ওপেনহাইমারে সিজিআই ব্যবহার করেন নি, তবে কি সত্যিকারের বোমা ফাটিয়েছেন নোলান? Oppenheimer

Author
0


গত বছর অর্থাৎ ২০২৩ সালের ২১শে জুলাই মুক্তি পেয়েছে ওপেনহাইমার সিনেমাটি। মুক্তির আগে থেকেই তুমুল আলোচনায় ছিল সিনেমাটি। এটি মূলত আমেরিকান পদার্থবিদ জে রবার্ট ওপেনহাইমারের বায়োপিক। ‘মেমেন্টো’, ‘প্রেসটিজ’, ‘ইন্টারস্টেলার’, ‘ইনসেপশন’, ‘ডানকার্ক’,টেনেট’-এর মতো ছবির পরে এ বার ‘ওপেনহাইমার’ নিয়ে হাজির হয়েছেন ক্রিস্টোফার নোলান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার লস অ্যালামস ল্যাবরেটরির ডিরেক্টর ছিলেন পদার্থবিদ জে রবার্ট ওপেনহাইমার। তাঁর জীবন ও ‘ম্যানহাটান প্রজেক্ট’-ই বলা চলে এই সিনেমার মূল থিম। ছবিতে দেখা যেতে চলেছে ‘ট্রিনিটি টেস্ট’-এর পারমাণবিক বিস্ফোরণের দৃশ্যও। এ দিকে নোলানের দাবি, আইম্যাক্স ক্যামেরায় শুট করা এই ছবিতে কোনও ধরনের সিজিআই ব্যবহার করেননি তিনি। তা হলে বোমা বিস্ফোরণের দৃশ্যে কি সত্যিকারের বোমাই ব্যবহার করেছেন পরিচালক?

 

পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



রিসেন্টলি এক ইন্টারভিউতে নোলান জানান, অভিনেতাদের পারফেক্ট এক্সপ্রেশন এবং সিনেমা হলে দর্শকদের অভিজ্ঞতার কথা মাথায় রেখে ছবির শুটিং করেছেন তিনি। সব দৃশ্যই যাতে রিয়েলিস্টিক লাগে, তাই সিজিআই ও ব্যবহার করেননি ছবিতে। বোমার প্রসঙ্গে প্রশ্ন করা হলে নোলান বলেন, ‘‘এটা ভেবে বেশ মজা লাগে যে দর্শক ভাবেন, বাস্তবের সঙ্গে মিল রাখতে গিয়ে আমি এতটাও বাড়াবাড়ি করে ফেলব। অবশ্য একইসাথে কিছুটা ভয়ও লাগে।’’ ঠিক কী ভাবে তা হলে বোমা বিস্ফোরণের দৃশ্যের শুটিং করেছিলেন তিনি? সেই রহস্য যদিও এখনও ফাঁস করেননি তিনি। এর আগেও তিনি এক্সট্রিম কিছু প্র্যাক্টিকাল ইফেক্টসের কাজ করেছেন সিনেমার শ্যুটিং এ। টেনেটে সত্যিকার বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন। ডানকার্কে শ্যুট করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের রিয়েল লোকেশনে। ব্যবহার করেছিলেন যুদ্ধের সময়কার ক্র্যাফটস।

 

‘ওপেনহাইমার’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ ওয়েব সিরিজ খ্যাত অভিনেতা সিলিয়ান মার্ফি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ম্যাট ড্যামন, রবার্ট ডাউনি জুনিয়র, এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পিউঘ, কেনেথ ব্রানাহ, ক্যাসি অ্যাফ্লেক, জশ হার্টনেট, বেনি সাফডি, রামি মালেকের মতো তাবড় অভিনেতারা। হলিউডের নামজাদা তারকা ছাড়াও একটি ক্যামিও চরিত্রে ‘ওপেনহাইমার’-এ দেখা যাবে নোলানের বড় মেয়ে ফ্লোরাকে। নোলান জানান, পরমাণু বোমা বিস্ফোরণের একটি দৃশ্যে অভিনয় করার জন্য হঠাৎ করেই ফ্লোরাকে প্রস্তাব দিয়েছিলেন তিনি। ফ্লোরাও রাজিও হয়ে গিয়েছিল তৎক্ষণাৎ।

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!