ভালো নেই অমিতাভ | Amitabh Bachchan

Author
0


একে বলে গোদের উপর বিষফোঁড়া, থুরি ফোঁড়া নয় ফোস্কা! হ্যাঁ, অমিতাভের পায়ের পাতার নীচে ক্যালাসের ভিতর ফোস্কা পড়েছে, এর জেরে অসহ্য যন্ত্রণায় ভুগছেন বিগ বি পায়ের পাতা মাটিতে ফেলতে পারছেন না, কার্যত তাঁর হাঁটাচলা বন্ধ নিজের ব্লগে এই হেলথ আপটেড শেয়ার করেছেন বলিউড শাহেনশাহ। সময়টা একদম ভালো যাচ্ছে না অমিতাভের চলতি মাসের গোড়ার দিকেই হায়দরাবাদেপ্রোজেক্ট কে’- শ্যুটিং পাঁজরের কার্টিলেজ ভাঙেন অমিতাভ চোট সারতে বেশ সময় লাগবে আগেই জানিয়েছিলেন অভিনেতা, চোট সঙ্গে নিয়েই ব্লগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্যানেদের সঙ্গে যোগাযোগ রাখছেন বিগ বি অমিতাভ তাঁর সাম্প্রতিক ব্লগে জানিয়েছেন, পাঁজরের চোট খুব বেশিই ভোগাচ্ছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে তার উপর নতুন সমস্যা দেখা দিয়েছে শরীরে, এর জন্যও অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তারকার কথায়, তাঁর পায়ের পাতার ক্যালাসের নীচে ফোস্কা পড়েছে

 

পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



ক্যালাস কীপায়ের পাতা বা হাতের তালুর চামড়ার রুক্ষ্ম শুষ্ক অংশ, যা অনেকখানি কড়ার মতোই দেখতে হয় তবে আকারে কড়ার চেয়ে সামান্য বড় এটি কোনও জটিল সমস্যা নয়, তবে অনেকক্ষেত্রে যন্ত্রণাদায়ক হতে পারে অমিতাভের ক্ষেত্রে এই ক্যালাসের ভিতরে ফোস্কা তৈরি হয়েছে, এর জেরে কষ্ট পাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা তিনি লিখেছেন, ‘চিকিৎসদের ডাক পড়েছিল, তাঁরা এসে ফোস্কাটি দেখেছেন, এবং প্রয়োজনীয় চিকিৎসা সেরেছেন

 

দুর্ঘটনার পর শ্বাস নিতে অসুবিধা হচ্ছে তাঁর খুব ব্যথা হচ্ছে নড়াচড়া করতেও অসুবিধা হচ্ছে তাঁকে ব্যাথার ওষুধ দেওয়া হয়েছে পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে বলে জানান চিকিৎসকেরা

শ্যুটিং-এর কাজ বন্ধ করা হয়েছে জানা যায়, তিনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সিনেমা বা শ্যুটিং সংক্রান্ত কোনও কাজ হবে না। এইযন্ত্রণাদায়কপরিস্থিতি খুব জলদি কাটিয়ে উঠবেন তিনি, আত্মবিশ্বাসী বচ্চন প্রভাস দীপিকার পাড়ুকোন অভিনীত ছবিপ্রোজেক্ট কে এই ছবির অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়েই বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গিয়েছে অমিতাভের গত ৬ই মার্চ অমিতাভের এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় চোট পাওয়ার পর হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অমিতাভকে, সেখানে চিকিৎসার পর মুম্বইয়ে ফেরেন অভিনেতা আপতত সম্পূর্ণ বিশ্রামে তিনি বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের চোটের খবরে হতাশ অনুরাগীরা সকলেই তাঁর সুস্থতার কামনা করছেন

 

কিছু দিন আগে নেটপাড়ায় রটে যায়, অমিতাভ বচ্চন নাকি গ্রেফতার হয়েছেন! অভিনেতা নিজেই খবর সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন। বিগ বি তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সেই ছবি দেখার পরেই ছড়ায় গুজব কারণ ওই ছবিতে বচ্চনকে দেখা যায় মুম্বাই পুলিশের একটি জিপের পাশে দাঁড়িয়ে থাকতে তার মাথা ঝুঁকে রয়েছে ছবির ক্যাপশনে অমিতাভ লিখেছেন— ‘গ্রেফতার হলাম!’

আসলে অমিতাভ গ্রেফতার হননি সম্প্রতি বিনা হেলমেটে বাইক সফরের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ার পর সমালোচিত হন অমিতাভ বিষয়টি নিয়ে মুম্বাই পুলিশের ট্র্যাফিক শাখার পক্ষ থেকে অমিতাভ বচ্চন'কে জরিমানাও করা হয়েছে। পরে অমিতাভ তার ব্লগে, সাফাই দিতে জানান যে, পুরো বিষয়টিই নিছক মজার ছলে করা হয়েছিল ছবির শুটিং ফ্লোরে নিরাপত্তাকর্মীদের উপস্থিতিতে ছবিটি তোলা হয়েছিল এবারে সেই 'ঠাট্টা' কে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন অভিনেতা।  মুহূর্তে ঋভু দাশগুপ্ত পরিচালিতসেকশন এইট্টি ফোরছবির শুটিং করছেন অমিতাভ তার ফাঁকেই ছবিটি তোলা হয়েছে

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!