শাহরুখ খানের স্বপ্নের বাড়ি 'মান্নাতে'র পেছনের রহস্য জানলে আপনার মাথা ঘুরে যাবে || Shah Rukh Khan || SRK || Mannat

Author
0

 


বলিউড বাদশাহ শাহরুখ খানের ভালোবাসার বাড়ি ‘মান্নাত’। কিং খানের স্ত্রী গৌরী খানও মান্নাতকে খুব ভালোবাসেন। গৌরীকে জন্মদিনে মান্নাত উপহার দিয়েছিলেন শাহরুখ। কিন্তু সেই মান্নাতের (Mannat) মাসিক বিদ্যুৎ বিল কত আসে জানেন? জানলে আপনার মাথা ঘুরে যাবে।


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



প্রায় ২৫ বছর ধরে বলিউডে কাজ করে যাচ্ছেন শাহরুখ খান। তার অসামান্য অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন আপামর জনসাধারণের হৃদয়। মানুষও তাকে ভালবেসে বলিউডের বাদশাহর মুকুটটি পরিয়ে দিয়েছে। শুধু তা-ই নয়, শাহরুখ খানকে বলা হয়ে থাকে বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা।

কিং খান সপরিবারে বসবাস করেন মুম্বাইয়ের বান্দ্রা শহরের পশ্চিমদিকে অন্যতম একটি বিলাসবহুল বাড়িতে। আরব সাগরের কিছু দূরেই দাঁড়িয়ে রয়েছে এই বিলাসবহুল ও রাজকীয় ছয়তলা বিল্ডিং, যার নাম মান্নাত। এই মান্নাতই হচ্ছে বলিউড বাদশাহের সেই রাজকীয় আবাস্থল। এই বাড়িটি অবশ্য কিং খানের নিজ তত্ত্বাবধানে বানানো নয়, তিনি ২০০১ সালে বাড়িটিকে কিনে নিয়েছিলেন ‘নারিমান দুবাস’ নামক একজন গুজরাটি ব্যক্তির কাছ থেকে। তবে এই বাড়িটি কেনার জন্য শাহরুখকে বেশ বেগ পেতে হয়েছিল। বহু চেষ্টা ও অনুরোধের পর অবশেষে নারিমান দুবাস রাজি হয়েছিলেন বাড়িটি বিক্রি করতে। কিং খান সেই সময় বাড়িটি কিনেছিলেন ১৩.৩২ কোটি রুপির বিনিময়ে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২০০ কোটি রুপি। কেনার সময় বাড়িটির নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। পরবর্তীতে কিং খান নাম পরিবর্তন করে রাখেন ‘মান্নাত’।

 


মূল্যমানের দিক দিয়ে ভারতে এই বাড়িটির অবস্থান তৃতীয় এবং সমগ্র বিশ্বের শীর্ষ ১০ বাড়ির তালিকায় রয়েছে মান্নাতের নাম। জেনে অবাক হবেন যে, ভারতের কিংবদন্তী নায়ক অমিতাভ বচ্চনের বাড়ি ‘প্রতীক্ষা’র চেয়েও মান্নাতের বাজারদর অনেকটা বেশি।

এই বাড়িটির নাম মান্নাত রাখার পেছনে রয়েছে একটি ছোট্ট গল্প। অনেকদিন যাবতই কিং খানের ইচ্ছে ছিল এই বাড়িটি কেনার, কিন্তু সবমিলিয়ে ঠিক হয়ে উঠছিল না। যখন তিনি বাড়িটি কেনার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত, মনে মনে নতুন বাড়ির জন্য একটা নামও ঠিক করে ফেললেন- জান্নাত। বাড়িটি কেনার পরপরই তার সাফল্য বহুগুণে বেড়ে গেল। তার সকল ইচ্ছে পূরণ হতে শুরু করল, ক্যারিয়ারেও আগের চেয়েও অনেক বেশি নাম কুড়াতে লাগলেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে শাহরুখ খান তার মন বদলে ফেললেন, জান্নাতের জায়গায় বাড়িটির নাম দিলেন মান্নাত।

 


৬ তলা এই বাড়িটিতে রয়েছে দারুণ ইটালিয়ান স্থাপত্যের ছোঁয়া, রয়েছে আধুনিক সব জিনিসপত্র ও সৌখিন সামগ্রীর উপস্থিতি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছে সেইসব নয়নাভিরাম জিনিসপত্র। বাড়িতে রয়েছে দুইটি লিভিং রুম এবং দুটি ফ্লোরই লিফট দ্বারা সংযুক্ত। এছাড়া রয়েছে ড্রয়িং রুম, বেড রুম, ডাইনিং রুম, প্রেয়ার রুম, কিচেন, লাইব্রেরী, প্রাইভেট বার, ইন্টারটেইনমেন্ট রুম, গেস্ট রুম, জিম, কিং খানের স্টুডিও ও অফিস।

বিলাসবহুল ও দৃষ্টিনন্দন এই বাড়িটির বাইরের দেয়ালে শ্বেত মার্বেলের ব্যবহার এনে দিয়েছে এক রাজকীয় ভাব। বাড়ির জানালাগুলো তৈরি হয়েছে ফ্রেঞ্চ গ্লাস দিয়ে এবং এই গ্লাসগুলোও বুলেটপ্রুফ। বাড়ির ভেতরের দেয়ালে বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে সাদা ক্রিম রংয়ের উপস্থিতি, তবে কিছু কিছু জায়গায় সিলভার এবং কালো রংও ব্যবহার করা হয়েছে।

 


কিং খানের এই বাংলোর সামনে রোজ হাজার হাজার মানুষ ভিড় করেন। রাত হলেই আলোয় ঝলমলিয়ে ওঠে ‘মান্নাত’। জেনে আরো অবাক হবেন, প্রতি মাসে বিদ্যুতের বিল আসে প্রায় ৪৩ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকা।

 


মান্নাত শাহরুখ খানের একটি স্বপ্নের বাড়ি। অভিনয় ও ব্যক্তিজীবন, উভয়জীবনে সফল এই মানুষটি এক অদৃশ্য মুকুটধারী বাদশাহ। এমন একটি বাড়ি সাধারণ মানুষের কল্পনাতেই বিচরণ করে। মান্নাত সম্পর্কে শাহরুখ খান বলেছিলেন, “আমি যদি কোনদিন সবকিছু হারিয়ে দেউলিয়া হয়ে যাই, তবুও আমি মান্নাতকে কখনো বিক্রি করবো না।”

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!