তামিম ইকবাল ক্যাপ্টেন হিসেবে আসলে কেমন ছিলেন? Tamim Iqbal

Author
0


বাংলাদেশের ক্রিকেট পাড়ায় এখন তামিমই সবথেকে আলোচিত নাম। ড্রামাটিক অবসর কাণ্ড, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর তুলে ফিরে আসার পরে রিসেন্টলি আবার ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে আলোচনার জন্ম দিয়েছেন। ক্রিকেটভক্তদের বেশিরভাগই এতে খুশি, তারা মূলত সাকিবের ফ্যান। বিশ্বকাপে সাকিবকেই ক্যাপ্টেন হিসেবে দেখতে চান। কিন্তু কথা হচ্ছে, ক্যাপ্টেন তামিম আসলে কেমন ছিলেন? স্ট্যাটস বলছে মাশরাফির পরে তিনি ছিলেন সবথেকে সফল ক্যাপ্টেন। ৩৭ ম্যাচের মধ্যে জিতেছেন ২১ টি। উইনিং পার্সেন্টেজ ৫৬.৭৫।


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



তামিম ইকবাল, বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত নাম। ওয়ানডে থেকে হুট করে নাটকীয়ভাবে অবসরে যাওয়া, এরপরে আবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ফিরে আসা। এখানেই শেষ না, রিসেন্টলি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে আবারও আলোচনায় তিনি। চলুন দেখে নেওয়া যাক ক্যাপ্টেন তামিম ইকবাল আসলে কেমন ছিলেন?

তামিম ইস্যুতে দুই ভাগে বিভক্ত ক্রিকেটভক্তরা। একদল চেয়েছিল তার নেতৃত্যেই বিশ্বকাপ খেলুক বাংলাদেশ। আরেকদল তার ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ায় খুশি। তারা চায় সাকিবের হাতে উঠুক আর্মব্যান্ড। তাদের দাবী তামিম আসলে ক্যাপ্টেন হিসেবে চলে না। তো, চলুন দেখে নেওয়া যাক তামিম আসলে ক্যাপ্টেন হিসেবে কতটা সফল ছিলেন।



৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশকে এখন পর্যন্ত যে ১৫ জন নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে সাফল্যের বিচারে সবার ওপরে মাশরাফি মর্তুজা।

ওয়ানডেতে তামিম অধিনায়কত্ব করেছেন ৩৭ ম্যাচে, যেখানে তাঁর জয় ২১ টি, অর্থাৎ জয়ের হার ৫৬.৭৫। বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক হিসেবে যাঁকে আলাদা জায়গা দেওয়া হয়, সেই মাশরাফি বিন মুর্তজার চেয়ে তামিমের জয়ের শতাংশ মাত্র দশমিক শূন্য ৬ কম। ৮৮ ম্যাচে ৫০ জয়ে অধিনায়ক মাশরাফির সাফল্যের হার ৫৬.৮১।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পান তামিম। মাশরাফি বিন মতুর্জার স্থলাভিষিক্ত হোন তিনি। পূর্ণকালীন নেতৃত্ব পাওয়ার পর এই ওপেনারের অধীনে বাংলাদেশ প্রথম একদিনের ম্যাচ খেলে ২০২১ সালের জানুয়ারিতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে বাংলাদেশ ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে ৩-০ ব্যবধানে। তিন ম্যাচে ১৫৮ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হোন তামিম। অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কা, আফগানিস্তান, উইন্ডিজ, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় রয়েছে তামিমের। সবচেয়ে বড় সাফল্য দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জয়। ২০ বছর অপেক্ষার পর প্রোটিয়াদের মাটিতে তামিমের নেতৃত্ব সিরিজ জেতে বাংলাদেশ। যেখানে শক্তিশালী ভারতকে অপেক্ষা করতে হয়েছিল ২৬ বছর।



এইতো গেল অধিনায়ক তামিমের জয় পরাজয়ের পরিসংখ্যান। এবার জেনে নেওয়া যাক, অধিনায়ক হিসেবে ব্যাট হাতে কেমন ছিলেন তামিম।

ওয়ানডেতে ২০০৭-২৩ পর্যন্ত ১৬ বছরের ক্যারিয়ারে ২৩৯ ইনিংসে ৩৬.৬২ গড়ে ৮৩১৩ রান করেছেন তামিম। তার মধ্যে অধিনায়ক হিসেবে করেছেন ১১৩২ রান। গড় ৩৩.২৯। সেঞ্চুরি করেছেন ১টি, ফিফটি ৯ টি। সর্বোচ্চ স্কোর ১১২। ক্যাচ নিয়েছেন ১৬টি।


সবকিছু বিবেচনায় তাই বলাই যায়, ক্যাপ্টেন হিসেবে বেশ সফলই ছিলেন তিনি। বিশ্বকাপের মাত্র দুই মাস আগে তার নেতৃত্ব ছেড়ে দেওয়া দল হিসেবে তাই একটু হলেও ভোগাবে বাংলাদেশকে।

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!