দেখুন ব্ল্যাকপিঙ্ক তারকা জি-সু প্রেম করছেন কোন কে-ড্রামা অভিনেতার সাথে! || K-Drama || Korean Actress

Author
0

 


কোরিয়ান মিডিয়ায় তাঁদের ডেটিংয়ের খবর প্রকাশ পেয়েছিল। লেখা হয়েছিল, গায়িকার বাসায় তাঁরা দেখা করছেন। সেই ডেটিংয়ের খবর ভাইরাল হয়ে যায়। তবে প্রেম নাকি গুজব, এ নিয়ে কেউই মুখ খোলেননি। অবশেষ সেই গুজবই এবার সত্যি হলো।


কে-পপ ইন্ডাস্ট্রির সবথেকে বড় গার্ল ব্যান্ডের নাম ব্ল্যাকপিঙ্ক। এই ব্যান্ডেরই অন্যতম সদস্য জিসু। তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের বেশ আগ্রহ রয়েছে। মিউজিক এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট নিশ্চিত করেছে যে ব্ল্যাকপিঙ্কের জিসু ও অভিনেতা আন বো-হিউন ডেট করছেন।


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



২৮ বছর বয়সি জিসু ও ৩৫ বছর বয়সি আহন বো-হিউন একে অপরকে জানছেন, বুঝছেন। ওয়াইজি এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে বলা হয়েছে, জিসু ও আহন ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর করছেন। একজনের প্রতি আরেকজনের রয়েছে উষ্ণ ভালোবাসা। তারা সব সময় একে অপরের প্রশংসা করেন।

 

এই ঘোষণা কে-পপ দুনিয়ায় বিরল ঘটনা। কারণ কে-পপ তারকারা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না। মাত্র এক দশক আগেও মুখপাত্র প্রতিষ্ঠানগুলো নতুন তারকাদের ডেটিং অথবা ব্যক্তিগত মোবাইল ফোন রাখার ওপর নিষেধাজ্ঞা দিত। কে-পপ তারকারা কোনো প্রেমের সম্পর্ক স্বীকার করলে একে ভক্তরা স্ক্যান্ডাল হিসেবে গণ্য করত। তবে জিসু কোনো সাধারণ কে-পপ তারকা না। বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যান্ডগুলোর একটি হলো ব্ল্যাকপিঙ্ক। এই ব্যান্ডের একেকজন সদস্যের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই ফলোয়ার আছে ৭৩ থেকে ৯৩ মিলিয়ন করে।

 

আন বো-হিউন একজন কোরিয়ান অভিনেতা এবং মডেল। যিনি ২০০৭ সাল থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। ২০১৪ সালে ‘গোল্ডেন ক্রস’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়েছিল। 'ইতাইওন ক্লাস', ‘ডিসেনড্যান্টস অফ দ্য সান’ ও 'ইয়ুমি'স সেলস'-এর মতো জনপ্রিয় ড্রামা সিরিজে অভিনয় করেছেন তিনি। তিনি একজন দক্ষ বক্সারও বটে।

 


এই দুই তারকার প্রেমের খবর নিশ্চিত হওয়ার পর থেকে ভক্তরা সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছার বন্যা বইয়ে দিচ্ছেন। কেউ কেউ মন খারাপও করেছেন। কারণ, এই অভিনেতা ও গায়িকা যে প্রেম করছেন, ঘোষণার আগে তা কোনোভাবেই ধারণা করতে পারেননি তারা। কেন পারেননি, এটাই যেন আফসোস।

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!