টিভি নাটকে নতুন নায়িকাদের আদিক্য || Glamour Media Stars || Drama Heroine || BD Actress || BD Natok

Author
0

 


প্রজন্মের অভিনয়শিল্পীদের মধ্যে প্রথমেই আসে মেহজাবীনের নাম লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তার পথচলা শুরু নাটক, মডেলিং ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি পরিচালক দর্শকদের কাছে তার জনপ্রিয়তা এক নম্বরেবড় ছেলেমেহজাবীনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত নাটক। তানজিন তিশা এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অনেকটাই এগিয়ে আছেন টিভি নাটকের ব্যস্ত তারকা অভিনেতা অপূর্ব আফরান নিশোর বিপরীতে তাকে বেশি দেখা যায় অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে মডেল হওয়ার মাধ্যমে তিনি তিনি প্রথম পর্দায় আসেন ইউটার্ন’, ‘আপন কথা’, ‘ময়না টিয়াকাঠ গোলাপের বসন্ততার আলোচিত নাটক


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন


 

টিভি নাটকের অভিনয়শিল্পীদের আরেক জনপ্রিয় নাম সাবিলা নূর বিশেষ করে, ঈদে রেকর্ড সংখ্যক নাটকে তার উপস্থিতি লক্ষ্য করার মতো অভিনেতা অপূর্বর বিপরীতে এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে সাবিলা নূরকে বেশি দেখা যায় সাবিলার প্রথম অভিনীত নাটকইউ টার্ন এছাড়াওরোদ বৃষ্টি অথবা অন্যকিছু’, ‘শত ডানার প্রজাপতি’, ‘জোনাকির আলোঅপরাজিতা তুমিতার ক্যারিয়ারে উল্লেখযোগ্য নাটক বহুল আলোচিত জনপ্রিয় সিরিজব্যাচেলর পয়েন্ট সাবিলা অভিনয় করেছেন

 

জনপ্রিয় মডেল অভিনেতা নীলয়ের বিপরীতে জান্নাতুল সুমাইয়া হিমিকে অনেক নাটকে দেখা গেছে সাবলীল অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন তিনিরেশমি চুড়ি’, ‘বিয়ের পরীক্ষা’, ‘রাগী প্রেমিকা’, ‘নায়িকা প্রীতি’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘মুখোমুখিএকটি শর্ত আছেহিমির জনপ্রিয় নাটক এছাড়াও ৫০ টিরও বেশি নাটকে অভিনয় করেছে হিমি

 

ব্যস্ত মডেল অভিনেত্রীদের মধ্যে আরেকজন অচ্ছেন সাফা কবিরঅলটাইম দৌড়ের ওপরটেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে তার অভিষেক আফরান নিশো অপূর্বের সঙ্গে বেশ কয়েকটি নাটক করেছেন তিনি সাফা কবিরের আলোচিত নাটকের তালিকায় আছে—‘ভাই কিছু বলতে চায়’, ‘ফাহিম দ্য গ্রেট ফাজিল’, ‘ভাইরাল ভাইরাস’, ‘মিলিয়নিনার ফ্রম বরিশালমেয়েটার ছেলেটা আলোচিত ওয়েবফিল্মবলিতে অভিনয় করেছেন তিনি

 

টিভি নাটক সিনেমায় অভিনয় করে বেশ সাড়া পেয়েছে অর্চিতা স্পর্শিয়া নাটকেও তার সরব উপস্থিতি স্পর্শিয়া তাঁর অভিনয় জীবন শুরু করেছেনপ্যারাসুটতেলের বিজ্ঞাপনের অভিনয় করে পরবর্তিতে ধারাবাহিক নাটক টেলিফিল্মে অভিনয় করে নিজের অবস্থান গড়েছেনরোদ’, ‘ওয়ারিশনামা’, ‘উজান গাঙের নাইয়া’, ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে’, ‘জরি কিংবা মিনুর গল্পতার জনপ্রিয় নাটক ২০১৯ সালে মুক্তিপ্রাপ্তকাঠবিড়ালীসিনেমায় অভিনয় করে সকলের প্রশংসা পেয়েছেন তিনি

 


টিভি নাটকে প্রতিনিয়ত আসছে নতুন মুখ মেধা, প্রচেষ্টা অভিনয় দিয়ে উজ্জ্বল হচ্ছেন শোবিজের আকাশে তাদের মধ্যে একজন তাসনিয়া ফারিন নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ ওয়েব ফিল্মে নিয়মিতই দেখা যাচ্ছে তাকে ২০১৭ সালেআমরা আবার ফিরবো কবেনাটকে অভিনয় করে ছোট পর্দায় তার অভিষেক হয় মোস্তফা সরোয়ার ফারুকীর পরিচালনায় ওয়েব সিরিজলেডিস এন্ড জেন্টলম্যান’- সাবলীল অভিনয় করে সবার দৃষ্টি কাড়েন তিনিনেটওয়ার্কের বাইরে’, ‘সিন্ডিকেটএই দুই ওয়েব সিরিজে দেখা গিয়েছে ফারিনকে।  ছাড়াও কেয়া পায়েল, নাদিয়া নদী, সামিরা খান মাহি, নাবিলা ইসলাম, নাদিয়া মিম, মিম মানতাশা এবং তাসনোভা তিশাসহ আরও বেশ কয়েকজন নতুন প্রজন্মের অভিনয়শিল্পী টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!