প্রফেশন বদলে সাফল্যের দেখা পেয়েছেন যেসব ক্রিকেটার || Successful Cricketers Turned Professionals

Author
0


বর্তমান এবং পূর্বের অনেক ক্রিকেটারই ক্রিকেটে নাম-যশ-খ্যাতি পাওয়ার আগে নানাবিধ পেশায় নিয়োজিত ছিলেন। কেউ কেউ আবার সেসব পেশায় সাফল্যও পেয়েছেন। এ তালিকা বেশ দীর্ঘই বটে। ভাবতে অবাকই লাগে জীবনের পথচলায় এদের কেউ ছিলেন ডাক্তার, কেউবা শিক্ষক, কেউ টিকিট চেকার, আবার কেউ ট্রাক ড্রাইভার। চলুন তাহলে সেসব খেলোয়াড়দের সম্পর্কে একনজরে জেনে নিই, যারা ক্রিকেটার হওয়ার পূর্বে অন্য পেশায় নিয়োজিত ছিলেন।


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



টিচার 

অনেক ক্রিকেটার ক্লাসরুম এবং ড্রেসিংরুমের মধ্যে কী নিখুঁত সমন্বয় করতে পারতেন তা বলার অপেক্ষা রাখে না। প্রাক্তন দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার বিল উডফুল এবং পল শ্যাহান ছিলেন তেমনই দুজন ক্রীড়া ব্যক্তিত্ব। ১৯৩২-৩৩ সালের ঐতিহাসিক বডিলাইন সিরিজের অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন ছিলেন ব্যাটসম্যান বিল উডফুল। তিনি ক্রিকেট খেলার পাশাপাশি মেলবোর্ন হাই স্কুলের গণিত শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি ঐ স্কুলের প্রধান শিক্ষক পদে দীর্ঘদিন সাফল্যের সাথেই তার শিক্ষকতা পেশা চালিয়ে যান।


মেলবোর্ন হাই স্কুলের খানিক দূরেই মেলবোর্ন গ্রামার স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ার টেস্ট ব্যাটসম্যান পল শ্যাহান। তিনি ২০০৯ সাল পর্যন্ত ঐ স্কুলে প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। বর্তমানে তিনি মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।


পুলিশ কর্মকর্তা 

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দুজন প্রাক্তন ক্রিকেটার বেশ সুনামের সাথেই পুলিশের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সারা দুনিয়ার ব্যাটসম্যানদের ত্রাস বোলার শেন বন্ড তার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি সেসময় যে প্রশিক্ষণ পেয়েছিলেন তা পরবর্তীতে তার ক্রিকেট কর্মজীবনেও ব্যাপক প্রভাব ফেলেছিল।

অত্যন্ত সুপরিচিত ক্রিকেটার ও প্রাক্তন ভারতীয় বোলিং কোচ জো ডয়েস অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ডানহাতি পেস বোলার হিসেবে কুইন্সল্যান্ড বুলস দলের হয়ে তার ক্রিকেটজীবন শুরু করেন। কিন্তু তার আগে থেকেই তিনি আট বছর অস্ট্রেলিয়ার পুলিশ বিভাগে গোয়েন্দা অফিসার হিসেবে কর্মরত ছিলেন।


ডাক্তার 

ক্রিকেটারের সাথে ডাক্তার হিসেবে পেশাজীবন শুরু করা এমন ক্রীড়া ব্যক্তিদের ক্ষেত্রে যে নামটি প্রথমে আসে তিনি আর কেউ নন, স্বনামধন্য ইংলিশ ক্রিকেটার ও বিখ্যাত ডাক্তার ডব্লিউ. জি. গ্রেস; ক্রিকেট মাঠেও ‘দ্য ডক্টর’ নামেই যিনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন।

অস্ট্রেলিয়ার বিখ্যাত অলরাউন্ডার মন্টি নোবল ছিলেন একজন দাতের ডাক্তার। ১৯০৯ সালে তিনি হয়েছিলেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্যাপ্টেন। জাতীয় দলের প্রতিনিধি হিসেবে চারবার ইংল্যান্ড সফর করেছেন।


রেলওয়ের টিকিট চেকার 

রেলওয়ের টিকিট চেকার হিসেবে যার নামটি আসে, তিনি হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রেলের টিকিট পরীক্ষক হিসেবে তার প্রথম পেশা জীবনে পা রাখেন ধোনি। পরবর্তীতে ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য চাকরি হতে অব্যাহতি নেন।


গাড়িচালক

নিউজিল্যান্ডের হয়ে প্রথম ১০০ টেস্ট উইকেট নেয়া বোলার ডিক ম্যাটজ ক্রিকেটারের পাশাপাশি ট্যাক্সিচালক হিসেব জীবিকা নির্বাহ করতেন। কারণ সেসময় নিউজিল্যান্ডের খেলোয়াড়রা ক্রিকেটকে পেশা হিসেবে নেয়ার কথা কল্পনাও করতে পারতেন না। একবার পাকিস্তান দল নিউজিল্যান্ডে খেলতে গিয়েছে। ক্রিকেট ম্যাচ কভার করার জন্য কমার আহমেদ নামের এক পাকিস্তানি সাংবাদিক দলের সাথে সেই সফরে গিয়েছিলেন। তিনি হোটেল থেকে স্টেডিয়ামে যাতায়াতের জন্য একটি ট্যাক্সি ঠিক করলেন। ট্যাক্সিতে ওঠার সময় তিনি খেয়াল করেননি ট্যাক্সিচালকের মুখ। কিন্তু স্টেডিয়ামে পৌঁছে যেই ট্যাক্সির বিল পরিশোধ করতে যাবেন তখন তিনি সেই ট্যাক্সি চালককে দেখে তাজ্জব বনে যান। তার সেই ট্যাক্সি চালক আর কেউ নন, নিউজিল্যান্ডের বোলার ডিক ম্যাটজ।


ডিক ম্যাটজের মতোই আরেকজন খেলোয়াড় গাড়ি চালাতেন। তাবে তিনি চালাতেন ট্রাক। তিনি অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক ফাস্ট বোলার মিচেল জনসন। তার বোলিং দক্ষতা বিপক্ষ দলের ব্যাটিং লাইনে কাঁপন ধরায়। তিনি ট্রাকে বিভিন্ন প্লাম্বিংয়ের জিনিসপত্র আনা-নেওয়া করতেন। সারাদিন কাজের শেষে নিয়মিত ট্রেনিং জারি রাখতেন মিচেল।


অন্যান্য স্পোর্টস

অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেটার ইয়ান চ্যাপেল একজন বেসবল খেলোয়াড় হিসেবে তার পেশাজীবন শুরু করেছিলেন। বেসবল প্লেয়ার হিসেবে অস্ট্রেলিয়ার জাতীয় দলেও ডাক পান তিনি। কিন্তু পরবর্তীতে বেসবল ছেড়ে ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন।

এ বি ডি ভিলিয়ার্সও তেমনি এক ক্রিকেটার যিনি ক্রিকেটের পরিবর্তে রাগবী ও ব্যাডমিন্টনকে বেশি প্রাধান্য দিতেন। এমনকি জাতীয় দলের হয়ে জুনিয়র পর্যায়ের ফুটবল এবং হকিতেও প্রতিনিধিত্ব করেছেন তিনি।

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!