সানি লিয়ন স্বামির প্রতি কৃতজ্ঞ | Sunny Leone Husband

Author
0

 


"সানি লিওন" একটি মাত্র নাম। এই নামটি শোনা মাত্রই কারো কারো ঠোঁটে অদ্ভুত এক মিটিমিটি হাসি ফুঁটে ওঠে। কেউবা লজ্জায় মুখ লুকায়। ছোট থেকে বড় প্রায় সকলেই এই নামটির সাথে পরিচিত। আপনি যদি না চিনে থাকেন, তবে আসুন পরিচয় করিয়ে দিচ্ছি। ১৯৮১ সালের ১৩ ই মে কানাডার অন্টারিওর সারনিয়াতে এক শিখ পরিবারে জন্ম নেন, "করেনজিত কৌর ভোহরা"। নামটি শুনে অনেকেই চিনতে না পারলেও এই করেনজিতই পরবর্তীতে সানি লিয়ন নামে সবার কাছে পরিচিতি পায়। আশপাশের পরিস্থিতি, পারিবারিক অস্বচ্ছতা থেকেই নিষিদ্ধ জগতে সানির পদার্পণ। সেখান থেকে পরিচয় হয় "ড্যানিয়েল ওয়েবার" এর সাথে। দুজনের মতে বিয়েও হয় তাদের।


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



তবে ২০১২ সালে ভারতীয় চলচিত্র "জিস্ম টু" করার ডাক পায় সানি। যদিও সে এটা কখনো কল্পনাও করেননি যে এত বড় সুযোগ তিনি পাবেন! প্রথমদিকে দ্বিধায় থাকলেও পরবর্তীতে সানি তার সাহস দেখিয়েছেন। দেখিয়েছেন অভিনয়ে সে কতটা দক্ষ্য। তারপর সে এগিয়েই গেছেন কেবল। পেছনের ফেলে আসা সবকিছুই যেন সে উড়িয়ে দিলো এক তুড়িতে। দর্শকরা নতুন করে চিনলো সানি লিয়নকে। একের পর এক হিট আইটেম সং, মুভি উপহার দিয়ে মন কারছেন ভক্ত এবং অনুরাগীদের।

সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ঢাক আসে  বলিউড এই অভিনেত্রীর। এবারই প্রথমবারের মতো এই মঞ্চে অভিষেক ঘটে তার। জীবনের এই স্মরনীয় মুহূর্তটি নিয়ে বেশ আবেগী হয়ে যান সানি। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে স্বামী ড্যানিয়েল ওয়েভারকে ধন্যবাদ জানায়। পোষ্টের ক্যাপশনে তিনি লেখেন, "আমার সবচেয়ে খারাপ সময়ে ঈশ্বর তোমাকে আমার জীবনে পাঠান। সেই সময় তুমি আক্ষরিক অর্থেই আমার জীবন বাঁচিয়েছিলে এবং সেই থেকে তুমি আমার পাশে রয়েছ।"

সানি আরো লেখেন, "একসঙ্গে ১৫ বছর! তোমাকে ছাড়া কান ফেস্টিভ্যালের এই মুহূর্ত কোনোভাবেই সম্ভব হত না। আমাকে এগিয়ে নিয়ে যেতে এবং আমার স্বপ্নকে লক্ষ্যে পরিণত করতে সাহায্য করার জন্য তোমার ক্রমাগত লড়াই সত্যিই অন্য পর্যায়ে নিঃস্বার্থ। আমি তোমাকে ভালোবাসি এবং ধন্যবাদ।"



ভিডিওতে দেখা যায়, কানের রেড কার্পেটে ফটোগ্রাফাররদের ক্যামেরায় বিভিন্ন পোজ দিচ্ছেন সানি লিওন। ধরে রয়েছেন স্বামীর হাত। সবশেষে একে অপরকে চুম্বন করলেন, আঁকলেন ভালোবাসার স্পর্শ, ভরসার স্পর্শ।

স্বামী-স্ত্রীর এই ভালোবাসা নজর এড়ায়নি ভক্তদের। সকলেই তাদেরকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। সেই সাথে পোষ্টটিতে  কমেন্ট করেন সানির স্বামী ড্যানিয়েলও। তিনি লিখেছেন, "তুমি যা জয় করেছ সবটাই তুমি নিজে অর্জন করেছ। সঙ্গে আমি থাকি বা না থাকি। আমিও তোমাকে ভালোবাসি। এবং এটা সবে শুরু।"

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!