বলিউডের চেনা মুখ ইলিয়ানা ডিক্রুজ (ileana d'cruz)। বারফি, রুস্তম, রেইড, বাদশাহো এবং বেশ কয়েকটা মুভিতে অভিনয় করেছেন তিনি। রাণবীর কাপর, অক্ষয় কুমার, অজয় দেবগানের মতো তাবড় তাবড় সব অভিনেতাদের সাথে অভিনয় করে নজর কেরেছেন ভক্ত এবং অনুরাগীদের। সেই ইলিয়ানা ডিক্রুজ এবার নতুন কিছুর ঘোষণা দিলেন। কোনো সিনেমার প্রচার নয়। মা হতে চলছেন বলিউড এই অভিনেত্রী। গত ১৮ই এপ্রিল, ২০২৩ সবাইকে চমকে দিয়ে নিজেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন। নিজের বেবিবাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে সেটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। সেই সাথে নেটিজেনরা প্রশ্ন করতে শুরু করেন, "সন্তানের বাবা কে?"
পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন
নেটিজেনদের কটাক্ষের কোনো তোয়াক্কা না করেই সে ফের এক ছবি পোস্ট করেন তার ইন্সটাগ্রাম প্রোফাইলে ছবিতে দেখা যায়, এক পুরুষ হাতের ওপর হাত রেখে আছে ইলিয়ানা। দুজনেরই অনামিকা আঙুলে জ্বলজ্বল করছে আংটি। এ দেখে সকলের প্রশ্ন, "কে এই মিষ্ট্রি ম্যান?"
গুঞ্জন শোনা যায়, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মাইকেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইলিয়ানা। তবে এ নিয়ে তাদের কারো মাঝেই কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। বরং ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায় তারা সমুদ্র সৈকতে "বেবি মুন" এনজয় করছেন।
এমনিতেই ইলিয়ানার সন্তানের বাবার খোঁজ পেতে নেটিজেনদেন কল্পনা জল্পনার শেষ শেষ নেই। তারওপর এমন সব ছবি প্রকাশ করে কিসের ইঙ্গিত দিতে চাচ্ছেন ইলিয়ানা। দুজনের আঙুলে আংটি দেখে অনেকেই ভাবছেন, অভিনেত্রী হয়তো বাগদান করে নিয়েছে। তবে এখানেও ধোঁয়াশাই রয়ে গেলো।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সাথে একটি ছবি পোস্ট করে এই অভিনেত্রী। ছবিতে চেহারা স্পষ্ট দেখা না গেলেও স্পষ্ট একটি ক্যাপশন ঠিকই দেখা যায়। ক্যাপশনে ইলিয়ানা লিখেছেন, "গর্ভবতী হওয়াটা খুব সুন্দর একটা আশীর্বাদ। আমি ভাবিনি যে এমন অভিজ্ঞতা অর্জন করতে পারব। তাই এই যাত্রায় নিজেকে অসম্ভব সৌভাগ্যবতী মনে হচ্ছে।"
তিনি আরও লেখেন, "ভেতরে বেড়ে ওঠা একটা জীবন অনুভব করা কতটা সুন্দর, তা বর্ণনা করাও সম্ভব না। বেশিরভাগ দিনই আমি আমার বাম্পের দিকে তাকিয়ে থাকি আর বলি শিগগিরই তোমাকে দেখতে পাব। হয়তো সামনে এমন কিছু দিন আসবে, যে দিনগুলো খুবই কঠিন হবে।"
ইলিয়ানা আরও লেখেন, "এই ভাবনা থেকেই চোখে পানি আসে, তারপর অপরাধবোধ হয়। আমার মাথার ভেতর যে কণ্ঠস্বর শুনতে পাই, তা হতাশাজনক। কিন্তু আমার কৃতজ্ঞ হওয়া উচিত, এত তুচ্ছ ব্যাপার নিয়ে কান্নাকাটি করা উচিত নয়। আমার আরও শক্ত হওয়া উচিত। যদি আমি যথেষ্ট শক্ত না হই তাহলে কেমন মা হবো! আমি জানি না। আমি সত্যিই জানি না। আমি শুধু এটুকুই জানি যে আমি এই ছোট্ট মানুষটাকে খুব ভালোবাসি, আমি হয়তো ভেঙে পড়তে পারি, তবে এখনকার জন্য আমার মনে হয় এইটুকুই যথেষ্ট।"
প্রেমিক সম্পর্কে ইলিয়ানা বলেন, "আর যেসব দিনগুলোতে আমি ভুলে যাই যে, আমার নিজের প্রতি সদয় হওয়া উচিত, সেসব দিন আমার সুন্দর মানুষটা আমার সহযোগী হয়ে ওঠে। যখন আমি ভেঙে পড়ি তখন সে আমাকে শক্ত করে আর চোখের পানি মুছে দেয়। আমাকে হাসিয়ে তোলে, মাতিয়ে তোলে। কখনো জড়িয়ে ধরে যখন সে জানে যে সেই মুহূর্তে আমার ঠিক এটাই দরকার। কিছুই তখন আর কঠিন বলে মনে হয় না।"
বছর কয়েক আগে অস্ট্রেলিয়ার বাসিন্দা অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ। তাকে একাধিক বার ‘স্বামী’ বলেও উল্লেখ করেছেন ইলিয়ানা। ২০১৯ সালে তাদের সম্পর্কে ফাটল ধরে। তারপর থেকে নিজের প্রেমজীবন নিয়ে নীরবই থেকেছেন অভিনেত্রী। সম্প্রতি ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ানের সঙ্গে নাম জড়ায় তার। একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গেছে এই যুগলকে। তবে কি ইলিয়ানার সন্তানের বাবা ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ানই? নাকি সাগরপারের রহস্যময় পুরুষ অন্য কেউ? নিজের প্রেমিককে কবে প্রকাশ্যে আনবেন অভিনেত্রী, এখন সেটাই দেখার বিষয়।