অনন্ত জলিলের সিনেমা কি একশান নাকি কমেডি? Ananta Jalil Action King

Author
0

 


২০১০ সাল, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি তখন কেবলই তাদের সবথেকে বড় তারকা মান্নাকে হারিয়েছে শাকিব খান তখন ইন্ডাস্ট্রিতে তার জায়গা মোটামুটি পাকা করার পথে সেসময়ে ইন্ডাস্ট্রিতে ধুমকেতুর মতো নতুন এক নায়কের আগমন ঘটলো নাম তার অনন্ত জলিল বিশিষ্ট ব্যবসায়ী মানুষ, সিনেমার সঙ্গে কোনরকম সংযোগের ইতিহাস নেই তিনি হুট করে ঘোষণা দিলেন নিজের প্রযোজিত সিনেমায় নিজেই নায়ক হবেন সিনেমা নির্মিত হবে বিগ বাজেটে ও আধুনিক ক্যামেরায়


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন


 

এরপর একে একে বেশ কিছু সিনেমা তিনি নির্মাণ করে ফেলেছেন সবগুলো সিনেমার জনরাই মূলত একশন তবে মূলত তার সিনেমা কমেডি হিসেবে দেখতে পছন্দ করেন তিনিই সম্ভবত দুনিয়ার একমাত্র নায়ক যিনি একশন জনরার আড়ালে সার্থক কমেডি নির্মাণ করে থাকেন! একশন দৃশ্যের হাস্যকর রিপ্রেজেন্টেশন, হাস্যকর অভিনয় ও ডায়লগ ডেলিভারি, এবসার্ড ভিএফএক্সের ব্যবহারই মূলত তার সিনেমাকে আনইন্টেনশনাল কমেডিতে রূপান্তর করে দর্শকরাও এগুলো বেশ ভালোই উপভোগ করেন

এছাড়াও তার সিনেমার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো তার স্ত্রী বর্ষা দ্য স্পীড বাদে তার বাকি সবগুলো সিনেমাতেই তার নায়িকা চরিত্রে দেখা যায় বর্ষাকে ‘অনন্ত-বর্ষা’ জুটি এখন বাংলা সিনেমার আইকনিক কমেডি ডুয়ো ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমায় বর্ষার সামনে অনন্তর নিজের হৃদয় বুকচিরে বের করে এনে ‘মৃত লাশকে কখনো কথা বলতে দেখেছো?’ ডায়লগ দেওয়া দৃশ্যটি এখন খুবই আইকনিক মিম টেমপ্লেট হিসেবে অন্যতম বড় হিট এই দৃশ্যটি রীতিমত এবসার্ড ভিএফএক্সের জ্বলন্ত উদাহরণ

সিনেমার পাশাপাশি বিভিন্ন টিভিসিতেও দেখা যায় অনন্ত জলিলকে গ্রামীণফোনের ‘অসম্ভবকে সম্ভব করা অনন্তর কাজ’ টিভিসিটি সেসময়ে প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয় এটিও রাতারাতি মিম টেমপ্লেটে পরিণত হয়



তার সবগুলো সিনেমাই বিতর্কে জড়িয়ে থাকে সিনেমা তো বিতর্কের জন্ম দেয়ই, সাথে সিনেমার প্রোমোশন ও ট্রেইলারও বিতর্ক ছড়ায় সম্প্রতি দিন দ্য ডে কিংবা কিল হিম সিনেমাগুলোও এর ব্যতিক্রম নয় এই বছরের রমজানে কিল হিমের প্রমোশনে কেক কাটার সময়ে রোজারত অবস্থায় ভুলে কেক খেয়ে বিতর্কের জন্ম দেন। তার হাস্যরসে ভরপুর কাণ্ড-কারখানার ফিরিস্তি দিয়ে শেষ করা যাবে না সব কথার এক কথা, তিনি ইন্টেনশনালি করেন কিনা তা আমাদের পক্ষে জানা সম্ভব নয়, তবে তিনি যে কন্টিনিউয়াসলি একশনের মোড়কে রীতিমত কমেডি সিনেমা নির্মাণ করে যাচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!