বনের পশু-পাখিরাও নেশা করছে এক ধরনের নেশাজাতীয় ফল খেয়ে । Animals getting high

Author
0

বনের পশু পাখি বনের ফলমূল খেয়েই বেঁচে থাকে কখনো শুনেছেন কি যে, পশু পাখি মদ খেয়ে মাতাল হয়ে ঘুরছে?


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



পৃথিবীতে এমন এক ফল রয়েছেযা খেলে আর স্বাভাবিক জীবন থাকে না বন্যপ্রাণির। বেশি দূরে নয়এমন ফলের সন্ধান পাওয়া গেছে আফ্রিকায়। আফ্রিকার সাভান্না নামক অঞ্চলে রয়েছে এ ফল। সেখানে মারুলা’ (Marula) নামের এক ধরনের ফল পাওয়া যায়। ফলটিতে প্রচুর ভিটামিন সি ও প্রোটিন থাকে। ফলে সাভান্না অঞ্চলের মানুষ ও বিভিন্ন প্রাণির খাবার হিসেবে ফলটি খুবই গুরুত্বপূর্ণ। ফলটিতে প্রচুর সুগার থাকায় মাটিতে পড়ার অল্প কিছুক্ষণের মধ্যেই পচে যায়। পচে যাওয়ার কারণে ফলটির ভেতরে প্রচুর অ্যালকোহল তৈরি হয়। আর টুস টুসে ফলগুলোর ওপর থেকে দেখে একদমই বোঝা যায় না ভেতরে কী লুকিয়ে আছে। মাটিতে পড়ে থাকা এই ফল বনের জীবজন্তুরা নিশ্চিন্তে খেয়ে নেয় ছোট পিঁপড়া থেকে বানরহাতি কিংবা জিরাফ কেউই বাদ যায়না

হয়তো এই অ্যালকোহল যুক্ত ফল খেতে তাদের আরো বেশিই ভালো লাগে। এই ফল খাওয়ার পর পরই শুরু হয় অস্বাভাবিক সব আচরণ মাতালের মতো এইদিক-ঐদিক টলতে থাকে তারা মাতাল অবস্থায় একসময় যার যার জায়গাতেই ঘুমিয়ে পরে ঘুম ভাঙ্গে একবারে পরদিন সকালে উঠে হয়তো আগের দিনের কথা মনেই করতে পারেনা এরপর হয়তো আবারো মারুলার খোঁজেই বেরিয়ে পরে

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!