শুধু নায়ক হিসেবে অভিনয় করেই যে জনপ্রিয়তা পাওয়া যায়, দর্শকদের কাছে পৌঁছানো যায়, সেই ধারণাকেই যেন ভুল প্রমাণ করেছেন বেশ কিছু কমেডিয়ান বা কৌতুক অভিনেতা। ভারতের এমন কিছু কৌতুক অভিনেতা রয়েছেন যাদের আয় অনেক নামকরা অভিনেতার চেয়েও বেশি। কৌতুক অভিনেতা হিসেবে জনপ্রিতার শিখরে পৌঁছেছেন জনি লিভার, কপিল শর্মা, রাজপাল যাদবের মতো শিল্পীরা। এ পর্যন্ত এসে অনেকেই মনে করতে পারেন এদের মাঝে কেউই হবেন সবচেয়ে ধনী কমেডিয়ান। কিন্তু এরা কেওই কিন্তু শীর্ষ ধনী কৌতুক অভিনেতা নন। তাহলে কে?
পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন
সম্পত্তির নিরিখে তাদের পেছনে ফেলে দিয়েছেন কন্নেগন্তি ব্রহ্মানন্দম। মূলত দক্ষিণী চলচ্চিত্রে অভিনয় করেন ব্রহ্মানন্দম। দীর্ঘ ক্যারিয়ারে এক হাজারের বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন ৬৭ বছর বয়সী এই অভিনেতা। এক রিপোর্ট অনুযায়ী, ব্রহ্মানন্দমের মোট সম্পদের মূল্য ৪৯০ কোটির কাছাকাছি। তার মাসিক আয় দুই কোটি টাকা। সম্পত্তির নিরিখে কপিল শর্মা, জনি লিভার কিংবা ভারতী সিংও এই অভিনেতার থেকে অনেকটা পিছিয়ে। জানা গেছে, একেকটি সিনেমার জন্য এক থেকে দুই কোটি টাকা পারিশ্রমিক নেন ব্রহ্মানন্দম। বিজ্ঞাপনের জন্য নেন এক কোটি টাকা। অডি, মার্সেডিজ বেঞ্জের মতো একাধিক গাড়ি আছে ব্রহ্মানন্দের।
এ ছাড়াও রয়েছে কোটি কোটি টাকার জমি। হায়দরাবাদে জুবিলি হিলে বিশাল একটা বাংলো আছে তার। ছেলেবেলায় অর্থকষ্টে ভুগতে হয়েছিল অভিনেতাকে। সে কারণেই আজীবন কাজ করে গেছেন ব্রহ্মানন্দম। দর্শকপ্রিয়তায় নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। তিনি ভারতের একাধিক ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। অন্ধ্র ইউনিভার্সিটি থেকে MA করেন ব্রহ্মানন্দম। এরপর তেলুগু বিষয়ে অধ্যাপনা করেন। ১৯৮৫ সালের ১ ফেব্রুয়ারি সিনে দুনিয়ায় পা রাখেন। দক্ষিণী ইন্ডাস্ট্রির এমন কোনও সুপারস্টার নেই, যাঁর সঙ্গে কাজ করেননি ব্রহ্মানন্দম। আজও তিনি নতুন শিল্পীর মতো সেটে সবার সঙ্গে মেশেন। জনি লিভারও তাঁকে কমেডির ব্রহ্মা বলে সম্বোধন করতে বাধ্য হন। তার পরিবারের স্ত্রী ও দুই ছেলে রয়েছে।
সুদীর্ঘ অভিনয় জীবনে এক হাজারের বেশি চলচ্চিত্রে অভিনয় করার জন্য ২০০৭ সালে গিনেস বিশ্ব রেকর্ডে জায়গা করে নিয়েছেন। ২০০৯ সালে ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য ভারতের তৃতীয় বৃহত্তম বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কার লাভ করেন ব্রহ্মানন্দম। পর্দায় ব্রহ্মানন্দমের উপস্থিতি হাসির খোরাক হয়নি, এমন দর্শক খুঁজে পাওয়াও দুষ্কর! এখনো অভিনয় জীবনে আগের মতোই প্রাণবন্ত এই অভিনেতা। তবে ব্রহ্মানন্দনের পরেই রয়েছে দ্য কপিল শর্মা শো খ্যাত কপিল শর্মা। টিভি শো এবং বলিউড ছবিতে অভিনয় করে তিনি বেশ বড় পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। আজ তার মোট সম্পদ রয়েছে ৩০০ কোটি টাকার। কপিল শর্মার পরই তৃতীয় স্থানে রয়েছেন জনি লিভার। তার মোট সম্পদ রয়েছে ২২৫ কোটি টাকার। এছাড়া ৯৩ কোটি টাকা নিয়ে ধনীদের এই তালিকায় চার নম্বরে আছেন পরেশ রাওয়াল। ৫০ কোটি টাকা নিয়ে পাঁচ নম্বরে আছেন রাজপাল যাদব। কমেডিয়ান জাকির খানও তালিকায় আছেন ২৫ কোটি টাকা নিয়ে। এছাড়াও স্ট্যান্ড আপ এবং টিভি শো কমেডিয়ান ভারতী সিং এর নামও রয়েছে ধনী কৌতুক অভিনেতার তালিকায়। তার সম্পদ রয়েছে ২৩ কোটি টাকার।