সিনেমাতে অন্ত*রঙ্গ দৃশ্য কারা পরিচালনা করেন? || Bollywood

Author
0

 


সিনেমাতে যৌন দৃশ্য এখন হরহামেশাই দেখা যায়। তবে ৯০ এর দশকের আগে, নায়িকাদের জন্য এটা ছিলো বিভীষিকাময়। কালের বিবর্তনে পরিবর্তন এসেছে। তবে কি সেই পরিবর্তনটা? এবং কিভাবে হলো?


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



কখনো কি আপনাদের মাথায় এমন প্রশ্ন এসেছে যে, সিনেমায় আমরা যেসব ১৮+ অর্থাৎ প্রাপ্ত বয়ষ্ক সীন দেখতে পাই, সেসব সীন কে ডিজাইন করে? সহজ ভাষায় বলতে, সিনেমাতে যৌন দৃশ্যগুলো যে দেখানো হয়। সেসব কিভাবে, কোন এঙ্গেলে, কতটুকু সময় ধরে দেখানো হবে। সেটা কে নির্ধারন করে? হয়তো আপনি বলবেন, পরিচালক। আসলে এসব দৃশ্যের জন্য আলাদা একজন ইন্টিমেসি কোঅর্ডিনেটর রাখা হয়।

৯০ দশকের দিকে সিনেমাতে যত যৌন উত্তেজনামূলক দৃশ্য দেখানো হতো, তা বেশিরভাগই খোলামেলা হতো। এতে করে সেই দৃশ্যে অভিনয় করা অভিনেতা বা অভিনেত্রীরা ব্যক্তি জীবনে সমস্যার মুখোমুখী হতেন। অনেক সময় দেখা যেত অল্প কিছু দৃশ্যের জন্য নায়িকার ওপর যৌন হয়রানিও দেখা যেত।

২০১৭ সালে সারা বিশ্বের বিনোদন শিল্পে নারীর ওপর যৌন হয়রানি ও সহিংসতার প্রতিবাদে 'হ্যাশট্যাগ মি টু' আন্দোলন শুরু হওয়ার পর একজন পেশাদার ব্যাক্তির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়। যিনি এসব কিছু কিভাবে কোনো রকম সমস্যা ছাড়াই পর্দায় ফুটিয়ে তোলা যাবে, তা নিয়ে ডিরেকশন দিবে।

চলচ্চিত্র নির্মাণকারী নেটওয়ার্ক এইচবিও ২০১৮ সালে তাদের ‘দ্য ড্যিউস’ সিরিজের অন্তরঙ্গ দৃশ্যের পরিচালনার জন্য সর্বপ্রথম একজন ইন্টিমেসি কোঅর্ডিনেটর নিয়োগের কথা ঘোষণা করে।

এর পর নেটফ্লিক্স, অ্যামাজনের মতো প্ল্যাটফর্মও একই ধরনের সিদ্ধান্তের কথা ঘোষণা করে।



তারপর থেকে অনেক স্টুডিও, প্রযোজক এবং পরিচালক তাদের সেটে এমন কিছু দৃশ্য ধারণের সময় ইন্টিমেসি কোঅর্ডিনেটরদের কাজে লাগাচ্ছেন।

ভারতের ২৬-বছর বয়সী ইন্টিমেসি কোঅর্ডিনেটর আস্থা খান্না বলছেন, তার চাকরিকে একজন অ্যাকশন পরিচালক এবং একজন নৃত্য পরিচালকের সঙ্গে তুলনা করা যেতে পারে- যিনি কাজ করবেন সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য ধারণের বিষয়ে




একজন অ্যাকশন ডিরেক্টর অভিনয়ের সময় অভিনেতা-অভিনেত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেন। তেমনিভাবে একজন ইন্টিমেসি কোঅর্ডিনেটরের কাজ হচ্ছে যেসব দৃশ্যে নগ্নতা, সেক্স এবং যৌন সহিংসতার মতো বিষয় রয়েছে সেসব দৃশ্যে যারা অংশ নিচ্ছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা।



আস্থা খান্না আরও বলেন, “আমার কাজ হচ্ছে পারফর্মারদের যে অপব্যবহার করা হচ্ছে না সেটা নিশ্চিত করা। একই সঙ্গে যারা ছবিটি তৈরি করছে তাদেরও নিরাপত্তা দেওয়া যাতে পাঁচ বছর পরে গিয়ে কোনো অভিনেতা বা অভিনেত্রী বলতে না পারে যে তাদের খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল”

সিনেমার যৌন দৃশ্যের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে ইন্টিমেসি কোঅর্ডিনেটররা আলোচনা করেন। তাদের মতামত নেন এবং সীমাবদ্ধতাগুলো নিয়েও তাদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে তাদের কিছু পোশাক আশাক সম্পর্কেও ধারণা দেওয়া হয়, যাতে করে শরীরের লজ্জাস্তানগুলো সরাসরি প্রকাশ না পায়।

সিনেমায় অনেক কিছুই দেখানো হয়। অভিনেতা অভিনেত্রীদের অন্তরঙ্গতা, যৌনতা, সেক্সুয়াল দৃশ্য দেখে আমরা যতটা সত্যি ভাবি, আদতে এর মাঝে অনেক সীমাবদ্ধতাও থাকে। যাতে করে কোনো কলাকুশলীদের পরবর্তীতে সম্মান নিয়ে সমস্যার মুখোমুখী হতে না হয়।

ট্যাগ

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!