আলিয়ার কাছে ক্ষমা চাইলেন পরিচালক করণ জোহর | Alia Bhatt vs Karan Johar

Author
0

 


করণ জোহরের নতুন সিনেমারকি অউর রানি কি প্রেম কাহানিতে জুটি বেঁধেছেন রণবীর সিং আলিয়া ভাট এই সিনেমারতুম কেয়া মিলেগানটি রিলিজের পরপরই জয় করে নিয়েছে দর্শক হৃদয় গানটিতে কাশ্মীরের জিরো ডিগ্রি তাপমাত্রায় পাতলা ফিনফিনে শিফন শাড়ি পরতে হয়েছিল অভিনেত্রী আলিয়াকে শুটিং থেকে নিজের ইউটিউব চ্যানেলে একটি নতুন ভ্লগ প্রকাশ করেছেন আলিয়া সাত মিনিটের সে ভিডিওতে পরিচালক করণ জোহরকে আলিয়ার কাছে ক্ষমা চাইতে দেখা গিয়েছে


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন


এক প্রতিবেদনে জানা গিয়েছে, কাশ্মীরের জিরো ডিগ্রি তাপমাত্রায় আলিয়াকে পাতলা ফিনফিনে শিফন শাড়ি পরানোর জন্য আলিয়ার কাছে ক্ষমা চেয়েছেন করণ আর সেই ভিডিওটিই আলিয়া পোষ্ট করেছে সামাজিক মাধ্যমে ভিডিওটির প্রথম অংশে আলিয়াকে বলতে শোনা যাচ্ছে, এটি তার মেয়ে রাহার জন্মের পর প্রথম গানের শ্যুট ছিল। এছাড়া ভিডিওতে আলিয়াকে মেক-আপ নিতে এবং কাশ্মীরের তুষার আবৃত অঞ্চলে কলাকুশলীদের সঙ্গে শুটিংয়ের প্রস্তুতি নিতে দেখা গিয়েছে

গানের শুটিং শেষে আলিয়া করণ জোহরকে তাদের গাড়ির ভিতরে দেখা গিয়েছে এখানে করণ এবং আলিয়া গান থেকে তাদের পছন্দের শাড়ি বেছে নিয়েছেন করণ বহু রঙেরকুলফিশাড়ি এবং সবুজ রঙের একটি শাড়ি বাছাই করেন, যেখানে আলিয়া বেছে নিয়েছেন সবুজ এবং কালো শাড়ি এখানে করণকে বলতে শোনা যায়, ‘রণবীর পরেছিলেন একটি পাফার জ্যাকেটে, আর আলিয়া একটি শিফন শাড়ি আমি সত্যিই দুঃখিত এটি অন্যায় হয়েছে

 

এর আগেও একটি ইনস্টাগ্রাম পোস্টে, করণ আলিয়ার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন তিনি লেখেন, ‘আলিয়া তার সন্তান জন্মের পর এটিই তার প্রথম শ্যুট ছিল আর আমি ওকে মণীশ মালহোত্রার শিফন পরিয়ে কাঁপতে বাধ্য করেছি তাই আমি ক্ষমাপ্রার্থী

প্রসঙ্গত, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি হাত ধরেই দীর্ঘ বছর পর ফের পরিচালনায় ফিরছেন করণ জোহর। করণ জোহর জানায়, ‘রকি অউর রানি কি প্রেম কাহানীসিনেমাটি তৈরি হয়েছে সত্য ঘটনা অবলম্বনে তার বাবা তাঁকে এই গল্পটি শুনিয়েছিলেন কালক্রমে বাবার মুখে শোনা সেই গল্পকেই পর্দায় তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছিলেন করণ জোহর। সিনেমার পেছনের গল্পটা ছিলো একটু ভিন্ন। সিনেমার কাজ শুরু হওয়ার আগেই খবর পাওয়া গিয়েছিল, আলিয়া অন্তঃসত্তা আর তাই, সন্তান জন্মের আগে পর্যন্ত শ্যুটিং বন্ধ রেখেছিলেন করণ আলিয়ার সন্তান রাহাজন্মের মাসের মধ্যেই শ্যুটিং ফ্লোরে ফিরে আসেন আলিয়া মাত্র এই সময়ের মধ্যেই ওজন কমিয়ে আগের চেহারায় ফিরে গিয়েছিলেন আলিয়া পর্দায় তাঁর মা হওয়ার আগের পরের চেহারার পার্থক্য ধরা যায়নি মোটেই

২০২২ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে যায় অবশেষে, ২০২৩ এর ২৮ জুলাই বিশ্বব্যাপী রিলিজ হয় সিনেমাটি। উল্লেখ্য যে, ‘রকি অউর রানি কি প্রেম কাহানীসিনেমার মাধ্যমে করণ জোহরের পরিচালনায় প্রথমবারের মত অভিনয় করেছেন রনভির সিং সেই সাথে আলিয়া ভাটের সাথে রনভির সিং-এর দ্বিতীয় সিনেমা এটি রনভির সিং এবং আলিয়া ভাট ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমিসহ আরো অনেকে

ট্যাগ

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!