বহু বছর ধরে বাংলাদেশের চলচ্চিত্র জগতে রাজত্ব করছেন চিত্রনায়ক শাকিব খান। নিজেকে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলেছেন। পেয়েছেন সুপারস্টার তকমা। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি টলিউডেও নজর কেড়েছেন কিং খান। কাজ করেছেন সেখানকার একাধিক ছবিতে একাধিক নায়িকার সঙ্গে। নতুন খবর হলো, এবার নাকি ঢালিউড-টলিউড পেরিয়ে বলিউডের হিন্দি সিনেমার জগতে পা ফেলতে যাচ্ছেন শাকিব খান। টাইমস অব ইন্ডিয়ার খবর বলছে, বলিউড অভিষেকে শাকিব খানের নায়িকা হচ্ছেন শেহনাজ গিল। ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় সিনেমা তৈরি হবে। আগামী সেপ্টেম্বর থেকে বেনারসে শুরু হবে শুটিং। চলবে টানা ৩৫ দিন। হিন্দি ও বাংলা ছাড়াও তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাবে শাকিব খানের এই সিনেমা। বিশেষ সূত্রের খবর, ছবিটির নাম হতে চলেছে “সাইকোপ্যাথ”। অনেকে আবার বলছেন, শাকিব খানের নতুন এই ছবির নাম “দরদ”।
পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন
তবে এই সিনেমায় শাকিব খানের
নায়িকা হিসেবে যে শেহনাজ গিলকেই দেখা যাবে, তা
অবশ্য নিশ্চিত করে বলেনি টাইমস অব ইন্ডিয়া। প্রাচী দেশাই, নেহা শর্মা এবং জেরিন খানদের নামও উঠে এসেছে। তবে
শেহনাজ গিলের নামটি শোনা যাচ্ছে জোরেশোরে।
বাংলাদেশের সংবাদমাধ্যমে
পরিচালক অনন্য মামুন জানান, সিনেমাটি বাংলাদেশ-ভারতে একসঙ্গে
মুক্তি পাবে। চার অভিনেত্রী প্রাচী দেশাই, নেহা শর্মা,
জারিন খান ও শেহনাজ গিলের মধ্যেই কাউকে দেখা যাবে শাকিবের
বিপরীতে, তা নিশ্চিত করেন পরিচালক নিজেই। তিনি জানান যে
খুব শীঘ্রই শাকিব নিজেই জানাবেন তাঁর নয়া নায়িকার নাম। প্রসঙ্গত চার অভিনেত্রীর
মধ্যে প্রাচী দেশাই, নেহা শর্মা, জারিন খান তিনজনকেই অনেকদিবন কোনও বড় ছবিতে দেখা যায়নি। অন্যদিকে
সম্প্রতি সলমান খানের ছবিতে হিন্দি ছবিতে ডেবিউ করেছেন শেহনাজ গিল। এখন দেখার শেষ
অবধি কাকে বেছে নেন শাকিব।
২০১৫ সালে ‘শিব দি কিতাব’
এবং ‘মাঝে দি জাট্টি’ গানের মধ্য দিয়ে মডেল হিসাবে ক্যারিয়ার শুরু করেন শেহনাজ
গিল। তাকে দেখা গেছে ‘ডাকা’, ‘কালা শাহ কাল’, ‘হসলা রাখ’
এর মতন পাঞ্জাবি সিনেমাতেও। তিনি অংশ নিয়েছেন সালমান খান সঞ্চালিত ‘বিগ বস’
রিয়্যালিটি শোতেও। ‘সিলসিলা সিডনাজ কা’ নামক একটি শোতেও দেখা গেছে তাকে। যা
সিদ্ধার্থ শুকলা এবং তার প্রণয়কাহিনী নিয়ে তৈরি হয়েছিল। এছাড়া ভাইজানের ‘কিসি কা
ভাইজান কিসি কা জান’ ছবিতেও তাকে দেখা গেছে।
এদিকে, গেল ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘প্রিয়তমা’ দেশের প্রেক্ষাগৃহে দারুণ
ব্যবসা করেছে। এখন চলছে বিশ্বের বেশ কয়েকটি দেশেও। সেখানে শাকিবের বিপরীতে অভিনয়
করেছেন ওপার বাংলার ইধিকা পাল। এটি এই নায়িকার অভিষেক চলচ্চিত্র। আগামীতে বেশ
কয়েকটি বিগ বাজেটের সিনেমায় দেখা যাবে কিং খানকে।