গাড়ি থেকে নেমে এক রেস্টুরেন্টে প্রবেশ করলেন উরফি জাবেদ (Urfi Javed)। কিন্তু ভেতরে বসার কোনো জায়গা না থাকায় বেজায় রেগে গেলেন উরফি। রিসেপশনিস্টকে বললেন, “আপনি জানেন আমি কে? আমি উরফি জাভেদ। ভেতরে গিয়ে বলুন আমি এসেছি, জায়গা এমনিতেই হয়ে যাবে”। উহু! তাতেও কাজ হলো না, কেননা উরফির পোষাকের কারণে রেস্টুরেন্টে আর কেউ বসতেই পারবে না। আর এ কথা শুনে তো রীতিমত গর্জে উঠলেন উরফি। বারফি দিয়েও তাকে আর ঠান্ডা করা যাচ্ছে না। নেট দুনিয়ায় উদ্ভট পোষাকের মডেল হচ্ছেন এই উরফি। তার পোষাকের প্রকারভেদ দেখলেই আপনার চোখ কপালে উঠে যাবে। মোবাইল, সিমকার্ড, টিস্যু পেপার কিচ্ছুটি বাকি রাখেনি।
পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন
উদ্ভট সব সাজের জন্য বেশ আলোচিত
উরফি জাভেদ, তার এসব সাজে দেহে পোশাক থাকে না বললেই চলে। সেজন্য তাকে সমালোচনায়
পড়তে হয়, ট্রোলড হতে হয়, হুমকিও
পেতে হয়, এমনকি মামলাতেও জড়াতে হয়। তবুও সেসবের থোড়াই
তোয়াক্কা করেনা উরফি। তার মতে, লম্বা কিংবা আঁটসাট পোষাক নাকি তার শরীরে এলার্জির
ধরিয়ে দেয়। অথচ ইনি বুঝেন না যে, তার এই বে-পোষাকে অন্যরা কতটা এলার্জিতে পড়ে।
ওয়েট তার পোষাকের কিছু নমুনা দিই;
পিঙ্ক কোট
এইটা কি ভাই! মানে। মানুষ তো পেছন থেকে দেখলেই হার্ট এটাক করে
মারা যাবে। মাথা ছাড়া মানুষ। দেখে মনে হচ্ছে পাওনাদারের ভয়ে সে লুকিয়ে আছে। বাই দ্যা
ওয়ে, এটা কিন্তু আসলেই ভালো টেকনিক। ট্রাই করতে পারেন।
কালো বন্দুক
আরে আরে! এতো দেখছি মারুফ ভাইয়ের কালো বন্দুক। মারুফ ভাই দেখলে
তো খবর আছে। আচ্ছা সে বুকে পিস্তল লাগিয়ে কি কাউকে ভয় দেখাচ্ছে? আদৌ ঐ পিস্তল দিয়ে
গুলি বের হবে কিনা সন্দেহ।
ছেড়া জামা
অপস স্যরি, ভুল উরফিকে দেখিয়ে ফেলেছি। প্রথম দেখায় আমি ভেবেছিলাম
এটা বাসার কোনো ন্যাকড়া। আরে ভাই, মানবতার দেয়ালেও তো এই জামা কেউ ঝোলায় না, আর উরফি
কিনা এটা পড়ে সবার সামনেই চলে এসেছে! কি আর বলবো ভাই? উরফির চোখে এটাই ইউনিক। তার মতে
সে পোষাক নিয়ে এক্সপেরিমেন্ট করে।
‘অশালীন’ পোশাক পরে মুম্বাইয়ের
রাস্তায় ঘোরাঘুরির জন্য নতুন বছরের প্রথম দিনই উরফির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ
করেন মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ। এই ঘটনার পর উরফি বলেন, রাজনীতিবিদদের
এ ধরনের কাজে তিনি অবাক হয়েছেন। তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করা হলে তিনি
আত্মঘাতীও হতে পারেন।
উরফি এর আগেও তার ‘হায় হায় ইয়ে মাজবুরি’
গানের পোশাকের জন্য আইনি জটিলতায় পড়েছিলেন। এক দর্শক তার বিরুদ্ধে অভিযোগ দায়ের
করেন। কিছুদিন আগে পুলিশের কাছে উরফির বিরুদ্ধে জনসম্মুখে এবং সোশ্যাল মিডিয়ায়
অশ্লীল ছবি দিয়ে পরিবেশ নষ্টের লিখিত অভিযোগ এনেছিলেন এক আইনজীবী। সোশাল মিডিয়ায়
ব্যাপক ট্রলের শিকার হতে থাকা উরফি এরপর একদিন কালো পোশাক পরে আলোচনায় আসেন। সেই
ছবি ইনসস্টাগ্রামে শেয়ার করে তিনি লিখেছেন, “এভাবেই হাতকড়া পরা অবস্থায় আপনারা
আমাকে দেখতে চেয়েছিলেন, তাই তো?”