ইলুমিনাতি...এই শব্দটি শুনে নি এমন মানুষ মনে হয় না আছে। কিন্তু এই শব্দটির অর্থ কি আমরা জানি? আমরা সবসময় ইলুমিনাতি বলতে বুঝেছি অন্ধকার এক জগতকে। কিন্তু বিশাল এক আইরনি হচ্ছে, ইলুমিনাতি শব্দটির অর্থই হচ্ছে আলোকিত জগত। আপনি যে ধর্মেরই হন না কেন, তারা আপনাকে ধর্ম থেকে বের করে এনে শয়তানের পুজারী বানাবে, যাকে তারা লুসিফার বলে ডাকে। তাদের হাত থেকে মুক্তি পায় নি বড় বড় সব তারকারাও। তেমনটাই দাবী অনেক কন্সপিরেসি থিওরিস্টদের। চলুন দেখে আসা যাক তেমনই কয়েকজন সুপারস্টারকে, যাদেরকে ধরা হয় ইলুমিনাতির সদস্য হিসেবে।
বিয়ন্সে
আপনি যদি ইন্টারনেটে গিয়ে সার্চ
করেন, ইলুমিনাতি কে চালায়? সবার আগে কার নাম পাবেন জানেন? ইট’স পপস্টার বিয়ন্সে। দ্য
রেইনিং কুইন অফ ইলুমিনাতি। বিয়ন্সে ইচ্ছে করেই অনেকগুলো বছর এই থিওরিটিকে বাঁচিয়ে
রাখে। তার ‘ফর্মেশন’ গানটি পাবলিশ হওয়ার পরে কন্সপিরেসি থিওরিস্টরা আরো পেয়ে বসেন
তাকে। যেখানে সে ডিরেক্ট ইলুমিনাতির কথা বলেছেন। যদিও পরে তিনি ইলুমিনাতির সাথে
তার ইনভল্ভমেন্ট অস্বীকার করেছেন। কিন্তু থিওরিস্টরা জহুরির চোখ নিয়ে বসে আছেন তার
থেকে ন্যূনতম কোনো ইলুমিনাতি সাইন পাওয়ার জন্য।
জেয় জি
বিয়ন্সে যদি ইলুমিনাতির রানী হয়,
তাহলে জেয় জি হচ্ছেন রাজা। তার সিগনেচার স্টাইলে নক নেশন হ্যান্ড সাইন দেখানো শুরু
করার পর থেকেই ইলুমিনাটি ট্যাগ পেয়ে গেছেন জেয় জি। ২০১০ এ রিক রসের গান ‘ফ্রিমেসন’
বের হওয়ার পরে সেই আগুনে আরো ঘি ঢালা শুরু করে লোকজন।
পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন
ম্যাডোনা
ম্যাডোনা তো ডিরেক্ট ইলুমিনাতি
নামে গানই গেয়ে ফেলেছেন। ২০১৪ সালে তার অ্যালবাম রেবেল হার্টে তিনি এই কাজ করেন। গানটির
কোরাস ছিল এই রকম – “মনে হচ্ছে এই পার্টির সবাই ইলুমিনাতির মতো ঝিলমিল করছে।” যদিও
ম্যাডোনা ইমিডিয়েটলি দাবী করেন এই ইলুমিনাতি শব্দের সাথে সিক্রেট সোসাইটির কোনো
সংযোগ নেই। তবে সেই কথায় কান দেয় নি কন্সপিরেসি থিওরিস্টরা। অনেকে আবার মনে করে সে
ইলুমিনাতি হোক বা না হোক, ইচ্ছে করেই এই শব্দটি ইউজ করেছে বিতর্ক সৃষ্টি করে গানটি
হিট করার জন্য।
ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পই
সম্ভবত একমাত্র ব্যক্তি যে ইলুমিনাতি হলে কেউই অবাক হবে না। লোকটা সবার এতটাই
অপছন্দের। যাই হোক, মূলত তার বিভিন্ন সময়কার হ্যান্ড সিম্বল ও গেশচারের কারণেই এই
ধারণার জন্ম হয়। অবশ্য অনেক থিওরিস্ট মনে করেন, প্রত্যেকটি আমেরিকান প্রেসিডেন্টই
ইলুমিনাতির সদস্য!
কিম কার্দাশিয়ান
কন্সপিরেসি থিওরিস্টদের মতে, কার্টার ফ্যামিলির পরে ওয়েস্ট ফ্যামিলি-ই হাইয়েস্ট র্যাংকিং ইলুমিনাতি অফিশিয়াল। তবে এক জায়গায় কিম কার্দাশিয়ান কার্টারদের থেকে আলাদা। ইলুমিনাতি রিলেটেড যে কোনো অ্যাজাম্পশন কিংবা ট্রল তিনি উপভোগ করেন। পাশাপাশি ঘিয়ে আগুনও ঢেলে থাকেন নিজেই। দেখা গেল তুমুল আলোচনার মধ্যেই বেড়িয়ে পরলেন স্যাটানিক রেড ড্রেসে। অথবা ইন্সটাগ্রামে পোস্ট করে বসলেন ইলুমিনাতির এক চোখ স্টাইলের কোনো কোলাজ ছবি।
লিন্ডসে লোহান
লিলোকে বহুদিন ধরেই ইলুমিনাতি
ভাবা হয়। যদিও বহুদিন ধরেই তিনি খুব একটা আলোচনার মধ্যে নেই। তবে অনেক থিওরিস্টের
মতে তার আলোচনার বাইরে চলে যাওয়ার সাথেও ইলুমিনাতির কানেকশন আছে!
মাইকেল জ্যাকসন
অনেকে মনে করেন মাইকেল জ্যাকসন
ছিলেন একজন ইলুমিনাতি সদস্য। তার ডেঞ্জারাস নামক মিউজিক অ্যালবামে ইলুমিনাতি
রেফারেন্স দেখা গেছে। অনেকে মনে করেন তার বিপুল জনপ্রিয়তার জন্যই তাকে দলে
টেনেছিলো ইলুমিনাতি। আরেক দলের ধারণা আবার একদমই উল্টো। তারা মনে করে, সে
ইলুমিনাতিদের বেশ কিছু সিক্রেট ফাঁস করে দিয়েছিল, তারই শাস্তি হিসেবে হয়েছে তার
অকাল মৃত্যু!
রিহানা