বাংলাদেশ ওটিটির দুনিয়ায় প্রবেশ করে ২০২০ সালে। হইচই দিয়ে শুরু, এরপর শরীক হয় চরকি ও বিঞ্জের মতো প্ল্যাটফর্মগুলো। বড় পর্দায় সিনেমা চলতে হলে স্টারডমের দরকার পরে। তবে ওটিটিতে তার বালাই নেই। ওটিটি চলে গল্প ও অভিনয়ের জোরে। তাই চমৎকার সব আর্টিস্টদের এখন ওটিটিতে চুটিয়ে কাজ করতে দেখা যাচ্ছে, যারা মাঝের সময়টাতে কাজ পেতেনই না বলতে গেলে। চলুন জেনে নেওয়া যাক অভিনেতা হিসেবে পুনর্জন্ম পাওয়া তেমনি পাঁচজন তারকার সম্পর্কে।
1. ইন্তেখাব দিনার
ইন্তেখাব দিনার একসময় টিভি নাটকের
জনপ্রিয় মুখ ছিলেন। কিন্তু একসময় হারিয়ে গেলেন তিনি টিভি পর্দা থেকে। মাঝে অনেক
বছর তিনি কোন কাজই পান নি। ভাবা যায়! অথচ এখন তিনি ওটিটিতে রাজ করছেন। বেশিরভাগ
ভালো সিরিজেই তাকে দেখা যাচ্ছে চমৎকার সব পারফর্ম্যান্স উপহার দিতে।
পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন
২০২১ সালের চরকি অরিজিনাল সিরিজ
‘ঊনলৌকিক’ এ মোশতাক আহমেদ চরিত্রে অভিনয় করেই ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো
ব্রেকথ্রু পান তিনি। এই সিরিজে তার অভিনয় নির্মাতা-বোদ্ধা-দর্শক সকলের নজর তার
দিকে নিয়ে যেতে বাধ্য করে। এরপর একে একে করেছেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘জাগো
বাহে’, ‘নিখোঁজ’, ‘সাবরিনা’, ‘কারাগার’, ‘অগোচরা’ এর মতো কাজ।
2. মোস্তফা মনোয়ার
মোস্তফা মনোয়ার ‘লাইফ
ফ্রম ঢাকা’ এর মতো চমৎকার একটি সিনেমা করলেও, তার খুব একটা পরিচিতি ছিল না। তার
ক্যারিয়ারে আশীর্বাদ হয়ে আসে ওটিটি। তিনিও ব্রেকথ্রু পান ঊনলৌকিক দিয়ে। এই সিরিজে
তার অভিনয় সকলের মন জয় করে নেয়। এরপর জাগো বাহে, ফরেইনার্স অনলি, গুনিন ও
সুরঙ্গতেও দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে তার অভিনয়।
3. নাসির উদ্দিন খান
নাসির উদ্দিন খানকে
আগে দেখা যেত একদমই ছোট ছোট চরিত্রে। ‘মহানগর’ সিরিজে তেমনই এক ছোট চরিত্রে দিয়েই
তিনি সকলের নজর টেনে নিয়েছেন নিজের দিকে। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় মূলত
২০২২ সালে। পরান ও হাওয়া – বছরের সবথেকে হিট দুটো সিনেমাতেই বাজিমাত করেন তিনি।
এছাড়াও সেবছরই চরকির সিরিজ সিন্ডিকেটে তার চরিত্র অ্যালেন স্বপন বিপুল জনপ্রিয়তা
লাভ করে। তার সেই চরিত্রটিকে নিয়ে পরে স্ট্যান্ড অ্যালোন সিরিজও নির্মিত হয়েছে।
পাশাপাশি এই বছর কোরবানি ঈদে মাহফুজের সাথে প্রহেলিকা সিনেমায় অন্যতম প্রধান
চরিত্রে অভিনয় করেছেন তিনি। এখন তাকে মূলত প্রধান চরিত্রগুলোতেই দেখতে পাওয়া যায়।
4. শ্যামল মাওলা
যাকে টিভি নাটকেও খুব একটা দেখা যেত না। সিনেমাতে তো নয়-ই। সেই শ্যামল মাওলার ক্যারিয়ার সম্পূর্ণ ঘুরে গেছে ওটিটি আসার পরে। বাংলা ওটিটির শুরুর দিকে সবখানে শুধু তাকেই দেখা যেত। হইচইয়ের মানিহানি দিয়ে শুরু। এরপর একে একে অভিনয় করেছেন সদরঘাটের টাইগার, মাইনকার চিপায়, কন্ট্রাক্ট, নিখোঁজ, মহানগর, দ্য সাইলেন্স, আমি কি তুমি এর মতো দর্শকপ্রিয় সব সিরিজে।
5. তমা মির্জা
তমা মির্জার অভিষেক
ঘটে ২০১০ সালে শাকিব খানের সাথে বলো না তুমি আমার সিনেমায়। এরপর ২০২১ পর্যন্ত
বিচ্ছিন্নভাবে অভিনয় করেছেন বিভিন্ন কমার্শিয়াল সিনেমায়। জনপ্রিয়তা পান নি
একেবারেই। তিনি ব্রেকথ্রু পান ২০২১ সালে রায়হান রাফির ওয়েব সিরিজ দ্য ডার্ক সাইড
অফ ঢাকায় অভিনয় করে। ভয়ংকর এক চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন তিনি। সেই সিরিজ করেই
চলে আসেন সকলের নজরে। এরপরে রায়হান রাফির সাথেই একের পর এক
দর্শকপ্রিয় সব কাজ আসতে থাকে তার। খাঁচার ভেতর অচিন পাখি, সাত নম্বর ফ্লোর, ফ্রাইডে সবগুলো
সিরিজেই তার অভিনয় প্রশংসা কুঁড়ায়। তবে ক্যারিয়ারের সবথেকে বড় সাফল্যের মুখ দেখেন
তিনি এই বছর। কুরবানি ঈদে নিশোর বিপরীতে সুরঙ্গ সিনেমার মাধ্যমে। সুপারহিট এই
সিনেমার মাধ্যমেই তমা মির্জা এখন পরিচিত মুখ। তবে তার ক্যারিয়ারের পুনর্জাগরণ
কিন্তু ঘটেছিল ওটিটি দিয়েই।