মতো।

 

ওয়ার্ন-মুরালিধরন সিরিজ

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মধ্যকার একটি সিরিজের ট্রফি বানানো হয়েছিল সর্বকালের সেরা দুই স্পিনার ওয়ার্ন এবং মুরালিধরনকে ট্রিবিউট দিয়ে। ট্রফির মধ্যে তাদের হাতের মুঠোর বল ধরার স্টাইল তুলে ধরা হয়েছিল।

 

আরব আমিরাতের বহুজাতিক ট্রফি

সবচেয়ে অদ্ভুত ট্রফিটার দেখা মিলে ২০০৬ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ভারত পাকিস্তানের মধ্যকার দুটি ফ্রেন্ডলি ম্যাচের সিরিজেট্রফিটি ছিল একইসাথে বেশ লম্বা এবং চওড়া। ট্রফির উপরে বসানো ছিল একটি ওয়ার্ল্ড গ্লোব। এবং তার চারপাশে ছিল আরব আমিরাত, ভারত, পাকিস্তানসহ আরো কিছু দেশের পতাকা। দুই অধিনায়ক রাহুল দ্রাবিড় ও ইনজামাম উল হক দু-জন মিলেও ট্রফিটা তুলতে পারেননি। উভয় দল একটি করে ম্যাচ জেতায় ট্রফিটি কেউ নেয়নি। পরে স্থানীয় একটি ক্লাবে দেওয়া হয় ট্রফিটি।

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!