যে ৬টি রেকর্ড কখনোই ভাঙ্গতে পারবে না মেসি-রোনালদো || Six Records Never Broken by Messi-Ronaldo

Author
0

 


আপনারা কি জানেন ফুটবলে এমন কিছু রেকর্ড-ও আছে যা মেসি-রোনালদোর পক্ষে ভাঙ্গা প্রায় অসম্ভব? কি অবাক হলেন? চলুন দেখে নেওয়া যাক কি এমন রেকর্ড, যেগুলো মেসি-রোনালদো পর্যন্ত ভাঙ্গতে পারবেন না!


১. ক্যারিয়ারে সর্বোচ্চ হ্যাটট্রিক

এখন পর্যন্ত ক্লাব-জাতীয় দলের জার্সি গায়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মোট ৬৩টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। অন্যদিকে ৫৭টি হ্যাটট্রিক রয়েছে মেসির। কিন্তু এই তালিকায় এক নম্বরে যিনি আছেন, তার হ্যাটট্রিকের সংখ্যা মেসি-রোনালদোর থেকো অন্তত ৩০ খানা বেশি! কি চোখ কপালে উঠে যাচ্ছে? উঠে গেলে নামিয়ে ফেলুন। কারণ তিনি আর কেউ নন, গ্রেটেস্ট অফ অল টাইম দ্য কিং অফ ফুটবল এডসন আরান্তেস দো নাসিমেন্টো ওরফে ‘পেলে’। ৯২টি হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



২. লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল

লা লিগার ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন মেসি। ২০১১-১২ মৌসুমে সর্বোচ্চ ৫০ গোল করেছেন মেসি। অন্যদিকে রোনালদোর সর্বোচ্চ গোল ৪৮টি। কিন্তু ইতিহাস বলছে, সব দেশের সব লিগ মিলিয়ে এক মৌসুমে ৬৬ গোল করে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ডটির মালিক হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক ডিক। ৬০ গোল করে দুই নম্বরে আছেন এভারটন কিংবদন্তি উইলিয়াম ডিক্সি ডিন।



৩. ক্যারিয়ারে সর্বোচ্চ লিগ গোল

এ রেকর্ডের মালিকও ব্রাজিল কিংবদন্তি পেলে। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ও যুক্তরাষ্ট্রের ক্লাব নিউইয়র্ক কসমসের হয়ে লিগে মোট ৬০৪ গোল করেছেন তিনি। যেখানে মেসি লিগে এ পর্যন্ত গোল করেছেন ৪৯৭টি ও রোনালদো করেছেন ৫১৭ টি। পেলের রেকর্ড ভাঙ্গতে হলে মেসির প্রয়োজন ১০৭টি ও রোনালদোর প্রয়োজন ৮৭ টি গোল।

এই মুহূর্তে রোনলাদো আছেন সৌদি প্রো লিগের দল আল নাসেরে। অন্যদিকে মেসি আছেন এমএলএসের ইন্টার মায়ামিতে। দেখা যাক আর কতদিন ক্লাব ক্যারিয়ার কন্টিনিউ করেন তারা।


৪. লা লিগার এক ম্যাচে সর্বোচ্চ গোল

লা লিগার ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ডটির মালিক স্প্যানিশ কিংবদন্তি লাজলো কুবালা। বার্সেলোনার জার্সি গায়ে ১৯৫২ সালে স্পোর্টিং গিজনের বিপক্ষে ৭ গোল করেছিলেন তিনি। রোনালদো এবং মেসি যেহেতু ইতিমধ্যেই লা লিগা ত্যাগ করেছেন, তাই এই রেকর্ড অবশ্যই আর ভাঙ্গা সম্ভব না তাদের পক্ষে।


৫. বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ গোল

বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের মালিক জার্মানির সাবেক ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোসা। তিনি ১৬টি গোল করেছিলেন। অন্যদিকে মেসি ও রোনালদো এখন পর্যন্ত ৫টি বিশ্বকাপে অংশ নিয়ে যথাক্রমে করেছেন ১৩টি এবং ৮টি গোল। রোনালদোর বয়স এখন ৩৮, অন্যদিকে মেসির ৩৬। তাদের পক্ষে আরেকটি বিশ্বকাপ খেলা হবে রীতিমত অবিশ্বাস্য। তবে এই রেকর্ডটি ভেঙ্গে ফেলার সমূহ সম্ভাবনা রয়েছে ফ্রেঞ্চ ফুটবলার কিলিয়ান এমবাপ্পের।



৬. চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সর্বোচ্চ গোল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত গোলের রেকর্ডটির মালিক মাদ্রিদ লেজেন্ড আলফ্রেডো ডি স্টেফানোর। তিনি টানা ৫টি ফাইনালে খেলেছেন। ১৯৫৫-১৯৬০, টানা ৫ বারই রিয়ালকে শিরোপা উপহার দেওয়ার পথে স্টেফানো ফাইনালে মোট গোল করেছেন ৭টি। যেখানে রোনালদোর গোলসংখ্যা ৪টি ও মেসির মাত্র ২টি। তারা দুজনেই যেহেতু ইউরোপিয়ান ফুটবল থেকে বিদায় নিয়েছেন, তাই এই রেকর্ডটিও আর তাদের পক্ষে ভাঙ্গা সম্ভব নয়।

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!