শাকিব খানের বউ সংখ্যা কত? দুই, তিন নাকি চার? Shakib Khan

Author
0

 

শাকিব খানকে গণমাধ্যমে ‘কিং খান’ ও ‘ঢালিউড কিং’ বলা হয়ে থাকে দেশের সবথেকে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা তিনি দীর্ঘ ক্যারিয়ারে প্রচুর হিট সিনেমা উপহার দিয়েছেন তবে পাশাপাশি প্রতিনিয়ত প্রচুর বিতর্কেরও জন্ম দিয়েছেন

অসংখ্য নায়িকাদের সাথে বিগ স্ক্রিন শেয়ার করলেও, তার জুটি হিসেবে অপু বিশ্বাসই সবথেকে বেশি জনপ্রিয়তা পায় তিনিই শাকিবের সর্বাধিক সিনেমার সহশিল্পী যাই হোক,  শাকিব-অপুর প্রণয় ঘিরে অনেক আগে থেকেই গুজব চলতো তবে ২০১৭ সালে প্রথমবারের মতো একটি বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকারে তাদের বিয়ের কথা জানান অপু বিশ্বাস এরপর রীতিমত একটি বাচ্চা ছেলে নিয়ে মিডিয়ার সামনে হাজির হন তিনি


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



পরে জানা যায় সেই ছেলেটি শাকিব খান ও অপু বিশ্বাসেরই ছেলে আবরাম খান জয়। পরে জানা যায় শাকিব খান ২০০৮ সালের ১৮ এপ্রিল তার গুলশানের বাড়িতে অপু বিশ্বাসকে বিয়ে করেন বিয়ের বিষয়টি গণমাধ্যমে গোপন রাখা হয় যদিও এই খবর প্রকাশিত হওয়ার পর এই সম্পর্কটি আর বেশিদিন টিকেনি ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব খান তালাকের জন্য আবেদন করেন এবং ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয় সে সময়ে মিডিয়াতে এই ইস্যু নিয়ে প্রচুর জলঘোলা হয়। এরপরেই প্রকাশ্যে আসে শাকিব-বুবলির সম্পর্ক যা রটে, তার কিছুটা তো ঘটে! তাদের প্রেম-বিয়ের গুঞ্জন বহুদিনের কিন্তু দু’জনেই এড়িয়ে গেছেন, আড়াল করেছেন অফস্ক্রিনের রসায়ন অথচ পর্দার পেছনে বাস্তব জীবনে তারা প্রেম, বিয়ে সেরে সন্তানের জনকও হয়ে গেছেন বিষয়টি প্রকাশ্যে আসে গত ৩০ সেপ্টেম্বর সেদিন ছেলে শেহজাদ খান বীরের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে বুবলী জানান, তিনি মা হয়েছেন আর এই সন্তানের পিতা শাকিব খান শাকিব নিজেও একই ছবি পোস্ট করে সত্যতায় সিলমোহর দেন এরপর থেকে কানাঘুষা চলছে, ছেলের খবর দিলেও বিয়ে নিয়ে কেন চুপ শাকিব-বুবলী সেই নীরবতাও ভাঙ্গেন নায়িকা ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেছিলেন তারা শাকিবের সঙ্গে নিউইয়র্ক সফরে তোলা কয়েকটি ছবি দিয়ে বুবলী বলেছিলেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ; ২০-০৭-২০১৮ এবং ২১-০৩-২০২০

বুবলী পরিষ্কার করেন, প্রথম তারিখটি শাকিবের সঙ্গে তার বিয়ের, দ্বিতীয়টি তাদের একমাত্র পুত্র বীরের জন্মতারিখ শেষে নায়িকা লিখেছেন, ‘দয়া করে আপনাদের প্রার্থনায় আমাদের রাখবেন

বুবলীর মা হওয়ার গুঞ্জন শুরু হয় বছর তিনেক আগে ‘বীর’ সিনেমার গানে তার অন্তঃসত্ত্বা রূপ আঁচ করতে পেরেছিলো নেটিজেনরা যদিও তখন পুরোপুরি অস্বীকার করেছিলেন নায়িকা এরপর ২০২০ সালে প্রায় এক বছর একেবারে আড়ালে ছিলেন তিনি সে সময় যুক্তরাষ্ট্রে ছিলেন বুবলী আর সেখানেই ছেলে বীরের জন্ম দেন সংবাদ পাঠিকা থেকে নায়িকা হওয়া এই রমণী

এর আগে শাকিবের হাত ধরেই ডেব্যু ঘটে বুবলীর তাদের মধ্যে ঘনিষ্ঠতাও বাড়ে বিষয়টি আড়ালে থেকে সহ্য করতে না পেরে ২০১৭ সালে টেলিভিশন লাইভে বিস্ফোরিত হন অপু ছেলে আব্রামকে নিয়ে হাজির হন, এবং বিয়ে-সংসারের যাবতীয় তথ্য প্রকাশ করেন

অপুকে ডিভোর্স দেওয়ার চার মাস পরই বুবলীকে বিয়ে করেছিলেন শাকিব খান কিন্তু এবারও পুরনো পথ অবলম্বন করে গোপন রাখেন সবকিছু এবং একইভাবে বছর কয়েক পরে হাটে হাঁড়ি ভাঙ্গেন বুবলী এবং এই সম্পর্কটিও টেকেনি বিবাহ বিচ্ছেদ হয়েছে কিনা তা জানা না গেলেও তারা যে আর সম্পর্কে নেই সেটা নিশ্চিত করেছেন

 


বুবলি, অপু আর শাকিবের মাঝে এবার হাজির অভিনেত্রী পূজা চেরি অনেকেই বলছেন পূজাকে নিয়ে কিং খান অক্টোবরে আমেরিকা যাচ্ছেন আর এতেই শুরু হয় নতুন টানাপোড়েন যদিও এই সম্পর্কের পুরোটাই গুজব অবশ্য অপু-বুবলিকে নিয়েও গুজবই ছড়িয়েছিল শুরুতে তাই পূজা চেরির ব্যাপারটাও একদম ফেলে দেওয়া যাচ্ছে না

 

যাই হোক, এ তো গেলো হাল আমলের তিন জনপ্রিয় নায়িকার কথা এদের ছাড়াও আরো একজনের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন শাকিব খান এক্সট্রা শিল্পী হিসেবে কাজ করা রাত্রি শাকিবের প্রথম স্ত্রী কথিত আছে, এফডিসির ওপেন সিক্রেট এটি এক্সট্রা শিল্পী হিসেবেই পরিচিত সে গুজব আছে তার ঘরের ছেলে সন্তানটিও আদতে শাকিব খানেরই সন্তান

 

যাই হোক, সম্প্রতি সংবাদ মাধ্যমে শাকিব খান জানিয়েছেন তিনি বিয়ে করার জন্য এবারে মিডিয়ার বাইরের মেয়ে খুঁজছেন তার বাবা-মাও তাকে প্রেশার দিচ্ছেন বিয়ে করার জন্য

 

এতকিছুর পরে বলাই যায়, শাকিব খানের জীবনের প্রেম ও বিয়ে নামক অধ্যায়টি নাটকীয়তায় পরিপূর্ণ

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!